Match Fixing: এবার ভারতীয় ফুটবলে ম্যাচ গড়াপেটার ছায়া, তদন্তে AIFF
উল্লেখ্য, ২০১৮ সালের আই লিগে মিনার্ভা পঞ্জাব ফুটবল ক্লাবের একাধিক ফুটবলারকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবারও খবর পেয়েই তদন্ত শুরু করেছিল ফেডারেশন।
Lionel Messi: ঘর ভাঙতে চলেছে মেসির! পরকীয়ার অভিযোগে তোলপাড় ফুটবল বিশ্ব
সেইসময়ই মেসির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এসেছিল। এরপর থেকেই ব্যাপারটা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফ্যাব্রেগাসের স্ত্রী দানিয়েলা। তিনি মনে করেন যে এই গোটা বিষয়টাই একটা গুজব ছাড়া আর কিছু নয়।
Derby: ডার্বি নিয়ে সবুজ-মেরুনের আবেদন খারিজ, না খেললে জিতবে ইস্টবেঙ্গল!
এতে সম্প্রচারকারী সংস্থারাও বিরক্ত হচ্ছে। আমাদের স্পনসরশিপেও নানা সমস্যা হবে। তাই ডার্বি ম্যাচের দিন ৩০ নভেম্বরই থাকছে।” স্বাভাবিকভাবেই এই মরশুমের কলকাতা লিগ ডার্বি ছাড়াই শেষ হওয়ার সম্ভাবনা বেশি।
Di Maria: আর্জেন্টিনার জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়া কে, অবসরের কথা ঘোষণা...
এ ছারাও তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, প্যারিস সাঁ জাঁ ও ম্যানচেস্টার উইনাইটেডের মতো ক্লাবে। আর এবার আন্তর্জাতিক কেরিয়ারকে বিদায় জানানোর পর এই আর্জেন্টিনা তারকা নতুন কোনও ক্লাবে যোগ দেন কিনা, সেটাই এখন দেখার।
বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের
কিন্তু খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায়। বাঁ দিক থেকে ছাংতে বল বাড়িয়েছিলেন মনবীরকে লক্ষ্য করে। মনবীরের শরীরের সঙ্গে লেগে তখন কুয়েতের দুই ডিফেন্ডার। মনবীরের বাঁ পায়ের শট কুয়েতের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
এএফসি কাপে আজ বসুন্ধরার মুখোমুখি মোহনবাগান, কোথায় দেখবেন ম্যাচ?
এমন অবস্থায় সবুজ-মেরুন কোচের কাছে ভালো খবর শেষ আইএসএল (ISL) ম্যাচে যে কামিংস ও হুগো বুমোস ছিলেন না, তাদের এই ম্যাচে পাচ্ছেন ফেরান্দো। আর এই ম্যাচ দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে। আজ ৭.৩০ থেকে।
পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের, বিশ্বকাপ থেকে ছিটকে গেল শাকিবরা
জুটিতে তাঁরা যোগ করেন ৭৯ রান। ব্যক্তিগত ৪৫ রানে আউট হয়ে যান লিটন। এর পর মহম্মদুল্লাহর সঙ্গী হন অধিনায়ক শাকিব। কিন্তু ব্যক্তিগত ৫৬ রানে মহম্মদুল্লাহ আউট হতেই শুরু হয় ভাঙন। সেসময় বাংলাদেশের স্কোর ১৩০ রানে ছয় উইকেট। সেখান থেকে মাত্র ২০৪ রানে অল আউট ওপার বাংলার টাইগাররা। শাকিব করেন ৪৩ রান। যে রান তুলতে পাকিস্তানের লেগেছে মাত্র ৩২ ওভার ৩ বল।
Ballon d’Or : ‘এই সাফল্যও তোমাকে দিলাম’, মেসির অষ্টম ব্যালন ডি অর উৎসর্গ মারাদনাকে
সেই মঞ্চ থেকেই মারাদোনার উদ্দেশে কী বললেন মেসি? তিনি বলেন, ‘শেষ ক’টা কথা দিয়েগোর জন্য। আজ তোমার জন্মদিন। এই মঞ্চ থেকেই ওঁকে স্মরণ করতে চাই। দিয়েগোকে নিশ্চয়ই সেরা প্লেয়ার, কোচরা ঘিরে রয়েছে। তুমি যেখানেই থাকো না কেন, এই ট্রফিটা তোমাকেই দিলাম।’
CR7: নতুন রেকর্ড গড়ে পর্তুগালকে ইউরো কাপে তুলে দিলেন রোনাল্ডো
এটি, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, উরুগুয়ে, কলম্বিয়া, চিলে, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর, ঘানা এবং আরও ১৭৬টি দেশের হয়ে যেকোনও বয়সে কোনও খেলোয়াড় যত গোল করেছেন তার তুলনায় বেশি।
২০২৬ সাল পর্যন্ত ভারতের সিনিয়র ফুটবল দলের কোচ থাকছেন ইগর স্টিমাচ
যারমধ্যে রয়েছে দুটো সাফ চ্যাম্পিয়নশিপ। এছাড়া FIFA-র র্যাঙ্কিংয়ে ১০০-র কমে এসেছে ভারত। এই সবকিছুই তাঁর পক্ষে ছিল। তবে সোশাল মিডিয়ায় তাঁর কিছু মন্তব্যের জন্য নিন্দার মুখে পড়তে হয়েছিল তাঁকে। শোকজ করা হলে তিনি ক্ষমাও চান। তবে তাঁর সাফল্যই তাঁর পক্ষে যায়।