এক দিনে জোরা সোনা, এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত
তিনি জেতেন ১১-৭, ৯-১১, ৮-১১, ১১-৯, ১২-১০ ব্যবধানে। দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নেন অভয়। দু’জনের লড়াই চলে ১ ঘণ্টা ৫ মিনিট।২০১৮ সালে জাকার্তায় ব্রোঞ্জ জিতেছিল ভারত। পাঁচ বছর পরে হাংঝৌ এশিয়ান গেমসে স্কোয়াশ থেকে ভারতের ঘরে এল সোনা। এশিয়াডে ১০টি সোনা জেতা হয়ে গেল ভারতের।
এশিয়ান গেমসে ফের সোনা, মিক্সড ডাবলসে পদক জিতলেন বোপান্না এবং রুতুজা
এদিকে মহিলাদের ৭৫ কেজি বিভাগে ভারতের লভলিনা বরগোঁহাই সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে অসমের মহিলা বক্সার হারান দক্ষিণ কোরিয়ার সুয়েওন সিয়ংকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের পদক সংখ্যা ৩৫। এর মধ্যে ৯টি সোনা, ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্চ।
Virat-Anuska: বিশ্বকাপের আগে খুশির খবর বিরাটের সংসারে, দ্বিতীয়বার মা হতে চলেছেন অনুস্কা
সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে বিরাট নিজে ছবি শিকারীদের ছবি না ছাপার অনুরোধ করেন।
Asian Games23: একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত, শুটিংয়ে দেশের সাফল্য অব্যাহত
দুই ভারতীয় শুটার পলক ও ইশার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২৩৯.৭ স্কোর করে রুপো জেতেন ইশা। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। ২১৮.২ স্কোর করে ব্রোঞ্জ জেতে পাকিস্তানি শুটার।
এশিয়ান গেমস থেকে এল ষষ্ঠ সোনা, চিনকে টেক্কা দিয়ে বাজিমাত ভারতের
এশিয়ান গেমসে পঞ্চম দিনের শুরুতেই সোনা পেল ভারত। এই নিয়ে ৬টি সোনা জিতল দেশ। পুরুষদের ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক পেলেন সরবজ্যোৎ সিং, শিবা নারওয়াল এবং অর্জুন সিং চিমা। মাত্র ১ পয়েন্ট কম থাকায় কিন্তু চিনকে এই ইভেন্টে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল।
Asian Games: এশিয়ান গেমসের চতুর্থ দিনে ফের সোনা, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা
এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল, ইকুয়েস্ট্রিয়ান টিম এবং ২৫ মিটার পিস্তল টিম ইভেন্টে মহিলা শুটারদের হাত ধরে এসেছে সোনা।
Asian Games: এশিয়ান গেমসে তৃতীয় সোনা ভারতের, এবারেও পদকপ্রাপ্তিতে অবদান বাংলার ছেলের!
এশিয়ান গেমসে তৃতীয় সোনা জিতল ভারত। ইকুয়েস্ট্রিয়ান বিভাগে পদক পেলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। এই চারজনের মধ্যে কিন্তু অনুশ আগরওয়াল বাংলার ছেলে। মঙ্গলবারও মহিলাদের ক্রিকেটে সোনা জেতে ভারত। সেক্ষত্রেও উল্লেখযোগ্য ভূমিকা ছিল বাংলার মেয়ে তিতাস সাধুর।
Asian Games: এশিয়ান গেমসে সেইলিংয়ে পদক জিতলেন নেহা ঠাকুর, ভারতের পদক সংখ্যা ১২
সব পদক নিয়ে এখন পর্যন্ত ভারত পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ভারতীয় খেলোয়াড়রা শোনা জিতেছে ২টি রুপো ৪ টি ব্রোঞ্জ ৬টি। মোট ১২টি পদক জিতেছে। পদক তালিকায় এখন পর্যন্ত প্রথম স্থানে আছে চিন। তাদের পদক সংখ্যা ৭০।
Asian Games: বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক ভারতের
১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ঐশ্বর্য তোমর। দলগত প্রতিযোগিতায় সোনা জেতার পরে দিনের দ্বিতীয় পদক জিতেছেন তিনি। ২২৮.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছেন ঐশ্বর্য।
রবিবার সকালে এশিয়ান গেমসে পদক প্রাপ্তি ভারতের, বাংলার মেহুলির হাত ধরে রুপো শুটিংয়ে
রোয়িংয়ে লাইটওয়েট মেনস ডবলস স্কালস ইভেন্টে রূপো জেতেন ভারতের অর্জুন লাল জাট এবং অরবিন্দ সিং। রোয়িংয়ের কক্সলেস পেয়ারে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের বাবুলাল যাদব এবং লেখ রাম। রোয়িংয়েই কক্স এইটে ভারতীয় দল জিতেছে রুপোর পদক।