ব্যাপক ছড়াচ্ছে করোনা, আজ থেকেই বন্ধ ভিক্টোরিয়া, জাদুঘর সহ একাধিক স্থান

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ, সমস্ত গন্ডি ছড়িয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্তের সংখ্যা ২লক্ষ ১৭ হাজারেরও বেশি। এই ব্যাপক সংক্রমণের সংখ্যা কার্যত নজিরবিহীন। তা সত্বেও একাধিক স্থানে চলছে অবাধে মেলা, অনুষ্ঠান এবং রাজনৈতিক কার্যকলাপ। বারবার সতর্ক করার পরেও মানুষ এখনো উদাসীন নিজেদের যাপনে।

আরও পড়ুনঃ এবার কুম্ভে করোনার থাবা, হাজার হাজার সংক্রমণের মাঝেই প্রয়াত মহানির্বাণী আখড়া প্রধান।

একাধিক স্থানে মানা হচ্ছে না কোভিড বিধি। স্থানে স্থানে ভিড় বাড়াচ্ছেন মানুষ। নির্বাচন কালে বাংলায় কোভিড চেন ভেঙে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে একাধিক বিষয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৈঠক হয়েছে কলকাতা পূরসভাতেও। সিদ্ধান্ত হয়েছে পুনরায় চালু করা হবে সেফ হোম গুলি, এমনকি কলকাতার একাধিক হোটেল কে যুক্ত করা হবে পরিষেবার কাজে, অর্থাৎ একাধিক হোটেলে হবে কোয়ারেন্টাইন সেন্টার।

এছাড়া বলা হয়েছিল পয়লা বৈশাখ থেকে করা যাবেনা আর কোনো বড়ো অনুষ্ঠান । এসবের পাশাপশি এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভিক্টোরিয়া থেকে জাদুঘর, বিড়লা প্ল্যানেটরিয়াম সহ একাধিক দর্শনীয় স্থান বন্ধ থাকছে আজ থেকেই। সূত্রের খবর, করোনা বাড়বাড়ন্ত রুখতেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে এএসআই। তবে শুধু রাজ্যে নয়, গোটা দেশ জুড়ে থাকা ASI এর সমস্ত মিউজিয়াম এবং দর্শনীয় স্থান বন্ধ থাকবে আগামী ১৫ই মে পর্যন্ত।

সিদ্ধান্ত ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রলহাদ প্যাটেলও। স্বাভাবিক ভাবেই ASI এর আওতায় থাকায় বন্ধ থাকবে ৩৬৯৩টি সৌধ এবং ৫০ টি মিউজিয়াম। যার মধ্যে পুরির জগন্নাথ মন্দির থেকে, কলকাতার ভিক্টোরিয়া আপাতত ১৫ই মে পর্যন্ত বন্ধ থাকবে সবগুলি। পরবর্তী বিজ্ঞপ্তি জারি করা হবে পরিস্থিতির ওপর নির্ভর করে বলেও জানানো হয়েছে।

Related News

Health

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক হন এখনই

করোনার পর বাড়ছে মাঙ্কি ফিভারের দাপট, এই রোগের উপসর্গ কী? সতর্ক...

চিকিৎসকদের মতে, বাঁদরের কামড় থেকেই মাঙ্কি ভাইরাসের সংক্রমণ ছড়ায়। এক্ষেত্রে সরাসরি বাঁদরের কামড় খেলে কিংবা বাঁদরের কামড় বসানো ফল খেলেও এই রোগে সংক্রমিত হয়।
সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামায়নি, দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকেরই দোষ দেখছে রেল

সিগন্যাল লাল থাকা সত্ত্বেও থামায়নি, দুর্ঘটনায় মৃত মালগাড়ির চালকেরই দোষ দেখছে রেল

কিন্তু, এভাবে চালকের নামে দোষ গিয়ে গা বাঁচাতে চাইছে রেল এরকম প্রশ্নও তুলছেন বিশেষজ্ঞদের একাংশ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে সরব হয়েছেন। লাগাতার এত দুর্ঘটনার পর এমন কোনও সিস্টেম কেন নেই যে একই লাইনে দু'টো ট্রেন চলে আসছে? দিনের পর দিন ভাড়া বাড়ছে দুরপাল্লার ট্রেনের। সেখানে যাত্রী সুরক্ষা যে আরও মজবুত করা দরকার তা বলাই বাহুল্য।
বিমান-বিভ্রাট কাটিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রেল দুর্ঘটনায় আহতদের

বিমান-বিভ্রাট কাটিয়ে উত্তরবঙ্গ হাসপাতালে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রেল দুর্ঘটনায় আহতদের

ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সোমবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত বহু।
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ ম্যাচ, সুপার আটে কোন কোন দল?

এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ।সুপার এইট এর ম্যাচ শুরু হবে আগামী উনিশে জুন। সুপার এইটে ভারতের সামনে যে তিনটি দল থাকবে তারা হল বাংলাদেশ, আফগানিস্তান অস্ট্রেলিয়া
যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

যে ৫ কারণে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি, কী বলছে গবেষণা?

এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে বিজেপির এই বিপর্যয়ের কারণ নিয়ে। আসুন দেখে নেওয়া বিশেষজ্ঞরা কোন ৫ গুরুত্বপূর্ণ কারণ দেখিয়েছেন বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার নেপথ্যে!
সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

সংঘর্ষ বিরোধী ডিভাইস ছিল না ট্রেনে, কী এই অ্যান্টি কলিশন ডিভাইস?

তবে এখনও পর্যন্ত হাওড়া-গুয়াহাটি রুটে কবচ ব্যবস্থা চালু করা যায়নি। তাই প্রশ্ন উঠছে যে অ্যান্টি কলিশন ডিভাইস থাকলে হয়তো এত গুলো মানুষের প্রাণ অকালে ঝড়ে যেতনা। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।

Lifestyle and More...