Relation tips: সাবধান! এইসব পুরুষদের একেবারেই অপছন্দ নারীদের
কেউ কাউকে কারণ ছাড়া পছন্দ করতে পারে না। একথা ধ্রুব সত্য। নারীরা পুরুষদের পছন্দ করার পেছনে যেমন কিছু কারণ থাকে তেমনই অপছন্দ করার পেছনেও নানান কারণ থাকে। তাই এই কারণ গুলো জেনে আগে থেকে সতর্ক হয়ে যাওয়াই নারীদের জন্য শ্রেয়। সেরকম কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হল।
Sex Health: যৌনস্বাস্থ্য ভালো রাখতে এই খাবার গুলি অবশ্যই পাতে রাখুন, জেনে নিন কি...
যৌনতা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অধ্যায়। এটি অস্বীকার করা যায়না। বৈবাহিক জীবনে তো এটির চাহিদা আরও বেশি। তবে এখন দেখা যায় কম বয়েসেই মানুষের মধ্যে যৌন শিথিলতা দেখা যায়। এর ফলে জীবনের শুরু হয় অশান্তি কলহ। আর যৌন জীবন ঠিক না থাকলে মানুষ হয়ে ওঠে খিটখিটে। কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া করলে এই সমস্যা মিটে যায়।
বাড়ছে দাম্পত্য কলহ! সম্পর্ক বাঁচাতে আজই সঙ্গীর সঙ্গে এই কয়েকটি বিষয়ে কথা বলুন…
আজকালকার দিনে সম্পর্ক যত সহজ আর দ্রুত তৈরি হয়। ঠিক ততটাই তাড়াতাড়ি বিচ্ছেদও ঘটে! তাই এখন অনেকেই সম্পর্ক কিংবা বিয়ের ব্যাপার এলে চিন্তায় পড়ে যান। যদি তাদেরও সম্পর্ক বা বিয়ে ভেঙে যায়! আর বর্তমানে বিয়ে বা সম্পর্ক ভাঙার পিছনের ৯০ শতাংশ কারণ হল দাম্পত্য কলহ!
Female Health: মেয়েরা অল্প বয়েসেই যৌন চাহিদা হারায়! নেপথ্যে কারণ কি?
ছেলেদের তুলনায় মেয়েদের যৌন খিদে কম তা যুগ যুগ ধরে প্রচলিত হয়ে চলেছে। গবেষণা বলে ৪০ পেরলেই মেয়েরা সম্পর্কে উষ্ণতার অভাব বোধ করে। মেয়েদের এই বয়েসে যৌন ইচ্ছায় ভাটা পরে যায়। সাধারনত ৪০ পেরলেই শরীর আর সায় দিতে চায়না। কিন্ত এর কারণ কি?
আপনার মধ্যে এই ৬ টি গুণ থাকলেই নারীরা আপনাকে ভালোবাসবে! জানুন সেই গুলি কি...
আপনার মধ্যে যদি এই কয়েকটি গুণ থাকে! তাহলে প্রতিটি নারী আপনাকে পছন্দ করবে! কোন কোন গুণ? এই কথাই ভাবছেন তো? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে পুরুষদের এই ৬ টি গুণ নারীদের ভালোবাসা বাড়িয়ে তোলে! চলুন জেনে নিই সেই গুণ গুলো কি কি....
Physical pleasure: অনিদ্রাতে ভুগছেন? স্বমেহন বাদ দিয়ে সঙ্গমকে নিত্য অভ্যাস বানান
গবেষণাটি করা হয় ১৫৯ জন অংশগ্রহণকারীর মধ্যে, দেখা গেছে সঙ্গমের পরে তাঁদের চরম পর্যায়ে পৌছাতে সময় লেগেছে মাত্র ১৫- ১৬ মিনিট। তাঁদের ঘুমের মান ও অনেক উন্নত যারা নিয়মিত সঙ্গম করেন, অন্যদিকে যারা শুধুমাত্র স্বমেহনে অভ্যস্ত তাঁদের মধ্যে ঘুমের সমস্যা দেখা যায়।
Twin baby: ক্যান্সারে বাদ দুটি ডিম্বাশয়, তবুও যমজ সন্তানের জন্ম দিয়ে ইতিহাস গড়ল মা?
তারপর তার ক্যান্সার নির্মূল হলে তিন বার বহু চেষ্টার পর অবশেষে চিকিৎসকরা তাঁর জরায়ুতে ভ্রূণ প্রতিস্থাপন করতে সক্ষম হয়। এর পর তিনি মা হন, তাও আবার যমজ সন্তানের। যদিও গর্ভাবস্থায় তাঁকে নানান জটিলতার মধ্যে কাটাতে হয়েছিল। তবুও সমস্থ বাধা পেরিয়ে তিনি যেভাবে মা হলেন তা পৃথিবীর সকল মায়ের কাছে এক অনুপ্রেরণা।
Husband-Wife: স্বামী -স্ত্রী আসলে রক্তের সম্পর্কের ভাই-বোন, ছয় বছর পর সামনে এল তথ্য
তাঁর এমন অবাস্তব অবিশ্বাস্য ঘটে যাওয়া ঘটনা নিজেই শেয়ার করেছেন ব্যাক্তি, ঘটনাটি সামনে আসতেই হইচই পরে যায় নেট পাড়াতে। ঘটনাটি হটাত ই সামনে চলে আসে। তাঁর স্ত্রী সদ্য প্রসব করে এর পরেই সে গুরুতর অসুস্থ হয়ে যায় , ডাক্তার পরীক্ষা করে জানান যে তাঁর স্ত্রীর লিভারে অসুবিধা আছে।
Sub cast ritual: প্রতি প্রিয়জনের মৃত্যুতে একটি করে আঙ্গুল কেটে নেওয়া হয়, আজব নিয়ম...
হাজার হাজার বছর ধরে এই প্রথা চলে আসছে তবে নির্দিষ্ট কোন সময় এখনও পাওয়া যায়নি। এই প্রথায় মানুষ মরে যাওয়ার পরের দিন সেই পরিবারের মহিলার আঙ্লুল দরি বেধে রাখত
Pakisthani viral girl: মেয়েমানুষ হয়ে পুরুষের সামনে নাচানাচি! মেরে পুঁতে দিলো পরিবার!
ওই মেয়েদের এবং ছেলেটির ফাসির আদেশ দেন। যদিও এখন যে তথ্য উঠে এসেছে তাতে জানা যায় যে ঐ মেয়েদের বাবা এবং ভাই মিলেই তাদের খুন করেছিলো। পরে দেহগুলো লোপাট করে দেয়। ঘটনাটি তখন ধামাচাপা পরে যায় সঠিক প্রমাণ পত্তের অভাবে।