শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন

নজরবন্দি ব্যুরো: শীতের মরশুম এসে গিয়েছে। এইসময়ে হঠাৎ করেই অল্পদিনের ছুটির প্ল্যান! কোথায় যাবেন ভাবছেন? ঘুরে আসতে পারেন উত্তরবঙ্গ। তবে দার্জিলিং, কালিম্পং বা অন্য কোনও চেনা জায়গা নয়। আজকের প্রতিবেদনে খোঁজ রইল এমন একটি জায়গা যেখানে গেলে পরিবারের সঙ্গে বনভোজন সেরে ফেলতে পারেন।

আরও পড়ুন: দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে ‘মিনি কেরালা’

আজকের গন্তব্য তেকোনিয়া ইকোপার্ক। কোচবিহারের মাথাভাঙা মহকুমার মানসাই নদীর তীরে অবস্থিত এটি। এই পার্কের প্রকৃতিক সৌন্দর্য সহজেই যে কোনও পর্যটকের মন ছুঁয়ে যেতে পারে। শীতের সময় এখানে বহু পর্যটকদের আনাগোনা থাকে। স্থানীয়রা এই পার্কে আসেন বনভোজন করতে। আবার অনেকই আসেন পরিবারকে নিয়ে ঘুরতে।

শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন

পার্কের পাশে রয়েছে মানাসই নদী যা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মনকে শান্ত করে। একসময় এখানে অনেক জন্তু ছিল তবে সেগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই পার্কে কেবল কয়েকটি ফ্রেঞ্চ গিনি চিকেন পাখি রয়েছে। একপাশে জঙ্গল ও আরেক পাশে নদী থাকায় পার্কের মধ্যে সুন্দর ঠান্ডা হাওয়া পাওয়া যায়।

শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন

শুধুমাত্র পার্কের সৌন্দর্য পর্যটকদের মন ভরিয়ে তুলবে। পরিবারের সঙ্গে একটি সারাদিনের ছুটি কাটাতে চাইলে আসতেই পারেন এই ইকো-পার্কে। প্রবেশ মূল্য ১০ টাকা। পার্কিংয়ের জায়গা রয়েছে। আপনি চাইলে গাড়ি, বাইক বা যেকোনও উপায়ে আসতে পারেন।

শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন

শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন
শীতের মরশুমে ঘুরে আসুন এই জঙ্গলে, পরিবারকে নিয়ে বনভোজন করতে পারেন