মমতার হার মানতে পারছেন না তৃণমূল কর্মীরা, পুনর্গণননার দাবি নিয়ে পথ অবরোধ নন্দীগ্রামে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার পর থেকেই নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলে তৃণমূল। পুনর্গণনার দাবিতে এদিন সকালে নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া ভূতা মোড়ে পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা। যার জেরে বন্ধ হয়ে যায় নন্দীগ্রাম-সোনাচূড়া সড়কে যান চলাচল।

আরও পড়ুনঃ সপ্তাহের প্রথম দিন একটু কমল দেশে দৈনিক করোনা সংক্রমণ।

সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। অবরোধ চলছে হাজরাকাটা, কেন্দ‍ামারি, টেঙ্গুয়া,বাসস্ট‍্যান্ড -সহ বিভিন্ন জায়গায়। হলদিয়াতেও একাধিক জায়গায় পথ অবরোধ চলছে।গতকাল রাতেই নন্দীগ্রামে পুনর্গণননার দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। কিন্তু কমিশন সেই আবেদন খারিজ করে। উল্লেখ্য গত কাল ভোট গণনার দিন সকাল থেকে পরতে পরতে বদলেছে সমীকরণ।

সকালবেলা গননা শুরুর পর থেকেই সাপলুডোর খেলা চলেছে সবথেকে হাইভোল্টেজ আসনে একবার মাননীয়া এগিয়ে তো পরের রাউন্ডে শুভেন্দু। শেষমেশ এক সময়ে গিয়ে ঘোষণা করা হয়েছিল এই লড়াইয়ে গোটা রাজ্যের সাথে সাথে নন্দীগ্রামেও জিতে গেছেন মমতা। শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন ১২০০ ভোটে। তবে ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে মহানাটকীয় পরিবর্তন।শুভেন্দুর ফের গণনার দাবি মেনে গণনা করা হলে দেখা যায় ১৯২২ ভোটে এগিয়ে শুভেন্দু।

কিন্তু কিছুক্ষণ পরে খবর আসে নন্দীগ্রামে যান্ত্রিক ত্রুটির জেরে গণনা বন্ধ আছে। তার পরই খবর মিলেছিলো  ১৯৫৩ ভোটে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘নন্দীগ্রামের মানুষের রায় মেনে নিচ্ছি। কিন্তু ওখানে ভোট লুঠ হয়েছে। আদালতে যাব আমরা।’

 

 

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

ছাপ্পা-অশান্তি-রক্তারক্তিতে শেষ চতুর্থ দফা, কত শতাংশ ভোট পড়ল বাংলায়?

উত্তরবঙ্গ থেকে ভোট যত দক্ষিণের দিকে আসছে, ততই যেন চেনা ছবি দেখা যাচ্ছে বাংলায়। চতুর্থ দফায় ছাপ্পা থেকে শুরু করে অশান্তি, রক্তারক্তিকাণ্ড কিছুই বাকি গেল না। বিশেষ করে বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের তুল্ল্যা বাজার কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করল।
অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

অভিযুক্ত অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তথ্য সংগ্রহের কাজ শুরু করল সিবিআই

এসএসসি পরীক্ষা থেকে চাকরি পাওয়া পর্যন্ত ২০১৬ সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহের কাজ করেছে সিবিআই। প্রার্থীর পরীক্ষার রেজাল্ট, ইন্টারভিউ, শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শংসাপত্র, চাকরির নিয়োগপত্র, বেতনের নথি সহ যাবতীয় তথ্য যাচাই করে দেখছেন তদন্তকারীরা।
প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

প্লে অফ নিশ্চিত, গুজরাটের বিরুদ্ধে কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ

কারণ রাজস্থান রয়‌্যালস, তারা দুনম্বরেই রয়ে গিয়েছে। কেকেআর যদি শেষ দুটো ম‌্যাচ জিততে পারে গ্রুপ শীর্ষে থেকেই শেষ করবেন শ্রেয়সরা।
অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

অবশেষে গলল বরফ? তৃণমূলের তারকা প্রচারক হিসাবে প্রত্যাবর্তন ঘটালেন কুণাল!

কুণাল ঘোষ। দলের রাজ্য সম্পাদক পদের পাশাপাশি লোকসভা নির্বাচনের তারকা প্রচারক হিসাবেও তাঁকে বাদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি নিজেও বলেন, আমি সিস্টেমে মিসফিট। কিন্তু, তৃণমূলের একনিষ্ঠ সৈনিক হিসাবেই তিনি থাকবেন তাও জানান।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।

Lifestyle and More...