শ্রমিক সংগঠনের পদ থেকে অপসারণ দিব্যেন্দু-র। নভেম্বরেই বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ শ্রমিক সংগঠনের পদ থেকে অপসারণ দিব্যেন্দু-র। নভেম্বরেই বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু? কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে বেশ সমস্যা চলছে তৃণমূলের অন্দরে। শুভেন্দু অধিকারীর বিভিন্ন সাংগঠনিক সভাকে এড়িয়ে যাওয়া ভাল চোখে দেখছেন না তৃণমূল সুপ্রিমো। এছাড়াও বাতাসে ভাসছে শুভেন্দুর দলবদলের বার্তা। যদিও তিনি নিজে কখনও এই বিষয়ে একটি শব্দও খরচ করেন নি। বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মধ্যে যে শুভেন্দু অধিকারী তা বিলক্ষন জানেন সমর্থক রাও। শুভেন্দু তুমুল জনপ্রিয় উত্তরবঙ্গেও।

আরও পড়ুনঃ পাঁচ দফা দাবি হবু শিক্ষকদের। আগামিকাল হাইকোর্টে ভাগ্য পরীক্ষা।

কদিন আগে খবরের দুনিয়ায় গুঞ্জন ওঠে শুভেন্দু অধিকারী দলবদল করে বিজেপি-তে যোগ দেবেন। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং তিনি নজর কেড়েছেন আমফানের ত্রান বিলি থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরান স ক্ষেত্রেই। এত কিছুর মধ্যেও ধিরে ধিরে কোন অজানা কারনে ক্ষর্ব করা হতে থাকে শুভেন্দুর হাতে থাকা ক্ষমতা। প্রথমে তাঁকে তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর স্থানে বসান হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।

পাশাপাশি সংগঠনের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে তাঁকে যায়গা দেওয়া হয়েছে শুধুমাত্র ৭ জনের কোর কমিটিতে। এমনকি তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষপদ থেকেও তাঁকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর গত বেশ কয়েকদিন ধরেই একাধিক দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থেকে জ্বল্পনা বাড়িয়েছেন। উল্লেখ্য বিষয় হল গতবছর ঢেলে সাজানো হয়েছিল তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক কাঠামো। সংগঠনের মেন্টর পদে দায়িত্ব দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারী কে। সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সংগঠনেও রদবদল করা হয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠকে সরিয়ে জেলা যুব সভাপতির পদে বসানো হয়েছে অভিষেক ঘনিষ্ঠ পার্থ সারথী মাইতি কে। আর পদে বসার পরেই তমলুক শহর জুড়ে ব্যানার লাগিয়েছেন পার্থ। সেই ব্যানারে কোথাও নেই শুভেন্দু, শুধু আছেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাল্টা ব্যানার পড়েছে শুভেন্দু অধিকারীর নামে। তবে তা তৃণমূল নেতা বা মন্ত্রী হিসেবে নয়। একজন সমাজসেবি হিসেবে।

শ্রমিক সংগঠনের পদ থেকে অপসারণ দিব্যেন্দু-র। শুভেন্দু অধিকারীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীকেও হলদিয়ায় তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইএনটিটিইউসি পরিচালিত হলদিয়া রিফাইনারি ঠিকাশ্রমিক ইউনিয়নের সভাপতি হিসেবে প্রায় দু বছর ধরে ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। কিন্তু গত ১৯ আগস্ট ইউনিয়নের সভাপতি দিব্যেন্দু অধিকারীকে সরিয়ে সভাপতি করা হয় দেবপ্রসাদ মন্ডল কে। এই পরিস্থিতিতে একাধিক সূত্রের খবর শুভেন্দু অধিকারী তথা সম্পূর্ন অধিকারী পরিবার যোগ দিতে পারেন বিজেপি-তে। সূত্র আরও জানাচ্ছে চলতি বছরের নভেম্বর মাসেই ঘটতে পারে দলবদল।

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
মধুরেন সমাপয়েৎ, সৌরভের উদ্যোগে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা

মধুরেন সমাপয়েৎ, সৌরভের উদ্যোগে ফের বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা

অথচ বছর কয়েক আগেই দুই তারকার সম্পর্কে ধরে প্রবল চিড়। যা ক্রমেই ফাটলের আকার নেয়। তারপর ইডেনের পাশের গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। একাধিক ইস্যুতে অভিমানী ঋদ্ধি বাংলা ছেড়ে ত্রিপুরাতে নাম ‌লিখিয়েছেন।
করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO

করোনার প্রভাবে মানুষের গড় আয়ু কমেছে ১৮ মাস! রিপোর্ট প্রকার করল WHO

এমন একটি চুক্তিতে আসা উচিত যা বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাকে শক্তিশালী করবে। উল্লেখ্য, বিশেষজ্ঞদের মতে, মানুষের গড় আয়ুর ওপর যে গভীর প্রভাব রেখে গেছে করোনা মহামারী, তা বিগত ৫০ বছরে অন্য কোনো রোগের ক্ষেত্রে ঘটেনি।
স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

স্কুলে আরও বাড়ল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল?

দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের জেরে গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার । গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়।
রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ভোট মিটলেই সাহায্য

রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার, ভোট মিটলেই সাহায্য

তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।
রেমালের প্রভাবে বির্পযস্ত ট্রেন পরিষেবা, বাতিল একগুচ্ছ লোকাল

রেমালের প্রভাবে বির্পযস্ত ট্রেন পরিষেবা, বাতিল একগুচ্ছ লোকাল

শুধু ট্রেন পরিষেবা নয়, ঘূর্ণিঝড় রেমালের কারণে রাস্তায় প্রায় যানবাহন শূন্য । কলকাতা-সহ সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা জলমগ্ন ৷ ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় ব্লক প্রশাসনের আধিকারিকেরা কাজ চালাচ্ছে।

Lifestyle and More...