বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের

নজরবন্দি ব্যুরো: বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে কুয়েতের মাঠে কুয়েতের বিরুদ্ধে খেলা ছিল ভারতের। আর সেই ম্যাচে ভারত জিতল ১-০ গোলে। ৩ পয়েন্ট সংগ্রহ করলেন সুনীল ছেত্রীরা। এর পরে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী কাতার। ৭৫ মিনিটে মনবীর সিং গোলটি করেন ভারতের হয়ে। সেই গোল আর শোধ করতে পারেনি কুয়েত।

আরও পড়ুনঃ চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ড এবং ২০২৭ সালের এশিয়ান কাপে ভারতের টিকিট পাওয়ার সেই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাতায়কলমে শীর্ষে থাকার কথা কাতারের। দ্বিতীয় স্থানের জন্য ভারতের মূল লড়াই কুয়েতের সঙ্গে। কুয়েতের জাবের আল-আহমেদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ বাঁশির পর যেভাবে আওয়াজ হল, তাতে মনে হচ্ছিল যেন হোম ম্যাচ খেলছে ভারত।

বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের
বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের

পুরোপুরি কেঁপে ওঠে স্টেডিয়াম। যে ভারতীয় সমর্থকরা ছিলেন, তাঁরা ‘ভাইকিং ক্ল্যাপ’ দেন। তাঁদের ধন্যবাদ জানাতে যান সুনীল ছেত্রীরা। ক্রিকেট ও ফুটবল– দুই খেলাতে দেশের এই সাফল্য ক্রীড়াপ্রেমীদের মুখে ছড়িয়ে দেবে হাজার ওয়াটের আলো।প্রথমার্ধ ছিল গোলশূন্য।

বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের

বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের

কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু খেলার ৭৫ মিনিটে ছবিটাই বদলে যায়। বাঁ দিক থেকে ছাংতে বল বাড়িয়েছিলেন মনবীরকে লক্ষ্য করে। মনবীরের শরীরের সঙ্গে লেগে তখন কুয়েতের দুই ডিফেন্ডার। মনবীরের বাঁ পায়ের শট কুয়েতের গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

বিশ্বকাপের যোগ্যতা পর্বে কুয়েত বধ ভারতের