সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে

নজরবন্দি ব্যুরো: শীতকাল প্রায় চলেই এল। ইতিমধ্যেই ঠাণ্ডার আমেজ পাওয়া যাচ্ছে। এই সময় অনেকেরই ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে। সারা সপ্তাহের ক্লান্তি কাটিয়ে কয়েকদিন ছুটি পেলেই মনটা উরু উরু হয়ে যায়। ঘরে আর মন টেকে না। হাতে সময় কম থাকলেও এই সময় ঘুরতে যাওয়া মিস করতে পারেন না ভ্রমণ পিপাসু পর্যটকেরা। আজকের প্রতিবেদনে খোঁজ রইল এক অফবিট পাহাড়ি গ্রামের।

আরও পড়ুন: শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন

আজকের গন্তব্য বুংকুলাং। মিরিকের কাছে এই ছোট্ট গ্রামে এসে প্রকৃতির গন্ধ পাবেন পর্যটকরা। যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজে মোড়া ঘন জঙ্গল আর পাহাড় দেখতে পাবেন। এটি মূলত একটি কৃষি হাব। তবে চাষের জমি ছাড়াও বিস্তীর্ণ এলাকা জুড়ে সবুজে মোড়া গাছপালায় ভরা এলাকা। এই পাহাড়ি গ্রামে ১৯ টি পুকুর রয়েছে যেখানে মাছের চাষ করা হয়। এখানকার স্থানীয়দের প্রত্যেকের বাড়ির সামনে ফুল ও অর্কিডের বাগান রয়েছে।

সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে

কংক্রিটের শহর থেকে দূরে কয়েকদিন নিরিবিলি পরিবেশে থাকতে চাইলে এই জায়গা আপনার জন্য আদর্শ। পাখির ডাকে ভাঙবে সকালের ঘুম। ঘরের জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পায়ে হেঁটেই পুরো গ্রাম ঘুরে দেখতে পারেন। এখানকার স্থানীয়দের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে।

সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে

কীভাবে যাবেন?
শিয়ালদহ (Sealdah Rail Station) থেকে ট্রেন করে প্রথমে শিলিগুড়ি যেতে হবে। সেখান থেকে গাড়িতে শিলিগুড়ি মিরিক হাইওয়ে ধরে যেতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP) থেকে গেলে দেড় ঘন্টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাবেন।

সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে

সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে
সারা সপ্তাহের ক্লান্তি মিটিয়ে দু’দিনের ছুটি, ঘুরে আসতে পারেন এই অফবিট পাহাড়ি গ্রামে