গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন

চড়া রোদে ঘামে অস্বস্তি বাড়ছে। আর এই অস্বস্তি দূর করতে আমরা প্রায়ই কোল্ড ড্রিঙ্কস (Cold Drinks) পছন্দ করি। এই পানীয় আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

চৈত্রের গরমে নাজেহাল সকলেই। প্রয়োজনে বাইরে বেরোতে হচ্ছে, চড়া রোদে ঘামে অস্বস্তি বাড়ছে। আর এই অস্বস্তি দূর করতে আমরা প্রায়ই কোল্ড ড্রিঙ্কস (Cold Drinks) পছন্দ করি। প্রতিদিনই কোল্ড ড্রিঙ্কসের মত  এই পানীয় আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। গরমকালে তরল জাতীয় খাবার বেশি খাওয়া উচিৎ কিন্তু কোল্ড ড্রিঙ্কস এড়িয়ে চলুন। তাহলে পানীয়র তালিকায় কী রাখবেন?

গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন

আরও পড়ুন: মাছের পদেও আনুন নতুনত্ব, ট্রাই করুন গন্ধরাজ কাতলা

গরমকালে শরীর হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে জল খেতে হবে। বাইরে বেরোনোর আগে বোতলে লেবুর জল বানিয়ে নিতে পারেন। ক্লান্ত লাগলে কোল্ড ড্রিঙ্কসের বদলে ডাবের জল খান। এতে ইলেক্ট্রোলাইট থাকে যা দেহে মিনারেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন

দুপুরে খাওয়া দাওয়ার পর টক দইয়ের ঘোল বা লস্যি খেতে পারেন। এই পানীয়তে থেকে পর্যাপ্ত প্রোবায়োটিক। এটি অন্ত্রের খেয়াল রাখে। একইসঙ্গে এই পানীয় প্রেশার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন

গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন
গরমে ঘন ঘন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, স্বাস্থ্যের কথা ভেবে এই পানীগুলিতে ভরসা রাখুন

লাউ বা করলার জুস পান করতে পারেন। খেতে অপছন্দ হলেও স্বাস্থ্যের উপকারের কথা ভেবে এইটুকু করতেই পারেন। এই সবজিগুলির জুস ওজন কমাতেও সাহায্য করে। যাদের ডায়াবেটিস আছে তাঁদের জন্য উপকারী লাউ, করলার জুস।

Related News

Health

Brain stroke: শীতে বাড়ে ব্রেন স্ট্রোকের সমস্যা, কীভাবে সতর্ক হবেন?

Brain stroke: শীতে বাড়ে ব্রেন স্ট্রোকের সমস্যা, কীভাবে সতর্ক হবেন?

শীত পরলে আবহাওয়ার এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। আর এই পরিবর্তনে আমাদের শারিরীক কিছু সমস্যা দেখা দেয়। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়ার পাশাপাশি ব্রেন স্টোক এবং হার্টঅ্যাটাক এর মতো সমস্যা বেড়ে যায়। কি করে বুঝবেন আপনি এই সমস্ত রোগের কবলে পরেছেন বা পরতে চলেছেন?
হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

হাতে গীতা নিয়ে জ্যোতিষীর কথা অক্ষরে অক্ষরে মেনে মনোনয়ন জমা সৌমিত্রের

এই বিষয়ে সৌমিত্র নিজেও জানান, "আমি সনাতনী। আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি। আর গীতা হল সত্যের প্রতীক। যে কোনও পরিস্থিতিতে এমনকি, যুদ্ধেও সত্যেরই জয় হয়। সেই কারণে হাতে গীতা রেখেছিলাম।’’
IPL এ নতুন ইতিহাস মাহির, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

IPL এ নতুন ইতিহাস মাহির, প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই নজির

মাঝে দু’বছর চেন্নাই নির্বাসিত হওয়ায় পুণের হয়ে খেলেছিলেন তিনি। সেখানেও এক বছর অধিনায়ক ছিলেন ধোনি। অধিনায়ক হিসাবেও সব থেকে বেশি ১৩৩টি জয়ের রেকর্ড রয়েছে ধোনির। দ্বিতীয় স্থানে রোহিত। তিনি ৮৭টি ম্যাচ জিতেছেন।
SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!

SSC মামলায় চাকরি বাতিলের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, মন্ত্রিসভার বিরুদ্ধে CBI তদন্তে স্থগিতাদেশ!

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন। আজ, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলার শুনানি হল।
বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না, মমতাকে কড়া হুঁশিয়ারি মিঠুনের

বারবার গদ্দার বললে মহিলা ভেবে ছেড়ে দেব না, মমতাকে কড়া হুঁশিয়ারি মিঠুনের

সোমবার নলহাটিতে প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন চক্রবর্তী। সেখানেই মহাগুরু এই 'গদ্দার' প্রসঙ্গে বলেন, "বারবার এই শব্দটা বলছেন শুনেছি। এবার কিন্তু আমিও মহিলা বলে ছেড়ে দেব না। আমি যদি গদ্দার হই, তাহলে উনি গদ্দারি। দুর্নোতিগ্রস্তদের আশ্রয়দাতা।"
লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

লক্ষ্য শুধুই ট্রফি, ম্যাচ জিতে কী বললেন হাবাস

ফাইনালে সামনে যে দলই থাকুক না কেন, আমরা জেতার জন্যই মাঠে নামব। সমর্থকেরা যদি আমাদের পাশে এ ভাবে থাকেন, তা হলে পারফরম্যান্স এমনিতেই ২৫ শতাংশ ভাল হয়ে যায়। ফাইনালেও নিশ্চয়ই তা-ই হবে। সবাইকে ধন্যবাদ”।

Lifestyle and More...