INDvsAUS: অজিদের বিরুদ্ধে আজ নামছে ভারত, কেমন হতে পারে একাদশ
বাংলার পেসার দলের তৃতীয় পেসার হয়ে গিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভাল খেলে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে নিজেকে ফিরিয়ে আনতে চাইবেন শামি। সব মিলিয়ে বিরাট,রোহিত ছাড়া ভারতের দল কেমন খেলে অজিদের বিরুদ্ধে সেটাই দেখে নিতে চাইছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
India-Australia: প্রথম ম্যাচে নেই স্টার্ক-ম্যাক্সওয়েল, জানিয়ে দিলেন প্যাট কামিন্স
ভারতের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলে বিশ্বকাপের প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া। কিন্তু চোট থাকা ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক তারা। বিশ্বকাপে সকলকে পুরো ফিট চাইবেন কামিন্স। সেই কারণে তিনি নিজেকে নিয়েও সতর্ক।
World Cup23: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, চোটের জন্য বাদ দুই পেসার
আমরা ওদের সমস্ত সুবিধা দেব যাতে ওরা দ্রুত প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে পারেন। ওদের চোটের ফলে অ্যান্ডিল ও লিজাড আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পেল। দুই প্লেয়ারই আমাদের পরিকল্পনায় ছিল। ওরা দেশকে প্রতিনিধিত্ব করেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।’
Gautam Gambhir: KKR এ যোগ দিতে চলেছেন গম্ভীর? প্রাক্তন নাইট অধিনায়কের পোস্টে জল্পনা তুঙ্গে
অধরা আইপিএল ট্রফি এনে দিতে পারেননি তিনি। এহেন পরিস্থিতিতে কোচ বা মেন্টর হিসাবে কেকেআরে যোগ দিতে পারেন গম্ভীর, এমনটাই জল্পনা শোনা গিয়েছিল কিছুদিন আগে। আর এবার সেই জল্পনা সত্যি হয় কিনা সেটাই দেখার।
World Cup23: মহাযুদ্ধের জার্সিতে তেরাঙ্গা, প্রকাশিত হল রোহিত বাহিনীর অফিসিয়াল অ্যান্থেম
৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর বসবে- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ মুম্বই ও পুণেতে। দেখুন সেই গানের ভিডিও।
বৃষ্টিতে ধুয়ে গেল ভারতের ম্যাচ, তবুও এশিয়ান গেমসের সেমিতে স্মৃতিরা, কোন নিয়মে জানুন
মালয়েশিয়া ২৭তম স্থানে। কিন্তু এশিয়ান গেমসে যে দেশগুলি খেলছে তার মধ্যে ভারতই সবার উপরে। সেই কারণেই তারা শীর্ষ বাছাই। দ্বিতীয় বাছাই পাকিস্তান। তার পরে রয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।
এশিয়া কাপে জঘন্য পারফরম্যান্স, বিশ্বকাপের দল নিয়ে ঘোর সঙ্কটে পাকিস্তান
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। ফাইনাল খেলাও হয়নি। তার ওপর ভারত এশিয়া কাপ জেতায় আরও চাপ বাড়ছে পাক অধিনায়ক বাবর আজমের ওপর। দেশের ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ বাবরের অপসারণ দাবি করছেন। অন্যদিকে, চোটের সমস্যা রয়েছে দলের কয়েক জনের। ফলে, আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এখনও কিন্তু নিজেদের সেরা একাদশ বেছে নিতে পারছে না পাকিস্তান।
এশিয়া কাপ ফাইনালে দুরন্ত বোলিংয়ের পুরস্কার, বিশ্বের এক নম্বর বোলার হলেন সিরাজ!
এশিয়া কাপ ফাইনালে ৬ উইকেট নিয়ে কার্যত একার হাতেই শ্রীলঙ্কাকে কাবু করেছিলেন মহম্মদ সিরাজ। আর এই ঘটনার ঠিক তিন দিন পরেই ভারতীয় জোরে বোলারকে আরেকটা খুশির খবর দিল আইসিসি। আইসিসি-র নতুন এক দিনের ক্রমতালিকায় প্রথম স্থানে রয়েছেন সিরাজ। আগে তিনি ছিলেন নবম স্থানে। সেক্ষেত্রে বলা যেতে পারে, এক ধাক্কায় আট ধাপ এগিয়ে এলেন তিনি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগে এই র্যাঙ্কিং যে সিরাজের আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেবে তা বলাই বাহুল্য!
Harbhajan Singh: অস্ট্রেলিয়া সিরিজেও দলে নেই চাহাল! অবাক হরভজন
জাদেজা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকরী এবং ম্যানেজমেন্ট তাকে দল থেকে বাদ দেওয়ার কথা চিন্তাও পারে না। চাহাল এখন পর্যন্ত খেলা ৭২টি ওডিআই ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০ ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন।
Ravichandran Ashwin: একদিনের দলে অশ্বিনের কামব্যাক! অজিদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের
সবকিছু ভেবেই ওকে ফের সুযোগ দেওয়া হল”। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি ম্যাচে দ্বিতীয় সারির দল খেলিয়ে রোহিতরা দেখে নিতে চাইছেন বাকিরা কতটা তৈরি। অধিনায়কের কথায়, “আমরা সবাইকে ম্যাচ খেলার সুযোগ করে দিতে চাই যাতে ওরা তৈরি থাকতে পারে। তৈরি থাকাই যে কোনও ক্রীড়াবিদের আসল কাজ।