World Cup23: বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে হাতে আর ২ মাসেরও কম সময় বাকি রয়েছে। এবার যেহেতু ভারতে এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে, সেকারণেই সকলের নজর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার উপরেই রয়েছে। তবে বিশ্বকাপ শুরু হওয়ার আগে একটি চিন্তা টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ আরও গভীরতর করছে।

আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১১ আগস্ট, আজকের দিনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনাবলী

সেটা এই দলের মিডল অর্ডার। চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। সার্জারির পর তাঁরা ভারতীয় ক্রিকেট দলে ফিরে আসছেন। আবার ম্যানেজমেন্ট আগ্রহী, সূর্যকুমার যাদবের টি-টোয়েন্টি দক্ষতাকে ওডিআই-তে কাজে লাগাতে। যদিও ওডিআই-তে সূর্য এখনও পর্যন্ত সফল নন। আর বিশ্বকাপের দল নিয়ে এবার মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?
বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?

তিনি বলেছেন, ‘কেউই অটোমেটিক ভাবে দলে ঢুকে পড়বে না। এমন কী আমিও নই।’ তিনি আরও বলেন, ‘রাহুল এবং শ্রেয়সের পরিস্থতির দিকে নজর রাখা হচ্ছে’। রোহিতের স্পষ্ট জবাব, ‘কেউই অটোমেটিক ভাবে দলে ঢুকে পড়বে না। এমন কী আমিও নই। কোনও একটি জায়গা কারও জন্য নিশ্চিত নয়। আমরা বলতে পারি না যে, যা কিছু হোক, তুমি এখানেই খেলবে। হ্যাঁ, কিছু খেলোয়াড় জানেন যে, তারা দলে থাকবে।

World Cup23: বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?

ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে-তে খেলা কিছু প্লেয়ারকে দেখে নেওয়া সুযোগ ছিল। এশিয়া কাপেও রয়েছে। সেখানে আরও ভালো প্রতিপক্ষের মুখোমুখি হব।’ সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, ‘চোটের পর ভারতীয় ক্রিকেট দলে ফিরে এলে মনের অবস্থাটা ঠিক কেমন থাকে, সেটা আমি খুব ভালো করেই জানি।

বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?

World Cup23: বিশ্বকাপের দল নিয়ে এই প্রথম মুখ খুললেন রোহিত, কী বললেন অধিনায়ক?

কারণ আমি নিজেও একবার চোট কাটিয়ে দলে ফিরেছিলাম। ওরা কীভাবে জাতীয় ক্রিকেট দলের সঙ্গে মানিয়ে নেয়, সেদিকেই আমরা তাকিয়ে রয়েছি। আশা করছি, আগামী কয়েকদিনের মধ্যেই দল নির্বাচন হয়ে যাবে। সেক্ষেত্রে কোন কোন ক্রিকেটারকে দলে রাখা হবে, তা নিয়ে বড়সড় বিতর্কের আয়োজন করা যেতে পারে। তবে সত্যি কথা বলতে কী, কে শেষপর্যন্ত দলে ঠাঁই পাবে, সেটা আগে থেকে বলা একেবারেই সম্ভব নয়’।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

হারিয়ে বদলা নেব, জেল থেকে বেরিয়েই চ্যালেঞ্জ সন্দেশখালির মাম্পির

সাদা কাগজে মহিলাদের দিয়ে সই করিয়ে ধর্ষণ-শ্লীলতাহানির মতো গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার নেপথ্যে সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি ওরফে পিয়ালি দাসের ভূমিকা ছিল, এই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

বিয়ে করছেন বনি-কৌশানী! প্রস্তুতি চলছে পুরোদমে

উল্লেখ্য, এর আগে টলিপাড়া থেকে একমাত্র নুসরত জাহানই তুরস্কে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন। আর ফিরে তারকাবন্ধুদের জন্য একটা রিসেপশনের আয়োজন করেছিলেন। যদিও নিখিল জৈনের সঙ্গে সেই বিয়ে টেকেনি!
ভুল করলে দু'টো থাপ্পড় মারবেন, আরামবাগকে 'অধিকার' দিলেন মমতা

ভুল করলে দু’টো থাপ্পড় মারবেন, আরামবাগকে ‘অধিকার’ দিলেন মমতা

ইতিমধ্যেই বাংলায় চতুর্থ দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ২০ তারিখ আরামবাগে ভোটগ্রহণ। শেষলগ্নে সেই কেন্দ্রের গোঘাটে জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের সভা থেকে তৃণমূল সুপ্রিমো সাফ বললেন, আমরা যদি ভুল করে থাকি তাহলে দু'টো থাপ্পড় মারুন, আপনাদের সেই অধিকার আছে।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।

Lifestyle and More...