এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর
Now what is Virat's biopic?

নজরবন্দি ব্যুরো: সৌরভের বায়োপিকের পর এবার বিরাটের বায়োপিক নিয়ে জোর জল্পনা শুরু হল। আর সেই জল্পনা বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামেই রণবীর কাপুরের হাত ধরে আরও বাড়ল। দাদার বায়োপিকে হাতছাড়া হয়েছে আলিয়ার বরের। এদিন ম্যাচ শুরুর আগে নিজের সিনেমা ‘অ্যানিমাল’এর জন্য প্রচার ওয়াঙ্খেড়েতে এসেছিলেন অভিনেতা রণবীর কপূর৷

আরও পড়ুনঃ সেমির নায়ক কিন্তু হতে পারত খলনায়ক! এভাবেও ফিরে আসা যায়, কুর্নিশ শামি

কথায় কথায় তাঁকে শো-এর উপস্থাপক যতিন সিপ্রু প্রশ্ন করেন, ‘‘বিরাট কোহলির বায়োপিকে কি তিনিই অভিনয় করবেন?’’ এই প্রশ্নের চমকে দেওয়ার মতো উত্তর দেন অভিনেতা৷ উত্তরে রণবীর কপূর বলেন, ‘‘বিরাট কোহলির যদি বায়োপিক হয়, তাহলে ওঁরই উচিত নিজের চরিত্রে অভিনয় করা৷ দেখাশোনা এবং ফিটনেসের নিরিখে বহু অভিনেতার চেয়েই বিরাট বহু গুণে বেশি উপযুক্ত৷’’

এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর
এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর

উল্লেখ্য, রণবীর বলেন তাঁর আজও ২০১১ সালের বিশ্বকাপের কথা মনে পড়ে। স্মৃতি হাতড়ে বলেন, ‘২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে থেকেই এমএস ধোনিকে ট্রফি নিতে দেখেছিলাম। আশা করব আজ বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভালো খেলবেন।’ বলিউডে এখন হামেশাই বায়োপিক হচ্ছে। কিন্তু আগেই প্রকাশ্যে এসেছিল যে আমির খান নাকি যুবরাজ সিংয়ের আত্মজীবনীর স্বত্ব কিনে নিয়েছেন। ফলে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আগামীতে যুবির বায়োপিক আসছে।

এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর

Virat's Biopic: এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর

আসলে এদিন খেলা দেখার পাশাপাশি তাঁর ছবি অ্যানিম্যালের প্রচারে এসেছিলে্ন রণবীর। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালনা করেছেন অ্যানিমালের। এই ছবিতে রণবীর কাপুর ছাড়াও আছেন ববি দেওল, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরি প্রমুখ। ইতিমধ্যেই এই ছবির একাধিক গান, ট্রেলার মুক্তি পেয়েছে। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

Virat's Biopic: এবার কী বিরাটের বায়োপিক? জল্পনা উস্কে দিলেন রণবীর কাপুর