Jyoti Basu: ‘আমার প্রিয় নেতা, তোমার প্রিয় নেতা কমরেড জ্যোতি বোস!’ কানে আসত……।
১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার নাম বিবেচিত হলেও, তিনি পার্টির সিদ্ধান্তে সেই পদ প্রত্যাখ্যান করেন। টানা ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনের পর শারীরিক অসুস্থতার কারণে ২০০০ সালের ৬ নভেম্বর বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব অর্পণ করে অবসর নেন বসু।
বুদ্ধং শরণং গচ্ছামি, খেঁজুরিতে বাম নাম জপ করছেন শুভেন্দু অধিকারী!
শুভেন্দুর বাম নাম জপ নিয়ে সমালোচনা শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ যদিও রাজনীতি সম্ভবনাময়। এখানে কে কখন কোন পক্ষে থাকে তা বলা কঠিন৷ সময়ের সঙ্গে বদলে যেতে পারে রাজনৈতিক বুলি। শুভেন্দুর ক্ষেত্রেও সেটাই হয়েছে।