নজরবন্দি ব্যুরোঃ কথায় আছে ভাগ্যে থাকলে কি না হয়। আর মানুষ ভাগ্য ফেরাতে দ্বারস্থ হন জ্যোতিষিদের কাছে। কিন্তু এবার শুধু একজন মানুষ নন, একটি ফুটবল দলের ভাগ্য ফেরাতে যুক্ত করা হল জ্যোতিষ। শুনে অবাক হচ্ছে? কিন্তু সেটাই সত্যি।
আরও পড়ুনঃ ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা
আর সেই দলটি হল ভারতীয় ফুটবল দল। টানা দ্বিতীয়বার এএফসি এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। আর মূলপর্বেও সেই সৌভাগ্য ধরে রাখতে নয়া উদ্যোগ নিল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। এবার বিপুল অঙ্ক খরচ করে আনা হল একটি বিশেষ জ্যোতিষ সংস্থা!
যুবভারতীতে হংকংকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ঢুকে পড়েছিলেন সুনীলরা। আর এবার সেই পারফর্মেন্স ধরে রাখতে কোন টেকনিক্যাল উন্নতি নয়, গ্রহ নক্ষত্রের উপর ভরসা দেখিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, “প্রথমে জানা গিয়েছিল, এশিয়ান কাপে খেলার আগেই জাতীয় দলে একজন মোটিভেটর নিয়োগ করা হয়েছিল। কিন্তু পরে জানা যায়, যে আসলে জ্যোতিষ সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধা হয়েছে। ১৬ লক্ষ টাকা দিয়ে আনা হয়েছে।”
সুনীলদের ভাগ্য ফেরাতে এবার ভারতীয় ফুটবল দলে যুক্ত করা হল ১৬ লাখের জ্যোতিষ!
সুত্রের আরও খবর পুরো দলের সাথে তিনটি সেশান করবেন ঐ জ্যোতিষ সংস্থা। তবে ফেডারেশানের তরফে তরফেও এমন কোনও খবর নিশ্চিত করা হয়নি। এক জাতীয় ফুটবলারের কাছেও সে রকম কোন খবর নেই বলে জানা গিয়াছে। তবে এই খবর প্রকাশ হবার পরেই শুরু হয়েছে বিতর্ক।