নজরবন্দি ব্যুরো: হাতে দু তিনদিন সময় থাকলে ভ্রমণপিপাসু বাঙালি ঘুরতে যেতে চায়। কলকাতার কাছাকাছি যাওয়ার প্ল্যান শুরু হলেই মাথায় আসে ‘দিপুদা’ অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু একঘেয়ে ঠিকানায় আর যেতে ইচ্ছে করছে না। আপনি কি জানেন দার্জিলিংয়ের কাছেই রয়েছে এক পাহাড়ি জঙ্গল। যেখানে গেলে এক নিমেষে মন ভালো হবে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য ধরা দেবে আপনার হাতের মুঠোয়।
আরও পড়ুন: পর্যটন মন্ত্রকের সেরার শিরোপা, সবুজে ঘেরা এই গ্রামে যেন একটুকরো স্বর্গ
আজকের গন্তব্য মাজুয়া। এই পাহাড়ি জঙ্গল দার্জিলিংয়ের সামনে সিঙ্গলিলার কাছে অবস্থিত। এখানে এলে দেখতে পাবেন বড় বড় ও পাইন গাছের মধ্যে দিয়ে চলে গিয়েছে একটি নদী। সেখানের নিস্তব্ধতা এতটাই যে সারাদিন জুড়ে শুনতে পাবেন নদীর জলের কলকল শব্দ। এখানে খরস্রোতা নদীর ধারে একটি সেতু আছে। সেখানে দাঁড়িয়ে আপনি নিজের এবং পারিপার্শ্বিক পরিবেশের ছবি, ভিডিও ক্যামেরাবন্দী করতে পারেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কয়েকদিন নিরিবিলি, শান্ত পরিবেশে কেটে যাবে। এই অফবিট লোকেশন পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে পারেনি বলে এখানে খুব একটা ভিড় চোখে পড়ে না।
এখানে পর্যটকদের রাত্রিবাসের জন্য বন্দোবস্ত করা যাবে। মাজুয়ায় কিছু কটেজ আছে। বিদ্যুৎ পরিষেবা যাতে ব্যহত না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কটেজগুলিতে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। মাথাপিছু ১৫০০-২০০০ টাকা খরচ পড়বে। দিনের আর রাতের সৌন্দর্যটা ঠিক আলাদা এখানে। রাতের সৌন্দর্য এতটাই আলাদা যে আপনি ঠিক থ্রিলার সিনেমার উপলব্ধি হবে। একদম ঘন কালো অন্ধকারেও আপনি অনায়াসে সময় কাটিয়ে দিতে পারেন।
কীভাবে যাবেন?
আপনাকে প্রথমে এনজেপি স্টেশনে যেতে হবে। সেখান থেকে গাড়িতে চলে যেতে পারেন মাজুয়া। আগে থেকে কটেজ বুকিং করে নিতে পারেন। কয়েকটা দিন সব ব্যস্ততা ভুলে নিরিবিলিতে সময় কাটাতে চলে আসুন এই ঠিকানায়।
দার্জিলিংয়ের কাছে এক পাহাড়ি জঙ্গল, শীতের আমেজ গায়ে মেখে ঘুরে আসুন এই ঠিকানায়
