পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য সরকারকে

High Court: পুরনিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হল রাজ্য সরকারকে

সিবিআইও হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে। শুক্রবার হাইকোর্টে রিপোর্ট জমা দেয়নি সিবিআই। আরও কয়েকদিন সময় চেয়ে নিয়েছে। এতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা।
অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা

Panchayat Election: অতিরিক্ত সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কমিশনার রাজীব সিনহা

পাঁচ জেলায় বাহিনী মোতায়েনের প্রশ্নে অতিরিক্ত কী পদক্ষেপ নেওয়া যায় এই বিষয়ে নবান্নের সঙ্গে আলোচনা করবে কমিশন।আজ অর্থাৎ শুক্রবার নবান্নের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সেই আলোচনা হবে।   
কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই করতে হবে ভোট, নির্বাচন কমিশনের অফিসে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা

কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েই করতে হবে ভোট, নির্বাচন কমিশনের অফিসে সংগ্রামী যৌথমঞ্চের সদস্যরা

নাহলে ভোটের কাজ করতেই যাবেন না শিক্ষক ও সরকারি কর্মীরা। গত কয়েক মাস ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরাই শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তাঁদের দাবি জানিয়ে এসেছেন।
রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

Panchayat Election: রাজ্যের পাঁচ জেলা স্পর্শকাতর, এমনটাই মত নির্বাচন কমিশনের

শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র গ্রহণ৷ ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। ১৭ তারিখ পর্যন্ত মনোনয়ন পত্রের স্ক্রটিনির কাজ হবে। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ।
Abhishek Banerjee-র তথ্যেই তৃণমূলের নেতারা গ্রেফতার! বিস্ফোরক অধীর চৌধুরী

Abhishek Banerjee-র তথ্যেই তৃণমূলের নেতারা গ্রেফতার! বিস্ফোরক অধীর চৌধুরী

পঞ্চায়েত নির্বাচন নিয়েও অভিষেককে বিঁধেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, "কমিশনের অফিস থেকে নয়, খোকাবাবুর অফিস থেকে ভোট পরিচালনা করা হবে। খোকাবাবুর অফিস থেকে যে নির্দেশ আসবে সেইমত কাজ করবে নির্বাচন কমিশন।"
ইডিকে যা বলেছি সব জেনে যাচ্ছে শুভেন্দু! বিস্ফোরক অভিষেক

Abhishek Banerjee: ইডিকে যা বলেছি সব জেনে যাচ্ছে শুভেন্দু! বিস্ফোরক অভিষেক

এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করব। প্রয়োজনে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে সুপ্রিম কোর্টে যাব’। প্রসঙ্গত, আগামী ১৩ জুন মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।
এক দফায় পঞ্চায়েত ভোট, বাহিনী প্রশ্নে দ্বিধায় রাজ্য

এক দফায় পঞ্চায়েত ভোট, বাহিনী প্রশ্নে দ্বিধায় রাজ্য

পুলিশ আধিকারিকরা নজরদারি করবেন। এছাড়া, কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রচার কর্মসূচিতে কোনও বাইক মিছিল চলবে না৷ রাজনৈতিক প্রচারে মোটরবাইক মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ৷
শুরু প্রাক বর্ষার বৃষ্টি! ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই ভারী বৃষ্টির সতর্কতা

Weather: শুরু প্রাক বর্ষার বৃষ্টি! ঘূর্ণিঝড়ের আশঙ্কার মাঝেই ভারী বৃষ্টির সতর্কতা

শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মেলে।
মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন, পঞ্চায়েত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের

Panchayet Election: মনোনয়ন-সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক কমিশন, পঞ্চায়েত মামলায় পর্যবেক্ষণ হাইকোর্টের

নজরবন্দি ব্যুরো: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। বৃহস্পতিবারই রাজ্য নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। পাঁচ দিনের মধ্যে মনোনয়ন পেশ করতে হবে। এরপরই...
জিএসটির ফাঁদে জড়িয়ে রেলের হকার উচ্ছেদের সিদ্ধান্তের জেরে মাথায় হাত হকার এবং ক্রেতাদের

Indian Railways: জিএসটির ফাঁদে জড়িয়ে রেলের হকার উচ্ছেদের সিদ্ধান্তের জেরে মাথায় হাত হকার এবং...

সঙ্গে মিলবে ঘুগনি। এর দাম রাখা হয়েছে ৪০ টাকা। ১০০ গ্রাম ঝালমুড়ির দাম ধরা হচ্ছে ৩০ টাকা। প্রতিটি জিনিসের মূল্য জিএসটি সমেত।
x