বিরাটের আউট নিয়ে কটাক্ষ গাভাস্কারের, ভিন্ন মত কোহলির কোচের
‘বিরাট যে বলটায় আউট হল, সেটা খুবই ভাল ডেলিভারি। যেকোনও ব্যাটারই আউট হতে পারত’। মিচেল স্টার্কের বল বিরাটের ব্যাটের কাণায় লেগে সোজা চলে যায় দ্বিতীয় স্লিপে। ক্যাচ ধরে নেন স্টিভ স্মিথ। তবে ভারত ম্যাচে ফিরবেই, আশাবাদী রাজকুমার শর্মা।
Cricket: ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাতীয় পতাকার পাশে উড়ল গেরুয়া পতাকা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ গাইছেন নরেন্দ্র মোদীর জয়গান, কেউ আবার সমালোচনায় সুর ছড়িয়েছেন।
WTC Fainal: হেডের সেঞ্চুরির দাপটে রোহিতদের ঘাড়ে অজিরা, প্রথম দিনে উঠল ৩২৭ রান
নেওয়া হয়নি রবিচন্দ্রন অশ্বিনকে। রোহিত বলেন, “অশ্বিনকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত খুব কঠিন। এত বছর ধরে ও আমাদের অনেক ম্যাচে জিতিয়েছে। কিন্তু পিচ ও আকাশের পরিস্থিতি দেখে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।”
WTC: বাদ অশ্বিন, টসে জিতে রোহিতের ফিল্ডিং নেবার সিদ্ধান্তে বিস্মিত ফারুখ ইঞ্জিনিয়ার
অস্ট্রেলিয়ান বোলারদের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা যাতে বেআব্রু হয়ে না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” লাঞ্চ এর আগে পর্যন্ত অজিদের রান ২ উইকেটে ৭৩ রান। উইকেট পেয়েছেন সিরাজ ও শার্দূল ঠাকুর।
Sachin Tendulkar: বিশ্ব টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই, এগিয়ে কারা? নিজের মত জানালেন সচিন
কে জিতবে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ? বিশেষজ্ঞরা নানা ধরনের কথা বললেও আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই মহারন। দুই দেশের ক্রিকেট ফ্যানরা তাই অধীর আগ্রহে তাকিয়ে থাকবে আগামী পাঁচ দিন টিভির পর্দায়।
WTC: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, জানুন সম্ভাব্য একাদশ
এমন পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশ কী হবে, ক’জন স্পিনার খেলানো হবে? মাঠে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেও তা নিয়ে চলছে জোর চর্চা। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ।
WTC Fainal: বিরাট এবার ব্যাটিং-এ ঝড় তুলবে, অজিদের সাবধান করলেন শাস্ত্রী
সেটা ওর ব্যাটিং গড় দেখলেই বোঝা যায়। আসলে বিরাট খুবই লড়াকু মনোভাবের ক্রিকেটার। তাছাড়া আমরাও বরাবর আগ্রাসনের সঙ্গে খেলতে ভালোবাসি। তাই আমার ধারণা ওভালের বাইশ গজে বিরাট এবার ব্যাটিং ঝড় তুলবে।"
Rohit Sharma: চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই চোট পেলেন রোহিত! চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালে
ইতিমধ্যেই যশপ্রীত বুমরা, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না ভারত। তাই ভারতীয় ওপেনারের হাতে ব্যান্ডেজ দেখে স্বাভাবিকভাবে সমর্থকদের উদ্বেগ বাড়ে।
Asia Cup: এশিয়া কাপে হয়তো খেলবে না পাকিস্তান!
পাকিস্তান সরে দাঁড়াল ব্রডকাস্টাররা অবশ্য ফের আলোচনায় বাধ্য হবে। কেন না, ভারত-পাকিস্তান ম্যাচই যদি না হয় তাদের আয়ের সম্ভাবনাও কমবে। এই ম্যাচ থেকেই বেশি আয় ব্রডকাস্টারদেরও।
Shubman Gill: আইপিএল এখন অতীত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য তৈরি গিল
পূজারা বলছেন, ”এবার আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আশা রাখি এবার আমরা জিততে পারব। বেশিরভাগ ক্রিকেটারই এখানে খেলেছে, কয়েকজন আবার কাউন্টি ক্রিকেটও খেলেছে।” উল্লেখ্য, কাউন্টিতে ৫৪৫ রান করেছেন পূজারা। আর এই অভিজ্ঞতা কাজে লাগবে ফাইনালে।