বাড়িতেই আছেন রাকেশ, ২ ঘন্টা পর তল্লাশি শুরু নারকোটিক্স অফিসারদের।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: বাংলায় ভোট, স্লোগান এসব পিছিয়ে ফেলে আজ সারাদিন ধরে চলছে আইন, উকিল আর আদালত। হাই প্রোফাইল নেতা নেত্রীদের ঘরের দোর গড়ায় দাঁড়িয়ে পুলিশ, কেউ বা আবার নিজেই লকআপে। এসবের মধ্যেই মোড় ঘুরছে পামেলা কান্ডের। এতদিন বেশ শিরোনামে ছিল পামেলাকে ফাঁসিয়েছে রাখি বাঁধা ভাই রাকেশ সিং। তবে রাকেশ হুঁশিয়ারি দিয়েছিলেন অভিযোগ মিথ্যে প্রমাণ হলে তিনি মানহানির মামলা করবেন কলকাতা পুলিশের বিরুদ্ধে। এবার খোদ পুলিশই পৌঁছে গেলেন তাঁর বাড়িতে। ২ ঘন্টা পর তল্লাশি শুরু নারকোটিক্স অফিসারদের।

আরও পড়ুনঃ মইদুল হত্যা মামলায় ২ সপ্তাহের মধ্যে সিট’কে রিপোর্ট জমার আদেশ হাইকোর্টের।

সূত্রের খবর গতকালই রাকেশ সিংকে সমন পাঠিয়েছিল কলকাতা পুলিশ। মঙ্গলবার ৪টের সময় লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে নোটিসের ব্যপারে বলতে গিয়ে বিজেপি নেতা জানিয়েছিলেন তিনি কোন চিঠি পাননি। উল্লেখ এই মামলায় সরাসরি কলকাতা পুলিশের বিরুদ্ধেই মানহানি মামলার করার হুঁশিয়ারি দিয়ে বসেছিলেন রাকেশ সিং।

ইতিমধ্যে কলকাতার নগরপাল সৌমেন মিত্রর কাছে একটি চিঠিও পাঠিয়েছেন। গতকালই কলকাতা পুলিশ নোটিস দিয়েছিলেন জেরা করারা জন্য। সেই জেরায় স্থগিতাদেশের জন্য তিনি আদালতে আবেদনও করেছিলেন। কিন্তু তাও খারিজ করে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এবার বেলা ৪টের আগেই সরসরি  বিজেপি নেতা রাকেশ সিং-এর বাড়িতেই হানা দিল কলকাতা পুলিশ। আলিপুরে তাঁর বাড়িতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির এনসিবি আধিকারিকরা। যদিও রাকেশের বাড়িতে প্রবেশ করতে পারেননি তাঁরা। বাধা দেন তাঁর ছেলে ও সিআইএসএফরা। রাকেশ সিং-এর ছেলের সাফ জানিয়েছেন পুলিশের কাছে কোনও বৈধ কাগজ নেই তাই তাঁরা বাড়ির ভিতর ঢুকতে দেবে না পুলিশকে।

২ ঘন্টা পর তল্লাশি শুরু নারকোটিক্স অফিসারদের। পুলিশের তলবে সাড়া না দিয়ে সময়ে হাজিরা দিতে পারবেননা, এবং তার কারন হিসেবে দিল্লিতে পুর্ব নির্ধারিত কাজের কথা ইমেল মারফত জানিয়েছিলেন তিনি। সেই সুত্রেই রাকেশের ছেলে সাহেব সিং জানিয়েছেন, তাঁর বাবা বাড়িতেই নেই, বাড়িতে ঢুকে কী তদন্ত করবে পুলিশ। অপর দিকে পুলিশ জানিয়েছে আলিপুর থানায় জমা পড়া মাদক কান্ডের জেরেই এই তদন্ত, সেদিক থেকে বাধা দেওয়ায় সিআইএসএফদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ, এবং পুলিশের বক্তব্য ছিল বাড়ির ভিতরেই আছেন রাকেশ। দিল্লি যাননি তিনি। দীর্ঘ টালবাহানার ২ ঘন্টা পর রাকেশের বাড়িতে ঢুকল পুলিশ। বাড়ির ভেতরে তলাশি চালাচ্ছে  পুলিশের নারকোটিক্স বিভাগের অফিসারেরা।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
'৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন', কেন এমন বললেন অমিত শা

‘৪ জুনের আগে শেয়ার কিনে রাখুন’, কেন এমন বললেন অমিত শা

ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, “শেয়ার বাজার আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়”।
১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

১২ কোটির বিনিময়ে তৃণমূলের প্রার্থী হয়েছেন ইউসুফ, ভোটের দিন বিস্ফোরক অধীর

বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে তৃণমূলের বড় চমক বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ইউসুফ পাঠান। আজ, সোমবার চলছে সেই কেন্দ্রে ভোটগ্রহণ। আর ভোটের দিনেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রাখলেন কংগ্রেসের বিদায়ী সাংসদ।
চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

চেন্নাইয়ের জার্সিতে চিপকে কি শেষ ম্যাচ খেললেন মাহি? উত্তর দিলেন রায়না

এত বছর ধরে সিএসকে আর ধোনি যেন সমার্থক হয়ে উঠেছেন। যদিও সিএসকে ফাইনালে উঠলে ফিরে আসতে হবে চিপকে। তার আগে লিগের শেষ ম্যাচের পর বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় চেন্নাইয়ের ক্রিকেটারদের।
তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

তিন দফাতেই মোদিবাবু বুঝে গিয়েছে বিজেপির খেলা শেষ, বনগাঁ থেকে দাবি মমতার

একদিকে যখন চতুর্থ দফায় রাজ্যের আট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ঠিক সেই সময়ই বনগাঁয় নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেখানের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা করলেন তিনি।
চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, দেবের সহকারীর বিরুদ্ধে আদালতে দায়ের মামলা

অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না। চাকরি হয় না। টাকাও ফেরত দেন না তিনি। এরপর ঘাটাল থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়না।

Lifestyle and More...