নজরবন্দি ব্যুরো: নিউজিল্যান্ডকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে হারিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছে টিম ইন্ডিয়া। সব নজর এবার আহমেদাবাদে। ১২ বছর আগে শেষ বার বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই সময়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর আর সেই সুযোগ হয়নি।
আরও পড়ুনঃ এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর
আর এবার বিশ্বকাপ জেতার সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নয় মেন ইন ব্লু। আর তাঁদের উৎসাহ দিতেই ফাইনালের দিন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন মাধ্যমের বিখ্যাত ব্যক্তি থেকে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার কথা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি ফাইনালের গ্ল্যামার এবং গুরুত্ব বহুগুণে বাড়িয়ে তুলবে। সেই সঙ্গে মেগাফাইনালের নিরাপত্তাও বাড়ানো হবে বহুগুণে, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, গ্রুপ লিগে পর পর নয় ম্যাচের গণ্ডি পেরিয়ে সেমিফাইনাল। ‘লেটার মার্কস’ নিয়ে তাতেও উত্তীর্ণ হয়েছে ভারত।
ফাইনালে টিম ইন্ডিয়াকে উৎসাহ দিতে মাঠে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
ফাইনালের আগে রোহিত শর্মাদের স্কোরবোর্ড বলছে, ১০-এ ১০। কোথাও কোনও খামতি নেই। ভারতকে পরাজিত করতে পারেনি কোনও দল। এবার শেষ ল্যাপে আর একটি ম্যাচ। সেখানে সফল হলেই পূর্ণ হবে দীর্ঘ ১১ বছরের আশা আকাঙ্ক্ষা।