Asia Cup23: আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক মঞ্চে কোনও সাফল্য নেই। পাঁচ বছরের সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার ভারত। শেষ বার ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত। মাঝের এই সময়ে বার বার কাপ এবং ঠোঁটের দূরত্ব রয়ে গিয়েছে।

আরও পড়ুন: সোনা জেতা হল না সোনার ছেলের, ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ

সেই খরা মেটানোর লক্ষ্যে ট্রফির দাবিদার হিসাবেই আজ রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে ভারত। ভারত-পাকিস্তান যুদ্ধ ঘিরেও ভীষণরকমের নিরুত্তাপ ছিল কলম্বো। শ্রীলঙ্কা ফাইনালে ওঠার পর থেকেই ছবিটা বদলাতে শুরু করেছে। সন্ধে পর্যন্ত মাত্র একশো টিকিট গ্র্যান্ড স্ট‌্যান্ড আর হসপিটালিটি বক্সের ছিল।

আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন
আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন

রাতের মধ‌্যে তাও শেষ, কিছুই পড়ে নেই। রবিবারের ফাইনাল ঘিরে এখানকার উন্মাদনার আঁচটা শ্রীলঙ্কা ফাইনালে ওঠার পর টের পাওয়া যাচ্ছিল। গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও দাসুন শনাকার টিম যেরকম পারফর্ম করেছিল, সেটাই আশা বাড়িয়ে দেওয়ার একটা বড় কারণ। অনেকেই বলাবলি করছেন, ফাইনালেও রোহিতদের বড়সড় চ‌্যালেঞ্জের সামনে ফেলবে শ্রীলঙ্কা।

Asia Cup23: আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন

ভারতের দিক থেকে এশিয়া কাপ জয় শুধু ট্রফি ক্যাবিনেটে নতুন সংযোজনই হবে না, বিশ্বকাপের আগে ভারতকে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে। বাংলাদেশকে সেই ম্যাচে হারানোর পর থেকে অনেকগুলি নকআউট খেলেছে ভারত। ২০১৯-এর বিশ্বকাপে হারতে হয়েছে সেমিফাইনালে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই জিনিস।

আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন

Asia Cup23: আজ এশিয়া কাপের ফাইনাল, ভারতের জন্য সবদিক থেকেই এই ট্রফিটা খুব প্রয়োজন

মাঝে ২০২১ এবং ২০২৩-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারতে হয়েছে। গত বার ভারত এশিয়া কাপের ফাইনালেই উঠতে পারেনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফলে আইসিসি ট্রফির খরা কাটাতে ও আগামী বিশ্বকাপের আগে দলকে কনফিডেন্ট দিতে এই ট্রফি ভারতের জন্য খুব দরকার।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...