Kohli-Gambir Controversy: কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে হওয়া বিবাদে এ বার নাক গলালেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচের মতে, দু’জন এত বড় ক্রিকেটারের মধ্যে বিবাদ হওয়া উচিত নয়। কোহলি ও গম্ভীরকে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী। তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে দু’জনের সঙ্গে কথা বলতে তিনি রাজি।

আরও পড়ুনঃ সত্যিই কি আসছে ঘূর্ণিঝড়? কী বলছে হাওয়া অফিস

খেলার মাঠে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গম্ভীর এবং আরসিবি তারকা কোহলি তুমুল বচসায় জড়িয়ে পড়েন। তাছাড়া লখনউয়ের নবীন উল হক, অমিত মিশ্রদের সঙ্গে ক্রমাগত অখেলোয়াড়োচিত আচরণ করতে থাকেন কোহলি। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। এই নিয়ে শাস্ত্রী বলেন, “দু-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ওরাও বুঝতে পারবে যে অন্য ভাবেও বিষয়টা সামলানো যেত। দু’জনই দিল্লির। একই রাজ্যের জন্য খেলেছে। গৌতম দু’বারের বিশ্বজয়ী দলের সদস্য। বিরাট একজন আইকন। তাই আমার মনে হয়, দু’জনকে মুখোমুখি বসিয়ে বিষয়টার নিষ্পত্তি ঘটানো উচিত।”

Kohli-Gambir Controversy: কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা
কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

তিনি আরও বলেন, “এই কাজটা যে-ই করুক না কেন, দ্রুত করতে হবে। কারণ বিষয়টায় এখনই ইতি না টানলে আবার ওরা মুখোমুখি হলে আবার এমন কিছু হওয়ার সম্ভাবনা রয়ে যায়। তাই যদি আমাকে মধ্যস্থতাকারী হিসেবে বসতে হয়, আমি রাজি।”

Kohli-Gambir Controversy: কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

অপর দিকে এই ঝামেলা নিয়ে কিছুটা ভিন্ন মত সুনীল গাভাসকারের। সম্প্রচারকারী চ্যানেলে গাভাসকার বলেছেন, ‘‘ওদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। মানে বিরাট যে টাকা পায় তাতে ওর ১ কোটি টাকা মতো জরিমানা হয়েছে। সেটা অবশ্য অনেক বড় জরিমানা। গম্ভীরের কত জরিমানা হয়েছে সেটা আমি জানি না। কিন্তু শুধু জরিমানা করে এই ঘটনা থামিয়ে রাখা যাবে না।’’

কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

Kohli-Gambir Controversy: কোহলি-গম্ভীরের বিবাদ নিয়ে দুই প্রাক্তনের দুই মত! কী বললেন তাঁরা

তাঁর মতে, ‘‘বিসিসিআইকে নিশ্চিত করতে হবে এই ঘটনা যেন আর না ঘটে। তার জন্য কড়া শাস্তি দিতে হবে। খেলায় প্রতিযোগিতা থাকুক। কিন্তু সেটা শুধু খেলার মধ্যেই থাকুক। এই ধরনের ঘটনা উঠতি ক্রিকেটারদের বিপথে পাঠাতে পারে। হরভজন-শ্রীসন্থের ঘটনার পরে তো ওদের নির্বাসিত করা হয়েছিল। তা হলে এ ক্ষেত্রে কেন হবে না। নির্বাসনের শাস্তি দিলে যেমন ক্রিকেটাররাও সতর্ক হবে, তেমনই প্রতিটা দলও সজাগ থাকবে। বিসিসিআইকে কড়া পদক্ষেপ নিতেই হবে। নইলে এই ধরনের ঘটনা চলতেই থাকবে।’’

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কবে থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

কবে থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানাল হাওয়া অফিস

এই তীব্র গরমে চাতকের দশা আপামর বঙ্গবাসীর। আকাশের দিকে তাকিয়ে বসে থেকেও নিস্তার নেই! আছে শুধুই সূর্য্যিমামার তেজ। এক ফোঁটা বৃষ্টির আশায় হাতের কর গুনছে বাঙালি। বৈশাখের শুরু থেকেই যে রেকর্ড পরিমাণ গরম শুরু হয়েছে সেখানে অন্তত একবার বৃষ্টি হলেও যেন প্রাণ জুড়িয়ে যেত।
চাকরি বিক্রির সব তথ্য তৃণমূলের কাছে ছিল ২১ সালেই, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল

চাকরি বিক্রির সব তথ্য তৃণমূলের কাছে ছিল ২১ সালেই, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক কুণাল

তবে এর মাধ্যমে ওই ব্যক্তির নাম জেনে গিয়েছেন তিনি । কে সেই ব্যক্তি ? তা অবশ্য খোলসা করেননি কুণাল ঘোষ ৷ তবে জানিয়েছেন, ওই ব্যক্তি এখনও রাজ্য মন্ত্রিসভায় রয়েছেন । স্বাভাবিকভাবে কুণাল ঘোষের এই দুই দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি ।
সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে রিপোর্ট জমা দিল CBI, তদন্তের অগ্রগতি দেখে খুশি প্রধান বিচারপতি

সন্দেশখালিকাণ্ডে হাই কোর্টে রিপোর্ট জমা দিল CBI, তদন্তের অগ্রগতি দেখে খুশি প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের রিপোর্ট একটি মুখবন্ধ খামে জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রিপোর্ট দেখে মন্তব্য প্রধান বিচারপতির।
মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

মন্দিরে নয়, রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন বড় প্রতিশ্রুতি

প্রতি বছরই গরমকালে সারা রাজ্যে রক্তের সঙ্কট তৈরি হয়। এ বার গরমে রেকর্ড গড়েছে দক্ষিণবঙ্গ। সেই প্রেক্ষাপটে মনোনয়নের দিন ধর্মস্থানে না গিয়ে রক্তদান করে জেলাশাসকের দফতরের দিকে রওনা হন তিনি।
বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব হয়েছে! বিস্ফোরক শ্রীকান্ত

“শুভমান গিল একেবারেই ফর্মে নেই। তাও কেন ও দলে সুযোগ পেল? ঋতুরাজ গায়কোয়াড়ের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল, এতে কোনও সংশয় নেই। ও মাত্র ১৭ ইনিংসে পাঁচশোর বেশি রান করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছে।”

Lifestyle and More...