নজরবন্দি ব্যুরোঃ পরনে সাদা শাড়ি, মুখে খুব হালকা মেকআপ। রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের উপর তৈরি ছবি। রিচালক উজ্জ্বল মিত্রের নতুন ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে কনীনিকাকে। ছবিতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সেখানে পুলিশের ডিজিপি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরও পড়ুনঃ পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের
সিঙ্গুর আন্দোলন থেকে ‘কন্য়াশ্রী’ প্রকল্প, সবটাই উঠে এসেছে ছবিতে। ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ছবিতে কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। মায়া চরিত্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি ঠিকই। তবে পর্দার চরিত্রটি কথা বলার ধরন হবে সম্পূর্ণ আলাদা।

তাঁর চরিত্র নিয়ে অভিনেত্রী জানান, “আমার সাজপোশাক পুরোপুরি দিদির মতো। এই ছবিতে তাঁর লড়াইটাকেও তুলে ধরা হবে। কিন্তু আমি দিদিকে একদমই নকল করিনি। পুরো ছবি জুড়ে নিজের মতো করে কথা বলেছি।”
বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা
তিনি আরও বলেন, “ছবিতে দিদির যুদ্ধটা একই রয়েছে। তিনি যা যা কাজ করেছেন, তা-ও দেখানো হবে। কিন্তু ওঁর কথার আঙ্গিককে আমি নকল করার চেষ্টা করিনি। দিদি ভীষণ ভাবে মনের কথা বলা মানুষ। কিন্তু ছবির চরিত্ররা ভেবেচিন্তে কথা বলে। তাই আমি নিজের মতো করে চরিত্রটাকে সাজানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকেরও তা পছন্দ হবে।”