SNU - Admission Open for 2023-2024
'আমার প্রিয় নেতা, তোমার প্রিয় নেতা কমরেড জ্যোতি বোস!'

Jyoti Basu: ‘আমার প্রিয় নেতা, তোমার প্রিয় নেতা কমরেড জ্যোতি বোস!’ কানে আসত……।

১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও, তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে ২০০০ সালের ৬ নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে অবসর নেন বসু।
বুদ্ধং শরণং গচ্ছামি, খেঁজুরিতে বাম নাম জপ করছেন শুভেন্দু অধিকারী!

বুদ্ধং শরণং গচ্ছামি, খেঁজুরিতে বাম নাম জপ করছেন শুভেন্দু অধিকারী!

শুভেন্দুর বাম নাম জপ নিয়ে সমালোচনা শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যদিও রাজনীতি সম্ভবনাময়। এখানে কে কখন কোন পক্ষে থাকে তা বলা কঠিন৷ সময়ের সঙ্গে বদলে যেতে পারে রাজনৈতিক বুলি। শুভেন্দুর ক্ষেত্রেও সেটাই হয়েছে।
পর্যটকদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা পাহাড়ে, পুজোয় আরও আকর্ষণীয় হয়ে উঠছে দার্জিলিং

Darjeeling: পর্যটকদের মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা পাহাড়ে, পুজোয় আরও আকর্ষণীয় হয়ে উঠছে...

কয়েকদিন পরই শারদীয়ার উৎসবে মেতে উঠবে বাঙালি। এই সময়ে একদল ছুটে যায় পাহাড়ের উদ্দেশ্যে। শহরের ভিড় ব্যস্ততা সরিয়ে কটা দিন একটু নিরিবিলিতে যারা কাটাতে চাইছেন, ইতিমধ্যেই পাহাড়ি ঠিকানায় বুকিং সেরে ফেলেছেন।

জনপ্রিয় খবর

২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! দিনাজপুরে BJP কে নির্মূল করার চ্যালেঞ্জ BJP নেতার।

২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! দিনাজপুরে BJP কে নির্মূল...

২৮ লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল! নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা।
x