সবাই সমান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের টুর্নামেন্টে পুরস্কারমূল্য পুরুষদের সমান, সিদ্ধান্ত ICC-র

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ ছেলে ও মেয়েদের সমান প্রাইজমানি দেওয়ার এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এখন থেকে আইসিসির সকল ইভেন্টে পুরুষ ও নারী দল কোনো নির্দিষ্ট ম্যাচ জিতলে সমান অর্থ পাবে, আর্থিক দিক থেকে কোনো বৈষম্য থাকছে না।

আরও পড়ুনঃ অভিষেক টেস্টেই শতরান যশস্বীর, দুই ওপেনারের শতরানে ভারত ১৬২ রানে এগিয়ে

আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ”ক্রিকেটের ইতিহাসে তাৎপর্যপূর্ণ মুহূর্ত এটি। আমি অত্যন্ত খুশি যে পুরুষ ও মহিলাদের দল আইসিসি-র ইভেন্টে এবার প্রাইজ মানি হিসেবে একই অর্থ পাবে।” তিনি আরও বলেন, ”২০১৭ সাল থেকে প্রতি বছর আমরা মহিলাদের ইভেন্টের প্রাইজ মানি বাড়িয়ে এসেছি।

সবাই সমান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের টুর্নামেন্টে পুরস্কারমূল্য পুরুষদের সমান, সিদ্ধান্ত ICC-র

উদ্দেশ্য ছিল একটাই। মহিলাদের বিশ্বকাপ জয় এবং পুরুষদের বিশ্বকাপ জয়ের আর্থিক পুরস্কার এক হবে।এখন থেকে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সমান পুরস্কার মূল্য দেওয়া হবে।” উল্লেখ্য, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২০ ও ২০২৩ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পায় যথাক্রমে ১০ লাখ ডলার ও ৫ লাখ ডলার, যা ২০১৮ আসরে দেওয়া প্রাইজ মানির পাঁচগুণ ছিল।

সবাই সমান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের টুর্নামেন্টে পুরস্কারমূল্য পুরুষদের সমান, সিদ্ধান্ত ICC-র

এদিকে ২০২২ সালে অনুষ্ঠিত ছেলেদের সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড পায় ১৬ লাখ ডলার, রানার্স আপ পাকিস্তান পায় ৮ লাখ ডলার। তবে এখন থেকে দুটি প্রাইজমানি সমান হবে।

সবাই সমান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের টুর্নামেন্টে পুরস্কারমূল্য পুরুষদের সমান, সিদ্ধান্ত ICC-র

আইসিসির এই ঘোষণার পরেই জয় শাহ টুইট করেন, ”নতুন ভোরের শুরু। এই যুগে ছেলে এবং মেয়েরা সমান। আইসিসির এই সিদ্ধান্ত সেই দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।”

সবাই সমান, এবার থেকে মহিলা ক্রিকেটারদের টুর্নামেন্টে পুরস্কারমূল্য পুরুষদের সমান, সিদ্ধান্ত ICC-র

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

প্রচারে বেরিয়ে সপাটে চর খেলেন কানহাইয়া কুমার, দিল্লিতেই আক্রান্ত কংগ্রেস প্রার্থী

এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন আপ-এর কাউন্সিলর ছায়া গৌরব শর্মা৷ তাঁর দাবি, কানহাইয়া কুমারকে নিয়ে তিনি কর্তার নগরের দলীয় কার্যালয় থেকে বেরনোর সময়ই সাত থেকে আটজন হামলা চালায়৷
বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, কাদের আশ্বাস দিলেন মমতা?

বাংলা বুঝতে অসুবিধা? সাঁওতালি ভাষা শিখে নেব, ঝাড়গ্রামকে আশ্বাস দিলেন মমতা

জঙ্গলমহলবাসীর উদ্দেশে মমতার বক্তব্য, ”বাংলা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ধীরে ধীরে সাঁওতালি ভাষাটা শিখে নেব। অলচিকিটা একটু শক্ত আছে। তবে আমি শিখে নেব।” 
রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

রিলস বানানোর উপরেও নিষেধাজ্ঞা কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে

প্রথম ৬ দিনেই দেশ-বিদেশ থেকে ৩ লক্ষ ৩৪ হাজার ৭৩২ জন দর্শন করেছেন। আরও ২ লক্ষ ৭০ হাজার পুণ্যার্থী নিজেদের নাম রেজিস্টার করেছেন দর্শনের জন্য।
দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

দেবাংশুর সমর্থনে তমলুকে মেগা রোড-শো অভিষেকের, শুভেন্দু-গড়ে জনপ্লাবন তৃণমূলের

তমলুকের রাজ ময়দান থেকে হসপিটাল মোড় পর্যন্ত চলল রোড-শো। দু'পাশে ছিল জনতার ঢল। এই তমলুক, বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় হিসাবে পরিচিত। ফলে, এই কেন্দ্রে জেতা কিছুটা হলেও চ্যালেঞ্জ তৃণমূলের। 
১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

১০ বছরে তিনি কেন মিডিয়ার সামনে আসেননি? অবশেষে উত্তর দিলেন প্রধানমন্ত্রী

আগে জনগণের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ছিল সংবাদমাধ্যম কিন্তু এখন সোশাল মিডিয়ার দৌলতে সেখানেই সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এখন একজন ব্যক্তিকে যদি কোনও কিছু নিয়ে উত্তর দিতে হয়, তিনি মিডিয়া ছাড়াই তার মতামত স্পষ্টভাবে জানাতে পারবেন’।

Lifestyle and More...