Bangla Pokkho: ঘুষ দিয়ে চাকরির নেশা ছেড়ে ব্যবসা করুক বাঙালি
আমরা যদি সচেতন হই, আগামীতে এই বিপুল পরিমাণ অর্থের বড় অংশ বাঙালির পকেটে ঢোকাতে পারি। খাবার দোকান থেকে, পোশাক, নানান সামগ্রী, পুজো প্যান্ডেলের যাবতীয় জিনিস, পুজোর উপকরণ, ইলেকট্রিক সরঞ্জাম সমস্ত কিছু বাঙালির থেকে নিলে এই বিপুল অর্থ এই বাংলায় থাকবে এবং বাংলাতেই খরচ হবে, তা বাঙালির পকেটেই ঢুকবে। বাঙালি যুব সমাজকে ব্যবসা করতেই হবে।
ঘুরিয়ে কেন? সরাসরি RSS-কে সমর্থন করুন, যশবন্ত নয় ভোট দিন দ্রৌপদীকে! বামেদের বলছি
কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন। হিন্দুত্বের জিগির তোলা নেতা যশবন্তের ট্যুইটার হ্যান্ডেল সার্চ করলেই পেয়ে যাবেন তিনি দ্রৌপদী মুর্মুর থেকেও অনেক বড় RSS ভক্ত। সেই কারনেই সহজ ভাষায় আমার বক্তব্য, ঘুরিয়ে আরএসএস কে কেন সমর্থন করবেন? সরাসরি দ্রৌপদীকে ভোট দিক বামেরা।
Editorial: ঘুষ দিয়ে চাকরি পাওয়া অপরাধ, কিন্তু ঘুষ খেয়ে চাকরি দেওয়া? চোর গুলোর শাস্তি...
যারা ঘুষ দিয়েছিলেন ছোট, বড়, মেজ বা সেজ নেতাদের তাঁদের ঘুম উড়েছে একাধিক জনের চাকরি চলে যাওয়ায়। সংখ্যাটা যে ২৬৯ বা ৩০০ তে সীমাবদ্ধ নন তা জানেন সবাই। নিজের পাড়ার দিকে তাকান ১-২ জন মিলবেই। ওই সবে মিলে করি কাজের মতই বিষয়। অনুমানিক ৫০ হাজার শিক্ষক এই মুহুর্তে শিক্ষকতা করছেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, বেলাইনে।
বাংলার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী অভিষেক, একথা বলতে জ্যোতিষী হওয়ার কেন প্রয়োজন নেই?
নারদে ধৃতদের জামিন হয়েছে আদালতে। আইনের পথেই। এদিকে সর্বভারতীয় স্তরে নিজেদের বিস্তারে ব্রতী হয়েছে তৃণমূল। বিজেপির অশ্বমেধের ঘোড়া আটকে মমতা-অভিষেক জুটি প্রমাণ করেছেন, ২৪ নির্বাচন এতটা সহজ হবেনা। সূত্র বলছে আগামী লোকসভা নির্বাচনে কমপক্ষে ৫০ টি আসন নিজেদের দখলে নিতে চায় তৃণমূল। সেটা কি সম্ভব?
শিক্ষায় পিপিপি পরিকল্পনা, কোথায় লাভ? ক্ষতি কতটা? বিশ্লেষণ কিংকর অধিকারীর।
'রাষ্ট্রীয় ব্যবস্থায় যে বিষয়গুলি সরকারি দায়িত্বের মধ্যে পড়ে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা এবং স্বাস্থ্য। সকলেই যেন সুলভে তা পেতে পারে তা নিশ্চিত করার জন্যই তো সরকার।' শিক্ষায় পিপিপি কতটা ক্ষতিকর, এই সিস্টেমে কতটা লাভ! বিস্তারিত আলোচনা করলেন শিক্ষক নেতা।
আমার একুশ – অমর একুশ, বাংলা ভাষা পেল বিশেষ মর্যাদা, জয় হল বিশ্বের সব...
ইউনেসকোর ঐতিহাসিক সেই অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মূল প্রস্তাবক ছিল বাংলাদেশ এবং সৌদি আরব। আর সমর্থন করেছিল আইভরি কোস্ট, ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, কমোরোস, ডোমিনিকান রিপাবলিক, পাকিস্তান, ওমান, পাপুয়া নিউগিনি, ফিলিপিন, বাহামাস, বেনিন, বেলারুশ, গাম্বিয়া, ভারত, ভানুয়াতু, মাইক্রোনেসিয়া, রুশ ফেডারেশন, লিথুয়ানিয়া, মিসর, শ্রীলংকা, সিরিয়া ও হন্ডুরাস।
Jyoti Basu: ‘আমার প্রিয় নেতা, তোমার প্রিয় নেতা কমরেড জ্যোতি বোস!’ কানে আসত……।
১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও, তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে ২০০০ সালের ৬ নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে অবসর নেন বসু।
বাংলার জেরক্স কপিতে গণতন্ত্রের জয় ত্রিপুরায়! মিডিয়ায় তৃণমূল হলেও দ্বিতীয় স্থানে বামেরাই #Editorial
বিজেপি সারা রাজ্যে পেয়েছে ৫৯.০১% ভোট। ১৯.৬৫% সারা রাজ্যে ভোট পেয়েছে বামফ্রন্ট। তৃণমূল কংগ্রেস ১৬.৩৯% ভোট পেয়েছে। আর কংগ্রেস ২.০৭% ভোট পেয়েছে। তৃণমূলের এই ১৬ শতাংশ ভোট প্রাপ্তির সিংহ ভাগই রয়েছে আগরতলা পুরনিগমের ২৬ টি ওয়ার্ডে।
বুদ্ধং শরণং গচ্ছামি, খেঁজুরিতে বাম নাম জপ করছেন শুভেন্দু অধিকারী!
শুভেন্দুর বাম নাম জপ নিয়ে সমালোচনা শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যদিও রাজনীতি সম্ভবনাময়। এখানে কে কখন কোন পক্ষে থাকে তা বলা কঠিন৷ সময়ের সঙ্গে বদলে যেতে পারে রাজনৈতিক বুলি। শুভেন্দুর ক্ষেত্রেও সেটাই হয়েছে।
শিক্ষকের অভাবে শিক্ষকের উপর ওভারলোড, পথে বিচারালয়ে ধুঁকছে শিক্ষার ভবিষ্যৎ! #Editorial
বেশিরভাগ স্কুলে প্রতি ক্লাসে ন্যূনতম ২টি ব্যাচ। আবার যে স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি, সেখানে ৩টি ব্যাচও রয়েছে। ফলে একই বিষয় দ্বিগুণের বেশি সময় ধরে পড়াতে হচ্ছে শিক্ষকদের। কি আর করা যাবে, স্কুলে শিক্ষকের সংখ্যা অপ্রতুল! হবু শিক্ষকরা লড়ছেন পথে বিচারালয়ে!