নজরবন্দি ব্যুরো: ক্যামেরা চলছে। তার সামনেই পোশাক বদাচ্ছেন এক নারী, অবিকল কাজলের মতো দেখতে। সম্প্রতি এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এটা দেখা মাত্রই অনেকেরেই সন্দেহ হতে থাকে। তিনি কি আদৌ কাজল? অবশেষে প্রকাশ্যে সত্যিটা। আসলে রশ্মিকা, ক্যাটরিনার পর ডিপফেক ভিডিয়োর শিকার হলেন কাজল।
ডিপফেক এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিও নতুন করে সাইবার ক্রাইমের প্রতি মানুষের ভয় বাড়িয়ে দিয়েছে। এবার এই নিয়ে প্রতিক্রিয়া জানালেন খোদ প্রধানমন্ত্রী। বললেন, ”আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময়ে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হতে হবে।”
মোদী জানাচ্ছেন, চ্যাটজিপিটি টিমকে তিনি ডিপফেক ভিডিও দেখলেই নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। কোনও ভাবেই যেন এই ধরনের ভিডিও ছড়িয়ে না পড়ে, সে ব্যাপারে সতর্ক করতেও দেখা গিয়েছে তাঁকে। তিনি আরও বলেন,
‘ ‘আমি সেদিন দেখলাম একটি ভিডিয়োতে আমি গান গাইছি।’ এছাড়াও গ্লোবাল সাউথ সামিটে যোগ দিয়ে নরেন্দ্র মোদী বলেন,’ ডিপফেক একটি বড় উদ্বেগ, ChatGPT টিমকে কন্টেন্টে ডিপফেক সতর্কতা দিতে বলা হয়েছে।’
এবার ডিপ ফেক ভিডিও নিয়ে মুখ খুললেন স্বয়ং প্রধানমন্ত্রী
এছারাও প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত বিশ্বাস করে যে নতুন প্রযুক্তি গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথের মধ্যে ব্যবধান বাড়াবে না।’ একই সঙ্গে তিনি বলেন,’ এটি আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের সময়কাল, এটি গুরুত্বপূর্ণ যে প্রযুক্তিকে দায়িত্বের সঙ্গে ব্যবহার করা উচিত’।