দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

Elections: উত্তর দিল্লি থেকে এবার নির্বাচনে লড়বেন কানাইয়া কুমার। তিনি এবার মুখোমুখি লড়াই করবেন বিজেপির বিদায়ী সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার দেশজুড়ে সাত দফায় ভোট হচ্ছে। আগামী কাল শনিবার দেশজুড়ে ষষ্ঠ দফার ভোটগ্রহণ। আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট ৫৮ টি আসনে ভোটগ্রহণ হবে। প্রত্যেক দফার মতো এই দফাতেও দেশের নজর থাকবে বেশ কিছু হেভি ওয়েট প্রার্থীর ওপর। ষষ্ঠ দফার এই ভোট গ্রহণ পড়বে ভোট নেয়া হবে বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, ঝাড়খণ্ডের ৪টি, উড়িষ্যায় ৬টি, উত্তরপ্রদেশে ১৪ টি ও কাশ্মীরের ১টি আসনে।

আরও পড়ুন: নির্বাচনের আগে মহানগর থেকে উদ্ধার অস্ত্র, গ্রেফতার এক

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে  লড়াই করবেন  একঝাঁক হেভিওয়েট
দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

এই দফার নির্বাচনে সংখ্যা ৮৮৯। দেশজুড়ে যে সমস্ত হেভি ওয়েট প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে অন্যতম মানেকা গান্ধী। তিনি এবার সুলতানপুর থেকে বিজেপির টিকিট এ নির্বাচনী লড়ছেন। গতবারও তিনি এই কেন্দ্রথেকে জয়লাভ করেছিলেন। এছাড়াও এই বারই প্রথম নির্বাচনী অংশগ্রহণ করেছেন প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাশুড়ি স্বরাজও।

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

এছাড়াও উত্তর দিল্লি থেকে এবার নির্বাচনে লড়বেন কানাইয়া কুমার। তিনি এবার মুখোমুখি লড়াই করবেন বিজেপির বিদায়ী সাংসদ মনোজ তিওয়ারির বিরুদ্ধে। কাশ্মীর থেকে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিও। অপরদিকে ষষ্ঠ দফায় বাংলায় ভোট রয়েছে তমলুক,কাঁথি,ঘাটাল,ঝাড়গ্রাম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে।

বাংলায় হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন তমলুক থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খুব সম্প্রতি তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন। এছাড়াও ঘাটাল থেকে হ্যাটট্রিক করবার জন্য নির্বাচনে লড়বেন অভিনেতা দীপক অধিকারী বা দেব। তার বিরুদ্ধে লড়াই করবে টলিউডের আর এক নায়ক অভিনেতা হিরন চট্টোপাধ্যায়।

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

দেশ জুড়ে ষষ্ঠ দফার নির্বাচনে লড়াই করবেন একঝাঁক হেভিওয়েট

অপরদিকে মেদিনীপুর লোকসভা থেকে মুখোমুখি লড়াই করবেন তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া তার বিরুদ্ধে বিপরীত দিকের প্রার্থী বিজেপির ফ্যাশন ডিজাইনার তথা নেত্রী অগ্নিমিত্রা পাল। সব মিলিয়ে রাত পোহালে বাংলা তথা দেশের অন্যান্য রাজ্যেও ভোট গ্রহণ শুরু হবে।

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
ভোট পরবর্তী হিংসার তদন্ত, কলকাতায় এল বিজেপির ৪ সদস্যের কেন্দ্রীয় দল

ভোট পরবর্তী হিংসার তদন্ত, কলকাতায় এল বিজেপির ৪ সদস্যের কেন্দ্রীয় দল

এই দলে রয়েছেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদ, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ও বর্তমানে রাজ্যসভার সাংসদ ব্রিজ লাল এবং মধ্যপ্রদেশের রাজ্যসভা সাংসদ কবিতা পাতিদার।
বাংলার ভোট-হিংসা বন্ধ করবই, নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নামে শপথ নিলেন রাজ্যপাল

বাংলার ভোট-হিংসা বন্ধ করবই, নেতাজি-রবীন্দ্রনাথ-বিবেকানন্দের নামে শপথ নিলেন রাজ্যপাল

দিন কয়েক ধরেই রাজ্যপাল-শুভেন্দু সাক্ষাতকে কেন্দ্র করে পারদ চড়ছে রাজনৈতিক মহলে। আগেও রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর কলকাতা হাই কোর্টে মামলাও করেন বিরোধী দলনেতা।
আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু, পুজো পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী?

আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের কাছে শুভেন্দু, পুজো পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী?

দিন কয়েক আগে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হন শুভেন্দু অধিকারী। বোস বেরিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন। এরপর কলকাতা হাই কোর্টে মামলাও করেন বিরোধী দলনেতা।
ঋণে ডুবেছে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা, বিশ বাঁও জলে রাস্তা তৈরির কাজ?

ঋণে ডুবেছে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা, বিশ বাঁও জলে রাস্তা তৈরির কাজ?

এই মুহূর্তে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা ঋণ রয়েছে সংস্থার নামে। যা নিয়ে দুশ্চিন্তায় কেন্দ্র সরকার। এর ফলে আগামী দিনে রাস্তা তৈরি বা মেরামতির কাজে নেতিবচক প্রভাব পড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
সফল অস্ত্রোপচার, ছাড়া পেলেন হাসপাতাল থেকে, কেমন আছেন অভিষেক

সফল অস্ত্রোপচার, ছাড়া পেলেন হাসপাতাল থেকে, কেমন আছেন অভিষেক

সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়িতে আচমকা ধাক্কা মেরে উল্টে যায় তৃণমূল সাংসদের গাড়ি।

Lifestyle and More...