করোনা রুখতে সার্বিক লকডাউন উত্তরপ্রদেশে, ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ করোনা রুখতে রাজ্যজুড়ে ৪ দিন লকডাউন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই লকডাউন। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রে খবর। নৈশ কারফিউতে কাজ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা সংক্রমণে দেশের সবথেকে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের নাম।

আরও পড়ুনঃ ভোটের পড়ন্ত বেলায় লকডাউনের ওয়ার্মআপ, ৪ দিন বন্ধ কলকাতার বাজার।

করোনা রুখতে সার্বিক লকডাউন উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লক্ষ ৫৩ হাজার ৯৭ জন। যার মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন, ৩ লক্ষ ৬ হাজার ৪৫৮ জন। করোনার কবলে উত্তরপ্রদেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৬৭৮ জনের। রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ৮ লক্ষ ৩৪ হাজার ৯৬১ জন। উত্তরপ্রদেশে দৈনিক সংক্রমণ গত কয়েকদিন ৩০ হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ২৯ হাজার ৭৫১।

আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। যা নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর নিরিখে এই সংখ্যা গোটা করোনার দুই ধাক্কার মধ্যে দেশে সর্বোচ্চ। এখন পর্যন্ত করোনাভাইরাস ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে।

আশার কথা ভাইরাসের বিপুল গতিকে পাল্লা দিচ্ছে দেশজুড়ে টিকাকরনের গতি। গত ২৪ ঘণ্টায় ২১ লক্ষ ৯৩ হাজার ২৮১ জনকে কোভিডের টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২০ হাজার ৬৪৮ জনকে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।
১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে তৃণমূলের বড় চমক বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান। আজ, সোমবার চলছে সেই কেন্দ্রে ভোটগ্রহণ। আর ভোটের দিনেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ।
চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

এত বছর ধরে সিএসকে আর ধোনি যেন সমার্থক হয়ে উঠেছেন। যদিও সিএসকে ফাইনালে উঠলে ফিরে আসতে হবে চিপকে। তার আগে লিগের শেষ ম্যাচের পর বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় চেন্নাইয়ের ক্রিকেটারদের।
তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

একদিকে যখন চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ঠিক সেই সময়ই বনগাঁয় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করলেন তিনি।
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না। চাকরি হয় না। টাকাও ফেরত দেন না তিনি। এরপর ঘাটাল থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়না।

Lifestyle and More...