বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ পরনে সাদা শাড়ি, মুখে খুব হালকা মেকআপ। রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের উপর তৈরি ছবি। রিচালক উজ্জ্বল মিত্রের নতুন ছবিতে মুখ্যমন্ত্রীর ভূমিকায় দেখা যাবে কনীনিকাকে। ছবিতে অভিনয় করছেন তৃণমূল সাংসদ শান্তনু সেনও। সেখানে পুলিশের ডিজিপি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ পাঁচ বছর পর বসিরহাট কলেজে নবীনবরণ, উদ্যোগ নুসরতের, কটাক্ষ বিরোধীদের

বড় পর্দাই মমতা, দিদির চরিত্রে কনীনিকা

সিঙ্গুর আন্দোলন থেকে ‘কন্য়াশ্রী’ প্রকল্প, সবটাই উঠে এসেছে ছবিতে। ছবির শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ছবিতে কনীনিকার চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়। মায়া চরিত্রটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি ঠিকই। তবে পর্দার চরিত্রটি কথা বলার ধরন হবে সম্পূর্ণ আলাদা।

বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা
বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা

তাঁর চরিত্র নিয়ে অভিনেত্রী জানান, “আমার সাজপোশাক পুরোপুরি দিদির মতো। এই ছবিতে তাঁর লড়াইটাকেও তুলে ধরা হবে। কিন্তু আমি দিদিকে একদমই নকল করিনি। পুরো ছবি জুড়ে নিজের মতো করে কথা বলেছি।”

বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা

বড় পর্দায় মমতা, দিদির চরিত্রে কনীনিকা

তিনি আরও বলেন, “ছবিতে দিদির যুদ্ধটা একই রয়েছে। তিনি যা যা কাজ করেছেন, তা-ও দেখানো হবে। কিন্তু ওঁর কথার আঙ্গিককে আমি নকল করার চেষ্টা করিনি। দিদি ভীষণ ভাবে মনের কথা বলা মানুষ। কিন্তু ছবির চরিত্ররা ভেবেচিন্তে কথা বলে। তাই আমি নিজের মতো করে চরিত্রটাকে সাজানোর চেষ্টা করেছি। আশা করি দর্শকেরও তা পছন্দ হবে।”

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
তাপস রায়ের হয়ে এবার নিজের পাড়াতে প্রচারে আসছেন ঘরের ছেলে মিঠুন

তাপস রায়ের হয়ে এবার নিজের পাড়াতে প্রচারে আসছেন ঘরের ছেলে মিঠুন

সূত্রের খবর মিঠুনের রোড শো-র দিনক্ষণ এখনও স্থির হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে তাপস রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে মাত্র। তিনি জানিয়েছেন, দ্রুতই দিন ঠিক হয়ে যাবে।
নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

দীর্ঘ তিন বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজেছে সিবিআই এবং ইডি, কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত সেই অনুপ মাঝি ওরফে লালা নিজেই আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এসে তিনি ধরা দিলেন। আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।
অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবার কার এজলাসে শুনানি?

অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবার কার এজলাসে শুনানি?

গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তমলুকে চলছে চাকরিহারাদের বিক্ষোভ। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে সরব এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ।
হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

তাঁরা সকলে রয়েছেন রোহিতের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের কয়েক জন শুধু হার্দিকের পাশে রয়েছেন। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। ইডেনেও একই ঘটনা ঘটেছে বলেই জানা যায়।
এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

৩২.৭ থেকে বেড়ে গতকাল সোমবার দিনের তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২৬.৬ থেকে বেড়ে হয়েছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ থেকে ৫৩ শতাংশ।

Lifestyle and More...