WC Fainal: ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। সব নজর এবার আহমেদাবাদে। ১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই সময়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর আর সেই সুযোগ হয়নি।

আরও পড়ুনঃ এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর

আর এবার বিশ্বকাপ জেতার সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় মেন ইন ব্লু। আর তাঁদের উৎসাহ দিতেই ফাইনালের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন মাধ্যমের বিখ্যাত ব্যক্তি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার কথা।

মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ফাইনালের গ্ল্যামার এবং গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে মেগাফাইনালের নিরাপত্তাও বাড়ানো হবে বহুগুণে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, গ্রুপ লিগে পর পর নয় ম্যাচের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল। ‘লেটার মার্কস’ নিয়ে তাতেও উত্তীর্ণ হয়েছে ভারত।

ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

WC Fainal: ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

ফাইনালের আগে রোহিত শর্মাদের স্কোরবোর্ড বলছে, ১০-এ ১০। কোথাও কোনও খামতি নেই। ভারতকে পরাজিত করতে পারেনি কোনও দল। এবার শেষ ল্যাপে আর একটি ম্যাচ। সেখানে সফল হলেই পূর্ণ হবে দীর্ঘ ১১ বছরের আশা আকাঙ্ক্ষা।

WC Fainal: ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ।সুপার এইট এর ম্যাচ শুরু হবে আগামী উনিশে জুন। সুপার এইটে ভারতের সামনে যে তিনটি দল থাকবে তারা হল বাংলাদেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া
যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে বিজেপির এই বিপর্যয়ের কারণ নিয়ে। আসুন দেখে নেওয়া বিশেষজ্ঞরা কোন ৫ গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার নেপথ্যে!
সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

তবে এখনও পর্যন্ত হাওড়া-গুয়াহাটি রুটে কবচ ব্যবস্থা চালু করা যায়নি। তাই প্রশ্ন উঠছে যে অ্যান্টি কলিশন ডিভাইস থাকলে হয়তো এত গুলো মানুষের প্রাণ অকালে ঝড়ে যেতনা। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।
আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন মমতা

আমার তৈরি সিস্টেম আজও কার্যকর হল না কেন? রেলকে প্রশ্ন করে উত্তরবঙ্গে রওনা দিলেন...

রেল সূত্রে খবর, সিগন্যালিং সিস্টেমে সমস্যার কারণেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়।

শাহরুখের পর এবার জুটি বাঁধছেন অ্য়াটলি-সলমন, হিট হবে ভাইজানের পরের ছবি?

এমনিতেই সলমনের একটা বিগ হিট দরকার। অনেক আশা নিয়ে টাইগার থ্রি তৈরি করেছিলেন তিনি। তবে মারকাটারি সেই ছবি, বক্স অফিসে তেমন ব্যবসা দিতে পারেনি।এবার দেখার যে যদি এই জুটি একসাথে কাজ করে তা হলে সলমনের ভাগ্যে আরও একটা বিগ হিট থাকে কিনা।

Lifestyle and More...