চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। আর এবার দক্ষিণ আফ্রিকাকে ইডেনে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া। লড়েই করে চোকার্স তকমা নিয়ে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের শুরু থেকে দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে চেনা গেল না সেমিফাইনালে।

আরও পড়ুনঃ ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

ফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। আকাশে মেঘ থাকলেও টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন বাভুমা। অধিনায়কের সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২১২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ডেভিড মিলার ১০১ রানের লড়াকু ইনিংস না খেলতে পারলে এবং হেনরিক ক্লাসেন ৪৭ রান না করলে বড় লজ্জায় পড়তে হত দক্ষিণ আফ্রিকাকে।

চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া
চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

আর দ্বিতীয় পর্বে! গ্যালারি যেন মনে প্রাণে চাইছিল, ২১২ রানের পুঁজি নিয়ে কোনও ম্যাজিক হোক। বেশ কিছু হাফ-চান্স, ইডেনের হতাশা বাড়াল। অস্ট্রেলিয়া তিন উইকেট হারাতেই মেক্সিকান ওয়েভ গ্যালারিতে। শামসি-মহারাজের কোনও ডেলিভারি টার্ন করতেই ম্যাজিকের প্রত্যাশা বাড়ল। কিন্তু পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রোখা কি এতই সহজ?এদিকে অজিরা এবার শুরুটা খারাপ করলেও, তারা ঘুরে দাঁড়ায়।

চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

এবং টানা সাত ম্যাচ জিতে তারা সেমিফাইনালের রাস্তা পাকা করে। প্যাট কামিন্সদের লক্ষ্য ষষ্ঠ বার ট্রফি জয়। সেই সঙ্গে লিগ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের বদলা নিতেও মরিয়া হয়ে রয়েছে তারা। লিগ পর্বে প্রোটিয়াদের কাছে ১৩৪ রানে হেরেছিল অস্ট্রেলিয়া।

চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

চোকার্সই থাকল প্রোটিয়ারা, ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে জিতে আমেদাবাদের পথে অস্ট্রেলিয়া

পাঁচ বারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ট্রফি জিতেছিল ইডেন গার্ডেন্সেই। ১৯৮৭ সালে প্রথম ট্রফি জয়ের মঞ্চে অষ্টম ফাইনাল নিশ্চিত। রবিবার আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। ২০০৩ সালেও ফাইনালে মুখোমুখি হয়েছিল দু-দল। ভারতের কাছে বদলার পালা।

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামায়নি, দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকেরই দোষ দেখছে রেল

সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামায়নি, দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকেরই দোষ দেখছে রেল

কিন্তু, এভাবে চালকের নামে দোষ গিয়ে গা বাঁচাতে চাইছে রেল এরকম প্রশ্নও তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে সরব হয়েছেন। লাগাতার এত দুর্ঘটনার পর এমন কোনও সিস্টেম কেন নেই যে একই লাইনে দু'টো ট্রেন চলে আসছে? দিনের পর দিন ভাড়া বাড়ছে দুরপাল্লার ট্রেনের। সেখানে যাত্রী সুরক্ষা যে আরও মজবুত করা দরকার তা বলাই বাহুল্য।
বিমান-বিভ্রাট কাটিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রেল দুর্ঘটনায় আহতদের

বিমান-বিভ্রাট কাটিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রেল দুর্ঘটনায় আহতদের

ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সোমবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু।
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ।সুপার এইট এর ম্যাচ শুরু হবে আগামী উনিশে জুন। সুপার এইটে ভারতের সামনে যে তিনটি দল থাকবে তারা হল বাংলাদেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া
যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে বিজেপির এই বিপর্যয়ের কারণ নিয়ে। আসুন দেখে নেওয়া বিশেষজ্ঞরা কোন ৫ গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার নেপথ্যে!
সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

তবে এখনও পর্যন্ত হাওড়া-গুয়াহাটি রুটে কবচ ব্যবস্থা চালু করা যায়নি। তাই প্রশ্ন উঠছে যে অ্যান্টি কলিশন ডিভাইস থাকলে হয়তো এত গুলো মানুষের প্রাণ অকালে ঝড়ে যেতনা। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।

Lifestyle and More...