নজরবন্দি ব্যুরো: ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই উত্তেজনাপূর্ণ মেগা ম্যাচ দেখতে আমেদাবাদে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে থাকবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শুধু তাই নয়, এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং ডেপুটি পিএম রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ
তবে, অ্যান্থনি অ্যালবানিজ এবং রিচার্ড মার্লেস স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কি না তা এখনও নিশ্চিত হয়নি। উল্লেখ্য, চলতি বছরই মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখতে আহমেদাবাদের এই মাঠে পৌঁছেছিলেন অ্যালবানিজ। সঙ্গে ছিলেন মোদিও। আগামী রবিবার আবারও দুই প্রধানমন্ত্রীকে একসঙ্গে দেখা যেতে পারে।

এছারাও রোহিত-বিরাট-শামিদের লড়াইয়ের সাক্ষী থাকতে হাজির থাকবেন আট রাজ্যের মুখ্যমন্ত্রীরা। এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। শোনা যাচ্ছে, ফাইনাল দেখতে আমন্ত্রণপত্র পেয়েছেন দেশের দুই পূর্বতন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে।
উপস্থিত থাকছেন শচীন তেণ্ডুলকরও। সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ্যাত ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার। তবে সেদিনের সেরা আকর্ষণ ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ্যারোবেটিক টিমের’ শো।
ফাইনাল ম্যাচে চাঁদের হাট, আমন্ত্রিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, আর কে কে থাকবেন?
উল্লেখ্য, দুদিন আগে ভারত নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল। এই ম্যাচে প্রথম ইনিংস খেলতে গিয়ে ভারত ৩৯৭ রান করেছিল। পরে এই স্কোর তাড়া করতে নেমে নিউজিল্যান্ড দল ৩২৭ রানে গুটিয়ে যায়। এই ম্যাচে নিজের প্রতিভা দেখান ভারতের তারকা বোলার মহম্মদ শামি। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি।