'ও শুধু আমার', ফাইনালের আগে শুভমানকে একি বললেন সচিন কন্যা সারা? তোলপাড় সোশ্যাল মিডিয়া
Sachin's daughter Sara and Shubman love story

নজরবন্দি ব্যুরো: একজনকে বলা হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের সেরা তারকা। অন্যজন কিংবদন্তি-কন্যা। শুভমান গিল ও সারা তেন্ডুলকর। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের আগে কি প্রেমপর্ব আরও মুচমুচে হয়ে উঠল দুজনের? সত্যি কি না জানা নেই। কিন্তু নেটিজেনদের কাছে কিন্তু ব্যাপারটা এক্কেবারে সত্যি। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ।

আরও পড়ুনঃ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী

রবিবার বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছে ভারত। সেই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন শুভমান। সোমবারই টিম ইন্ডিয়া মুম্বইয়ে পৌঁছে যায়। আর এদিন সন্ধের দিকে চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়ার বাড়িতে দেখা যায় সারাকে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, পরিচালকের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা নীল রংয়ের বিএমডব্লিউ গাড়ি চেপে বেরিয়ে যাচ্ছেন সারা।

'ও শুধু আমার', ফাইনালের আগে শুভমানকে একি বললেন সচিন কন্যা সারা? তোলপাড় সোশ্যাল মিডিয়া

শোনা যায়, শুভমানের সঙ্গে দেখা করতেই বিধু বিনোদ চোপড়ার বাড়িতে এসেছিলেন সচিন-কন্যা। আর এবার তো আরও বড় কাণ্ড। নেটিজেনদের মতে প্রেম নিয়ে আর কোন লুকোচুরি চাইছেননা সারা। তাই এবার প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার’! আর সেটা কী ভাবে? এক্স অ্যাকাউন্টের মাধ্যমে।

‘ও শুধু আমার’, ফাইনালের আগে শুভমানকে একি বললেন সচিন কন্যা সারা? তোলপাড় সোশ্যাল মিডিয়া

'ও শুধু আমার', ফাইনালের আগে শুভমানকে একি বললেন সচিন কন্যা সারা? তোলপাড় সোশ্যাল মিডিয়া

নিজের ছবিতে সচিন-কন্যা লিখলেন, ‘‘ও শুধু আমার।’’ তবে কি আর কোনও রাখঢাক রাখতে চাইছেন না সারা! খুল্লম খুল্লা প্রেমের ইস্তাহার দিলেন তিনি! কিন্তু এই ‘ও’ ঠিক কাকে সম্বোধন করেছেন তা খোলসা করেননি সারা। যদিও এই পোস্টে চোখ আটকে গিয়েছে নেটাগরিকদের। সকলের প্রায় একটা প্রশ্ন, তবে কি ফাইনালের আগে প্রেমিক শুভমানকে উদ্বুদ্ধ করতেই এমন হেঁয়ালি ভরা পোস্ট দিলেন সচিন-কন্যা?