Andre Russell: নতুন মরশুমে KKR এর দলে রাসেল, সমালোচকদের জবাব দিয়ে বিস্ফোরক আন্দ্রে
‘অনেক কথা হয়ে ছিল যে আমাকে ছেড়ে দেওয়া হবে কিন্তু ফ্র্যাঞ্চাইজি আমার প্রতি আস্থা দেখিয়েছে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারা জানে আমি কী করতে পারি এবং আমি আগেও সেটা করেছি। তারা জানে আমি কী করতে পারি। আসন্ন মরশুমে খুব ভালো পারফর্ম করতে চাই।’
Mohammed Shami: টেস্ট দলে শামি, কিন্তু তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা কেন?
যদিও টেস্ট সিরিজ এখনও দেরি আছে। যদি সেই সময়ের মধ্যে এই পেশার সুস্থ হয়ে ম্যাচ ফিট হতে পারেন তাহলে তিনি খেলবেন। আর যদি না পারেন তাহলে তাঁর বদলি হিসেবে অন্য কাওকে পাঠানো হবে কি না তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, সাদা বলের ক্রিকেটে অনেক নতুন মুখ, বিশ্রামে সিনিয়াররা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), রবীন্দ্র জাডেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, রিঙ্কু সিংহ, শ্রেয়স আয়ার, ঈশান কিশন, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার।
Test Squad: দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষিত, দলে নেই পূজারা ও রাহানে
রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি*, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরাহ (সহ অধিনায়ক), মুকেশ কুমার, প্রসিদ্ধ কৃষ্ণা। দলে নেই দুই সিনিয়ার পূজারা ও রাহানে। এই থাকে বোঝা যাচ্ছে এই দুই ক্রিকেটারের জাতীয় দলের রাস্তা বন্ধের পথে।
Vijay Hazare: বিজয় হাজারেতে কামব্যাক বাংলার, মধ্যপ্রদেশের বিরুদ্ধে বড় জয় অনুষ্টুপদের
মাত্র ৩.৪ ওভার বল করেই চার উইকেট তুলে নেন স্পিনার। দুই অঙ্কের রানে পৌঁছন মধ্যপ্রদেশের মাত্র দুই ব্যাটার। ২১ ওভারের মধ্যেই গুটিয়ে যায় মধ্যপ্রদেশ ইনিংস। উল্লেখ্য, সোমবারই শক্তিশালী তামিলনাড়ুর বিরুদ্ধে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল বঙ্গ ব্রিগেড।
Neymar: মডেলের সাথে অশ্লীল কথোপকথন ফাঁস, সংসার ভাঙল নেইমারের
এ ছাড়াও বছরের শুরুর দিকে একটি নাইটক্লাবে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছিল নেমারকে। উল্লেখ্য, চোটের জন্য গত অক্টোবর মাস থেকে মাঠের বাইরে নেমার। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে।
Match Fixing: এবার ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার ছায়া, তদন্তে AIFF
উল্লেখ্য, ২০১৮ সালের আই লিগে মিনার্ভা পঞ্জাব ফুটবল ক্লাবের একাধিক ফুটবলারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবারও খবর পেয়েই তদন্ত শুরু করেছিল ফেডারেশন।
Rohit Sharma: টি-২০ তে কী অধিনায়ক হবেন রোহিত? দক্ষিণ আফ্রিকা সফরের আগে জল্পনা বোর্ডের...
বিশ্বকাপের আগে পর্যন্ত টি-টোয়েন্টিতে রোহিতই তা হলে দলের নেতা থাকবে। রোহিত রাজি না হলে দক্ষিণ আফ্রিকা সফরে সূর্য দলকে নেতৃত্ব দেবে।” সব মিলিয়ে দল ঘোষণার আগে পর্যন্ত এই জল্পনা যে চলবে সেটা আর বোলার অপেক্ষা রাখে না।
সাদা বলের ক্রিকেট কি বিরাটের আর খেলা উচিৎ? জবাব দিলেন সচিন
সচিনের মন্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি মনে করেন এখন বিরাটের মধ্যে অনেক ক্রিকেট বেঁচে আছে। অনেক রান তিনি এখনও করতে পাড়বেন। তাই এখুনি যেন তিনি সাদা বলের ক্রিকেট থেকে অবসর না নেন। কিন্তু বিরাটের সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ছুটি চাওয়া নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে যে তিনি কী সত্যিই আর সাদা বলের ক্রিকেট খেলবেন?
Lionel Messi: ঘর ভাঙতে চলেছে মেসির! পরকীয়ার অভিযোগে তোলপাড় ফুটবল বিশ্ব
সেইসময়ই মেসির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছিল। এরপর থেকেই ব্যাপারটা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা। তিনি মনে করেন যে এই গোটা বিষয়টাই একটা গুজব ছাড়া আর কিছু নয়।