Period Pain: শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: ঋতুস্রাব বা পিরিয়ড একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়া। চিকিৎসা বিজ্ঞানে ঋতুস্রাবকে মেয়েদের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় হিসেবেই চিহ্নিত করা হয়েছে। কিন্তু মাসের ওই চার পাঁচদিন খুব বিরক্তিকর কাটে মেয়েদের। তার উপর এখন শীতকাল। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ঋতুস্রাব (Period Pain home remedy) হলে আরও যেন কষ্ট বেড়ে যায়। ঠান্ডার মধ্যে বারবার বাথরুম যাওয়া অস্বস্তিকর হয়ে ওঠে। এসবের মধ্যে তলপেটে ব্যথা, কোমর-পায়ে যন্ত্রণা শুরু হলে বিরক্তি আরও বাড়ে। কীভাবে এই সমস্যাগুলি থেকে মুক্তি মিলবে। রইল কয়েকটি সহজ সমাধান।

Period Pain: শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান

আরও পড়ুন: রান্নায় সর্ষে বাটা দিলেই তেতো হয়ে যায়? দেখুন কোন উপায়ে মিলবে সমাধান

শীতে পিরিয়ডের যন্ত্রণা (Period Cramps) বেড়ে যায়। ঠাণ্ডার কারণে রক্তনালি সংকুচিত হয়ে যায়। এর ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। এছাড়া শীতকালে মহিলাদের দেহে ভিটামিন ডি-এর (Vitamin D) অভাব বেড়ে যায়। এই কারণে পুষ্টির অভাবে পিরিয়ডসের দিনগুলিতে শরীর আরও ক্লান্ত হয়ে যায় এবং মেজাজ খিটখিটে হয়। শীতের মরশুমে বিশেষ করে পিরিয়ড হলে সবুজ শাকসবজি, ফল বেশি করে খেতে হবে। কড়াইশুটি, বীট-গাজর, কমলালেবু, খাদ্য তালিকায় রাখুন। সকাল বেলা ঘুম থেকে উঠে কাঁচা হলুদ খাওয়া অভ্যাস করুন।

Period Pain: শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান

শীতকালে জলের থেকে দুরত্ব তৈরি হয়ে যায়। অনেকের মধ্যে জল খাওয়ার প্রবণতা কমে যায়। কিন্তু শরীরে জলের অভাব থাকলে পেশির ব্যথা তীব্র হয়। এর ফলে তলপেটে যন্ত্রণা আরও বাড়তে পারে। তাই এই সময় প্রচুর জলপান করুন। এতে শারীরিক দুর্বলতাও কমবে। ঋতুস্রাবের সময় হওয়া ব্যথা-যন্ত্রণা থেকে মুক্তি পেতে হালকা ব্যায়াম করুন। এতে দেহের রক্ত সঞ্চালন উন্নত হবে। রক্ত প্রবাহকে সচল রাখতে এবং ব্যথা-যন্ত্রণা কমাতে নিয়মিত শরীরচর্চা প্রয়োজন। এটি আপনার শরীরে প্রাকৃতিক পেইনকিলারের কাজ করবে।

শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান

Period Pain: শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান
Period Pain: শীতকালে পিরিয়ডের যন্ত্রণায় কাতর! বিছানা ছেড়ে উঠতে পারছেন না, ঘরোয়া উপায় মিলবে সমাধান

ঋতুস্রাবের যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলতি উপায়গুলিও কাজে লাগাতে পারেন। যেমন, তলপেটে গরম সেক দেওয়া, গরম জলে স্নান করা। পানীয় হিসেবে উষ্ণ গরম জলে আদা ফুটিয়ে সেই জল পান করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন শীতকালে শরীর যত গরম থাকবে, রক্তপ্রবাহ সচল হবে, রক্তে জমাট বাঁধার সম্ভাবনা কমবে। এছাড়াও, পিরিয়ডস চলাকালীন মৌরি কিংবা আদা চা খেতে পারেন। ভেষজ চায়ে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শারীরিক প্রদাহ থেকে মুক্তি দেবে।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে রিপোর্ট জমা দিল CBI, তদন্তের অগ্রগতি দেখে খুশি প্রধান বিচারপতি

সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে রিপোর্ট জমা দিল CBI, তদন্তের অগ্রগতি দেখে খুশি প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের রিপোর্ট একটি মুখবন্ধ খামে জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির।
মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

প্রতি বছরই গরমকালে সারা রাজ্যে রক্তের সঙ্কট তৈরি হয়। এ বার গরমে রেকর্ড গড়েছে দক্ষিণবঙ্গ। সেই প্রেক্ষাপটে মনোনয়নের দিন ধর্মস্থানে না গিয়ে রক্তদান করে জেলাশাসকের দফতরের দিকে রওনা হন তিনি।
বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

“শুভমান গিল একেবারেই ফর্মে নেই। তাও কেন ও দলে সুযোগ পেল? ঋতুরাজ গায়কোয়াড়ের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল, এতে কোনও সংশয় নেই। ও মাত্র ১৭ ইনিংসে পাঁচশোর বেশি রান করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে।”
গৃহশিক্ষকই ভরসা, সাফ জানালেন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড়

গৃহশিক্ষকই ভরসা, সাফ জানালেন মাধ্যমিকে প্রথম হওয়া চন্দ্রচূড়

ফলে শিক্ষকদের পক্ষে একজন ছাত্রকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। ফলে গৃহশিক্ষকের ভূমিকা তাঁর কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, ব্রেক লার্নিংয়ের পরামর্শ দিল চন্দ্রচূড়। ছাত্রের কথায়, “এক টানা পড়ার থেকে মাঝে বিরতি নিয়ে পড়লে তাতে কাজ বেশি হয়।”
হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

এই বিষয়ে সৌমিত্র নিজেও জানান, "আমি সনাতনী। আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি। আর গীতা হল সত্যের প্রতীক। যে কোনও পরিস্থিতিতে এমনকি, যুদ্ধেও সত্যেরই জয় হয়। সেই কারণে হাতে গীতা রেখেছিলাম।’’

Lifestyle and More...