দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী
When was the inauguration of Jagannath temple in Digha?

নজরবন্দি ব্যুরো: দীঘার জগন্নাথ মন্দিরের কাজ এপ্রিল মাসে শেষ হয়ে যাবে। পোস্তা বাজারের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে আগামী জানুয়ারি মাসে অযধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের মতো ভোটের আগে হিন্দু ভোট ব্যাঙ্ক বাড়াতেই এই কৌশল।

আরও পড়ুনঃ এবার ডিপ ফেক ভিডিও নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী

শুক্রবার মমতার গলায়ও একই সুর শোনা গেল। এপ্রিলেই জগন্নাথ মন্দিরের প্রসঙ্গ তুললেন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চে। প্রতিবারের মতো এবছরেও পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মমতা।

Mamata Banerjee: দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী

পোস্তার মঞ্চ থেকেই শুক্রবার চন্দননগরের বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানথেকেই মুখ্যমন্ত্রী বলেন, “দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। সকলের খুব ভালো লাগবে। এপ্রিল মাসের মধ্যে এই মন্দির উদ্বোধন হয়ে যাবে।”

দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী

উল্লেখ‌্য, ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে এবং এই কাজ হিডকো সংস্থা দিয়ে করানো হবে। তা নিয়ে প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল ওল্ড দিঘার জগন্নাথ ঘাটের কাছে।

Mamata Banerjee: দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানালেন মুখ্যমন্ত্রী