Amitabh Bachchan: নয়া চমকে বিগ বি! ‘চুপ’ ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: বিগ বি এবার একেবারে নয়া ভূমিকা। এবার তাঁকে বাল্কির ‘চুপ’ ছবিতে সংগীত পরিচালকের ভূমিকায় দেখা যাবে। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমা। সিনেমাটি একটি রোমান্টিক সাইকোপ্যাথ থ্রিলার। বাল্কি ‘চেনি কম’-এর পরে এই ছবি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। বৃহস্পতিবার মুক্তির তারিখ প্রকাশ করা হয় পোস্টারে।

আরও পড়ুন: টেলিপাড়ায় ফের খারাপ খবর, চলে গেলেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

বিগ বি এবং বাল্কির দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগে আর বালকি-র ‘চিনি কম’, ‘পা’, ‘শামিতাভ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। ছবিতে অভিনয় করেছেন সানি দেওল, দুলকার সলমান, শ্রেয়া ধনয়ানথারি এবং পূজা ভাট। মূল গল্পটি আর বাল্কির, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আর বাল্কি, সমালোচক-লেখক রাজা সেন এবং ঋষি ভিরমানি। ছবিটি প্রযোজনা করেছেন প্রয়াত স্টক বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা, অনিল নাইডু, ডক্টর জয়ন্তীলাল গাদা এবং গৌরী শিন্ডে।

নয়া চমকে বিগ বি! 'চুপ' ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়
নয়া চমকে বিগ বি! ‘চুপ’ ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়

নয়া চমকে বিগ বি! ‘চুপ’ ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়

Amitabh Bachchan: নয়া চমকে বিগ বি! 'চুপ' ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়

তাঁর ছবির গানে অমিতাভ বচ্চনের সুর করা প্রসঙ্গে পরিচালক আর বালকি বলেন, ‘চুপ-এর চিত্রনাট্য শোনার পর অমিতজি পিয়ানোতে সুর তুলেছিলেন। যেটা ছবির গল্পের সঙ্গে ভীষণ সামঞ্জস্যপূর্ণ। আর সেই সুরই ছিল এই ছবি প্রসঙ্গে ওঁর অনুভূতির বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য ওঁর এই উপহারের কথা আমি ভুলব না। ছবির টাইটেল ট্র্যাকের শেষে সেই সুরই ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় না আর কোনও শিল্পীর সংবেদশীলতা অমিতাভ বচ্চনকে হারাতে পারে, চুপ-এ তাঁরই স্পর্শ রয়েছে।’

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

অপরদিকে মেদিনীপুর লোকসভা থেকে মুখোমুখি লড়াই করবেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া তার বিরুদ্ধে বিপরীত দিকের প্রার্থী বিজেপির ফ্যাশন ডিজাইনার তথা নেত্রী অগ্নিমিত্রা পাল। সব মিলিয়ে রাত পোহালে বাংলা তথা দেশের অন্যান্য রাজ্যেও ভোট গ্রহণ শুরু হবে।
নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

উদ্ধার হয় বিপুল অস্ত্র। তার কাছে একটি ব্যাগে লুকনো ছিল আগ্নেয়াস্ত্র। এদিকে কলকাতায় ভোটের আগে এহেন অস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। কোথা থেকে এত অস্ত্র এল, কোথায় সেগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, এই সমস্ত বিষয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?

এবার থেকে বেশি রাতে পাওয়া যাবে মেট্রো, শেষ ট্রেন কখন?

ব্লু লাইনে শুক্রবার অর্থাৎ ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ এই মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। বলার অপেক্ষা রাখে না, কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন রাতের দিকে অফিস ফেরত নিত্যযাত্রীরা।
ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন ল্যাঙ্গার

ভারতীয় দলের কোচ হওয়া খুব চাপের ও রাজনীতি আছে, রাহুলের কথা মেনে না বললেন...

রাহুল তাঁকে জানান, যদি আইপিএলে কোচিংয়ের সঙ্গে তুলনা করতে হয় তাহলে জাতীয় দলের কোচ হওয়া ১০০০ গুণ বেশি চাপের। সেই সঙ্গে রয়েছে ক্রিকেট নিয়ে রাজনীতি”।
ভোটের আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ, ব্যাপক শোরগোল ঘাটালে!

ভোটের আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ, ব্যাপক শোরগোল ঘাটালে!

যদিও তাঁর দাবি, এই টাকা নির্বাচন খাতের। তিনি পার্টি অফিস থেকে টাকা নিয়ে অন্যত্র যাচ্ছিলেন। পাল্টা আবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য, গাড়িতে টাকা ঢুকিয়ে দিয়ে ফাঁসানো হয়েছে বিজেপির নেতাকে।

Lifestyle and More...