“প্রয়োজন হলেই জানান খাবার পৌঁছে যাবে” করোনা যুদ্ধে আপার কাট হাঁকাতে ময়দানে বীরু।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ “প্রয়োজন হলেই জানান খাবার পৌঁছে যাবে” করোনা যুদ্ধে আপার কাট হাঁকাতে ময়দানে বীরু। গোটা দেশ করোনার মারণ কামড়ে কাবু। ধীরে ধীরে সংক্রমণ কমে এলেও এখনও বহু লড়াই বাকি। এমন অবস্থায় মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে মানুষই। তারকা থেকে সাধারণ মানুষ করোনাকে হারাতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে সবাই।

আরও পড়ুনঃ আপার প্রাইমারির নিয়োগে হাইকোর্টের কাছে চার সপ্তাহ সময় চাইল এসএসসি।

পর্দার ভিলেন সোনু সুদ প্রথম ধাক্কা থেকে করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করে হয়ে উঠেছেন বাস্তবের নায়ক। পেয়েছেন ‘ঈশ্বরের আপন দূত’ এর তকমা। তেমনই করোনা যুদ্ধে সামিল হয়েছেন শেহবাগ-গম্ভীর থেকে ইরফান- ইউসুফ পাঠানের মত একগুচ্ছ তারকা ক্রিকেটার। ইতিমধ্যেই করোনা যোদ্ধা ও সাধারণ মানুষদের খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগ। ব্যাট হাতে বোলারদের শাসনের মতই করোনাকে হারাতে তৎপর বীরু। জানালেন দিল্লির যে কোনও প্রান্তেই কোনও পরিবার এমন সময়ে খাবার নিয়ে সমস্যায় পড়লে, তাদের বিনামূল্যে খাবার পৌছে দেবার ব্যবস্থা করবেন তিনি।

আজ একথা জানিয়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেন্সেশন শেহবাগ নিজের অ্যাকাউণ্টে লেখেন “দিল্লীতে করােনা আক্রান্ত কোনও পরিবারের খাবারের সমস্যা হলে দ্রুত আমাকে যে কোনওভাবে জানানে। আমি সেখানে খাবার পৌছে দেওয়ার ব্যবস্থা করব। এই কঠিন সময়ে আমাদের একে অপরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আর একটা সময় আমরা কঠিন ব্যধি থেকে বেরিয়ে আসব। তাই এখন সকলকে একসঙ্গে মিলে কঠিন পরিস্থিতির মােকাবিলা করতে হবে।”

“প্রয়োজন হলেই জানান খাবার পৌঁছে যাবে” করোনা যুদ্ধে আপার কাট হাঁকাতে ময়দানে বীরু। তাঁর এই পোস্টে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। এখন ব্যাট হাতে দেশকে জেতানোর মতই করোনাকে আপার কাট মেরে দেশ থেকে বিদায় করবেন বীরু তেমনই আশা করছেন দেশবাসী।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি ২ এপ্রিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিনই বাতিল হয়ে যায় রসায়ন পরীক্ষা। ২৬ ফেব্রয়ারির পরিবর্তে ২১ মার্চ দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা নেওয়া হয়।
হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

হঠাৎই অসুস্থ প্রিয়ঙ্কা চোপড়া-র স্বামী নিক জোনাস, বাতিল সব অনুষ্ঠান

এই ঘটনার জন্য আপনাদের যে সমস্যার সৃষ্টি হল তার জন্য আমরা গভীরভাবে দুঃখিত। আপনাদের ভালবাসা। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ অনুরাগী। অগাস্টে ১২০ শতাংশ নিয়ে হাজির হব।'
একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

একদিন কেষ্ট ঠিকই বেরোবে, বীরভূমে ভোটপ্রচারে গিয়ে অনুব্রতর পাশে মমতা

বীরভূমে ভোটপ্রচারে এসে সেই কেষ্টর কথা মনে পড়বে না মুখ্যমন্ত্রীর? তাই কি হয়! রবিবার লাভপুরের জনসভা থেকে অনুব্রতর কথা স্মরণ করলেন তৃণমূল সুপ্রিমো। বললেন, একদিন কেষ্ট ঠিকই বেরোবে, তাঁকে ভুলে গেলে চলবে না।
তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

তৃণমূল থেকে সাসপেন্ড শাহজাহান, ভিডিও ভাইরাল হবার পর আক্ষেপ অভিষেকের

যদিও এই ভাইরাল ভিডিও ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “কয়লা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আইপ্যাক সংস্থার মদতে এই ধরনের ভিডিও তৈরি হয়েছে। সন্দেশখালির আন্দোলন থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই পরিকল্পনা এঁটেছে তৃণমূল।” 

Lifestyle and More...