নজরবন্দি ব্যুরো: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচন নিয়ে তোরজোড় শুরু করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের শুরুতে ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কেন্দ্রের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর থেকেই মনে করা হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্তই এই প্রকল্প চালু থাকবে। এরপরই এই ইস্যুকে হাতিয়ার করে আসরে নেমেছে কংগ্রেস।
আরও পড়ুন: ফাইনাল ম্যাচে চাঁদের হাট, আমন্ত্রিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আর কে কে থাকবেন?
কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণবণ্টনমন্ত্রক একটি প্রেস বিবৃতি মারফত জানিয়েছে, দেশের গরিব উপভোক্তাদের খাদ্যসুরক্ষা নিশ্চিত করতে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র অধীনে ৮০ কোটির বেশি ভারতীয়কে ১ জানুয়ারি, ২০২৩ থেকে এক বছরের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে কংগ্রেসের তরফে প্রশ্ন করা হয়, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, মন্ত্রকের বিবৃতিতে তার উল্লেখ নেই কেন? কংগ্রেসের প্রধান মুখপাত্র তথা দলের প্রবীণ নেতা জয়রাম রমেশ কটাক্ষ করে বলেন, “বিজেপি হল ভারতীয় ঝুটা পার্টি। আর ওদের প্রধান মুখ যিনি, তিনি মিথ্যার জগৎগুরু।”
যদিও ওয়াকিবহাল মহল মনে করছে, বিরোধীদের মুখ বন্ধ করতে এবং আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করতে পারে। বঙ্গবিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এনিয়ে বলেন, ”ভোটাররা প্রধানমন্ত্রীর কাজ দেখে উন্নয়ন দেখে প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছে। পশ্চিমবঙ্গের ৬ কোটি ১ লক্ষ মানুষকে আগামী পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদি ফ্রি-তে রেশন দেবে।”
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪ নভেম্বর ছত্তিশগড়ে দুর্গ এলাকায় নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, ”আমি ঠিক করেছি বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের সময়সীমা আরও ৫ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” অর্থাৎ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হয় যা ২০২৯ সাল পর্যন্ত চালু থাকবে।
ডিসেম্বর পর্যন্ত মিলবে বিনামূল্যে রেশন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ!
