ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ
Sourav wants Rohit to make up for the loss of 20 years ago

নজরবন্দি ব্যুরো: সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট যেমন তাঁকে দু হাত ভোরে দিয়েছে ঠিক তেমনি তিনিও ফিরিয়ে দিয়েছেন ততোটাই। কিন্তু ফাঁকা থেকে গিয়েছে শুধু একটি জায়গা। আর তা হল একটা বিশ্বকাপ। আজ রোহিত বাহিনী যে জায়গাতে দাঁড়িয়ে ঠিক ২০ বছর আগে ওই এক জায়গাতে দাঁড়িয়ে ছিল সৌরভ বাহিনী। ইতিহাস গড়ার সোনালি সুযোগ ছিল তাঁর সামনে।

আরও পড়ুনঃ বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের

কিন্তু ঠোঁট আর কাপের মধ্যে যে দূরত্ব তা ঘুচোতে পারেনি সে সময়ের টিম ইন্ডিয়া। পারেনি অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে বশ্যতায় আনতে। আর আজ ঠিক ২০ বছর পর স্মৃতি মনে পড়ে যাচ্ছিল উদাসী মহারাজের। তাইতো তিনি বলেউঠেন “২০০৩-এ আমার হারের বদলা নিক রোহিতরা।” তিনিও চেয়েছিলেন প্রতিপক্ষ হোক অস্ট্রেলিয়া। তাইতো যাবার আগে বলেগেলেন, “ভারত অসাধারণ ক্রিকেট খেলছে। চ্যাম্পিয়নের মতো।

ICC World Cup Fainal23: ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ

আমরা যে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম, তারা অপ্রতিরোধ্য ছিল। এই অস্ট্রেলিয়া তার অর্ধেকও নয়।” তিনি আরও বললেন, “স্পিনের বিরুদ্ধে এই অস্ট্রেলিয়ার অনেক দুর্বলতা আছে। আজকের ম্যাচেই তো দেখা গেল। ব্যাকফুটে খেলতে গিয়ে আউট হচ্ছে ওয়ার্নার-ম‌্যাক্সওয়েলরা। ব্যাপারটা নিশ্চয় রাহুল দেখছে।” আর এই রাহুলও ছিল সেই যুদ্ধের এক প্রতিনিধি। তিনি এখন দলের কোচ।

ICC World Cup Fainal23: ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ

ক্রিকেটার দ্রাবিড় ২০০৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ দ্রাবিড়ের সামনে সেই সুযোগ এসে গিয়েছে। রবিবার আমদাবাদে ভারত যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে দ্রাবিড়ের কাছে সেটি হবে সুমধুর প্রতিশোধ। বিশ্বকাপে দ্রাবিড় খেলোয়াড় হিসাবে খেলেছেন, অধিনায়ক হিসাবে খেলেছেন। এ বারের বিশ্বকাপে তিনি কোচ। এখনও পর্যন্ত ট্রফি ছুঁতে পারেননি দ্রাবিড়। এ বারে তাঁর দায়িত্ব সম্পূর্ণ আলাদা।

ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ

ICC World Cup Fainal23: ফের বিশ্বকাপের ফাইনাল, ২০ বছর আগের বদলা নিক রোহিতরা, চান সৌরভ

মাঠে নেমে ব্যাট ধরতে পারবেন না। দ্রাবিড়ের মস্তিষ্ক থাকবে ভারতের জন্য। তাঁর পরিকল্পনা মাঠে নেমে বাস্তবায়িত করবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। ২০০৩ সালে ফাইনাল খেলা দ্রাবিড়ের কাছে সুযোগ কবির খান হয়ে ওঠার। খেলোয়াড় হিসাবে হেরে যাওয়া ম্যাচ কোচ হিসাবে জিতে নিতে পারেন দ্রাবিড়। আর পারবেন তাঁর সেই সময়ের অধিনায়ক সৌরভের মনের ইচ্ছে পূরণ করাতে? বলবে সময়।