দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি কেরালা'

নজরবন্দি ব্যুরো: বাংলায় শিরশিরানি ঠান্ডার আমেজ এসে গিয়েছে। রাতে কাথা মুরি না দিলে চলছে না। এই সময়েই ভ্রমণপ্রিয় মানুষেরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়েন। অনেকেই প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে বেড়ায় তাঁদের জন্য রইল আজকের প্রতিবেদন। কলকাতার কাছের এই জায়গায় এলে মনে হবে ‘মিনি কেরালা’।

আরও পড়ুন: কলকাতার কাছেই রয়েছে দারুণ পাহাড়, শীতের চাদরে মুড়ে আসুন এই গন্তব্যে

আজকের গন্তব্য কৈখালী। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই জায়গায় এলে প্রকৃতি ধরা দেবে হাতের মুঠোয়। মাতলা ও নিমানিয়া এই দুই নদীর সঙ্গমস্থল এখানেই। নিমানিয়া শান্ত নদী, ঢেউ নেই তাই পাড় ভাঙার সম্ভাবনাও কম। এই নদী মিশেছে মাতলায়। অন্যদিকে মাতলা নদী সরাসরি সাগরে মিশেছে তাই এর বিস্তার অনেকটাই। নদী বাঁধের ওপর ইট দিয়ে পায়ে হাঁটার জন্য পথ তৈরি করা হয়েছে। কৈখালীতে পর্যটকদের অন্যতম আকর্ষণ অন্যতম আকর্ষণ ম্যানগ্রোভ।

দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি কেরালা'

কীভাবে যাবেন?
শিয়ালদহ থেকে ট্রেন ধরে জয়নগর মজিলপুর নামতে হবে। সেখান থেকে ট্রেকার, অটো অথবা ভ্যান ধরে জামতলা হাট হয়ে কৈখালী পৌঁছে যাবেন। সড়কপথে গড়িয়া-বারুইপুর-জয়নগর, মজিলপুর-নিমপীঠ হয়ে পৌঁছে যেতে পারেন ‘মিনি কেরালা‘।

দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি কেরালা'

রাত্রিবাস জন্য সুবন্দোবস্ত রয়েছে। এখানে কৈখালী পর্যটন আবাস রয়েছে যেটি পরিচালনা করে নীমপীঠ রামকৃষ্ণ আশ্রম। তবে এখানে থাকতে হলে আগে থেকে যোগাযোগ করতে হবে। সংগ্রহ করতে হবে অনুমতি পত্র, নয়তো কিন্তু আপনি থাকতে পারবেন না। এছাড়াও আছে কৈখালী ফার্ম স্টে।

দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে ‘মিনি কেরালা’

দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে 'মিনি কেরালা'
দক্ষিণের রাজ্যের সৌন্দর্য পাবেন দক্ষিণবঙ্গে, কলকাতার কাছেই রয়েছে ‘মিনি কেরালা’