করোনার কবলে ম্যাচ কমিশনার সহ একাধিক খেলোয়াড়, অনিশ্চিত ISL

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: সময় এগোনোর সাথেসাথেই ফের নিজের ক্ষমতা বিস্তার করেছে এই মারন করোনা। তবে এবার নিজের নয়া প্রজাতি তথা ওমিক্রন কে সামনে রেখে নিজের শক্তি বৃদ্ধি করছে এই মারন ভাইরাস। যারফলে আংশিক লকডাউনের মধ্য দিয়েই নতুন বছর শুরু করেছে রাজ্যবাসী। যার প্রভাব এসে পড়েছে মাঠে ময়দানে। প্রথমদিকে করোনার কবলে পড়তে হয় আই লিগের একাধিক খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফেদের যারফলে এক প্রকার অনিশ্চিত হয়ে ওঠে গোটা ফুটবল লীগ। এবার সেই ছবি ইন্ডিয়ান সুপার লীগে।

আরও পড়ুনঃ ভিভো নয়, চলতি বছর আইপিএলের টাইটেল স্পনসর টাটা

দিনকয়েক আগেই করোনা সংক্রমণের শিকার হতে হয় এটিকে মোহনবাগানের ছয়জন খেলোয়াড় সহ দুই স্টাফ। তবে এখানেই শেষ নয়, জানা গিয়েছে করোনা সংক্রমণের উপসর্গ মেলায় এফসি গোয়ার তিন খেলোয়াড় এবং কোচিং স্টাফের এক সদস্যকেও পাঠানো হয়েছে আইসোলেশনে। যারফলে বাধ্য হয়েই গতকাল নিজেদের অনুশীলন বন্ধ করতে বাধ্য হয় এফসি গোয়া ম্যানেজমেন্ট।

অনিশ্চিত ISL
অনিশ্চিত ISL

তবে শুধু দলীয় খেলোয়াড় কিংবা সাপোর্টিং স্টাফই নয় এবার করোনার কবলে পড়তে হয়েছে আইএসএলের এক ম্যাচ কমিশনার সহ একাধিক মেন্ডর ও নিরাপত্তা আধিকারিকদের। যারফলে আগের থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে কোভিড টেস্টের সংখ্যা। পাশাপাশি যে সকল দলগুলির মধ্যে করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছে প্রতি ১২ ঘন্টা অন্তর তাদের কোভিড টেস্ট করার কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে এফএসডিএলের তরফ থেকে।

করোনার কবলে ম্যাচ কমিশনার সহ একাধিক খেলোয়াড়, অনিশ্চিত ISL

জানা গিয়েছে এফএসডিএলের সিইয়ের তরফ থেকে লীগের প্রতিটি দল কে বিশেষ ইমেল পাঠানো হয়েছে যেখানে অনুশীলনে নামার আগে খেলোয়াড়দের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও টিম বাস প্রতি সর্বোচ্চ ছয় জন খেলোয়াড়ের উপস্থিতির কথা বলা হয়েছে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
তাপস রায়ের হয়ে এবার নিজের পাড়াতে প্রচারে আসছেন ঘরের ছেলে মিঠুন

তাপস রায়ের হয়ে এবার নিজের পাড়াতে প্রচারে আসছেন ঘরের ছেলে মিঠুন

সূত্রের খবর মিঠুনের রোড শো-র দিনক্ষণ এখনও স্থির হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে তাপস রায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে মাত্র। তিনি জানিয়েছেন, দ্রুতই দিন ঠিক হয়ে যাবে।
নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

নিজেই ধরা দিলেন কয়লা পাচারের কিংপিন লালা, এবার কী পদক্ষেপ নেবে CBI?

দীর্ঘ তিন বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজেছে সিবিআই এবং ইডি, কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত সেই অনুপ মাঝি ওরফে লালা নিজেই আত্মসমর্পণ করলেন। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এসে তিনি ধরা দিলেন। আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।
অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবার কার এজলাসে শুনানি?

অভিজিতের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত, এবার কার এজলাসে শুনানি?

গত ৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর, অস্ত্র আইন-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তমলুকে চলছে চাকরিহারাদের বিক্ষোভ। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে সরব এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ।
হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

হার্দিক মাঠে নামতেই চলে গেলেন রোহিত-সূর্যরা, মুম্বাই দলে ফাটল স্পষ্ট

তাঁরা সকলে রয়েছেন রোহিতের সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের কয়েক জন শুধু হার্দিকের পাশে রয়েছেন। আবার রোহিতের ব্যাটিংয়ের সময় একেবারেই দেখা যায় না হার্দিককে। ইডেনেও একই ঘটনা ঘটেছে বলেই জানা যায়।
এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

এগিয়ে আসছে বর্ষা, বঙ্গে কবে ঢুকছে এই ঋতু? জানিয়ে দিল মৌসম ভবন

৩২.৭ থেকে বেড়ে গতকাল সোমবার দিনের তাপমাত্রা হয়েছিল ৩৪.২ ডিগ্রি। গতকাল রাতের তাপমাত্রা ২৬.৬ থেকে বেড়ে হয়েছিল ২৭.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ থেকে ৫৩ শতাংশ।

Lifestyle and More...