Virat Kohli: ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা
ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

নজরবন্দি ব্যুরোঃ রবিচন্দ্রন অশ্বিনের করোনা হয়েছিল। সেই কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। গত সপ্তাহে ভারতীয় দল ইংল্যান্ড যায়। লন্ডন পৌঁছে জানা যায় করোনা আক্রান্ত বিরাট। সূত্রের খবর, মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি।

আরও পড়ুনঃ ভারত বিশ্ব ক্রিকেটের রাজা, ওরা যা বলবে তাই হবে! বিস্ফোরক আফ্রিদি

যদিও লন্ডনে বেশ কিছু সমর্থককে বিরাটের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল। আগামী ২৪শে জুন প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেখানে হয়তো খেলবেন না বিরাট।

1 17

কারণ করোনা থেকে উঠে পরিশ্রম করা ঠিক হবেনা বলেই মনে করছেন BCCI। তবে সুত্রের খবর সন্দেহ করা হচ্ছে শুধু বিরাট নন এই মুহূর্তে আরও বেশ কিছু খেলোয়াড় করোনা আক্রান্ত হতে পারেন।

2 21

উল্লেখ্য আইপিএলের পর ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন বিরাট এবং তাঁর পরিবার। অনুষ্কা শর্মা এবং বিরাট সেখানকার ছবিও দিয়েছিলেন।

ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

ইংল্যান্ডে গিয়ে কোভিড আক্রান্ত বিরাট, অনুশীলন ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা

১৩ জুন তাঁরা দেশে ফিরেছিলেন। এর পর ১৬ জুন ইংল্যান্ড উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই দলে ছিলেন বিরাটও।