শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, নাজেহাল মধ্যবিত্ত। জ্বালানির মূল্য বৃদ্ধিতে কপালে ভাঁজ বাস ট্যাক্সি চালকদের। ভাড়া বৃদ্ধির দাবিতে মাথায় হাত সাধারণ মানুষের। তবুও দফায় দফায় বাড়ছে পেট্রোপণ্যের মূল্য। দিন কয়েক আগেই শহর তলিতে পেট্রল প্রাইস সেঞ্চুরি ছাড়ালেও বাকি ছিল কলকাতা।

আরও পড়ুনঃ জট কাটছে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে, স্থগিতাদেশ তুলল কলকাতা হাইকোর্ট

তাও পূর্ন হয়েছে দিন খানেক আগে। তা পর থেকেই বিভিন্ন ভাবে প্রতিবাদ কর্মসুচি পালন করেছেন নেতা মন্ত্রীরা। বাংলা সহ ৫ রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলের জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ হলেও বৃদ্ধি থামেনি তাতে। কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা পেরনর পরেই সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভায় এসেছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না।

শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, সেঞ্চুরির মুখে ডিজেলও। কপালে হাত মধ্যবিত্তের।

শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ
শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ

 

বামেরাও প্রতিবাদ করেছে নিজেদের মত করে। এবার নয়া ভাবনায় প্রতিবাদ করলে তৃণমূলের প্রথম সারির মুখ, কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিনব কায়দায় গরুর গাড়ি চেপে প্রতিবাদ যাত্রায় সামিল হন তিনি। প্রথমে আসেন সাইকেল চড়ে এবং তার পরেই চড়ে বসেন গরুর গাড়িতে।

মদনের বক্তব্য যে হারে দিনে দিনে দাম বাড়ছে জ্বালানির, তাতে দিন কয়েক পরে সাধারণ মানুষকে সাইকেল, রিক্সা বা গরুর গাড়িতেই যেতে হবে, তাই তারি সূচনা করেছেন তিনি বিধায়ক হিসেবে। সঙ্গে গরুর গাড়িতে বসেই কেন্দ্রের প্রতি নিক্ষেপ করেন মদন -বাণ। তঁর কথায়,  ‘১০০ টাকা পেট্রলের দাম মানে বিজেপি-র কফিনে শেষ পেরেক পড়েছে।’ আর এই লড়াইয়ের শেষ দিল্লি গিয়ে হবে বলেও জানান বাংলার ক্রাশ।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
জীবনকৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট, খবর পেয়েই কেঁদে ভাসালেন নিয়োগ মামলায় ধৃত TMC বিধায়ক

জীবনকৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট, খবর পেয়েই কেঁদে ভাসালেন নিয়োগ মামলায় ধৃত TMC বিধায়ক

নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। যেদিন তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দেয় সেদিন মোবাইল ফোন পাশের পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেন তিনি। এরপর জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদনও করেন জীবনকৃষ্ণ। কিন্তু, জামিন মেলে না। এরপর শীর্ষ আদালতে আর্জি জানান তিনি।
বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

বিজেপি বাংলায় ৩০ আসন পেলে আপনার সময় শেষ, মমতাকে হুঁশিয়ারি দিয়ে গেলেন শাহ

শেষ হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। আগামী ২০ মে পঞ্চম দফায় বনগাঁয় ভোটগ্রহণ। তার আগে সেখানে জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনিশের লোকসভায় এই কেন্দ্রটি জেতে বিজেপি।
রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি বাংলা পক্ষের

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি বাংলা পক্ষের

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে প্রথমে রাজভবনের মধ্যে রাজভবনেরই কর্মীকে শ্লীলতাহানি এবং পরবর্তীতে এক নৃত্যশিল্পীকে পাঁচতারা হোটেলে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছে।
দেবের পিএ-র বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, কী বললেন ঘাটালের প্রার্থী?

দেবের পিএ-র বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, কী বললেন ঘাটালের প্রার্থী?

আমার মনে হয় তাতে কোনও লাভ হবে না। সৎ মানুষের কোনও ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত। ওরা যে কোনওভাবে জিততে চায়। যত এই সব করবে তত আমাদের ভোটের মার্জিন বাড়বে।’
সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির ওস্তাদ, সন্দেশখালি প্রসঙ্গে বিস্ফোরক মমতা

মঙ্গলবার প্রচারের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন সন্দেশখালি প্রসঙ্গে। মমতার মতে, এই মুহূর্তে দ্বীপাঞ্চলে যারা বিজেপি করেন তাঁরা আগে সিপিএম করতেন। ঠিক কী বলেছেন তৃণমূল সুপ্রিমো?

Lifestyle and More...