টি২০ অধিনায়ক হতে চলেছেন হার্দিক? রোহিত সহ ছেঁটে ফেলা হতে পারে অনেক সিনিয়ার তারকাকে
Hardik is going to be T20 captain?

নজরবন্দি ব্যুরোঃ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর বেশকিছু বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। এই জল্পনা অনেকদিন ধরেই চলছে। ২০২৪ টি২০ বিশ্বকাপের আগে নতুন করে দল সাজাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ নেইমারের চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার! কেমন আছেন তিনি

চলতি বিশ্বকাপে রোহিত শর্মা, কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা কেউই তেমন ছন্দে ছিলেন না। সেমিফাইনালে সেই ব্যর্থতা আরও বেশি করে চোখে পড়েছিল। সব মিলিয়ে বোর্ড ইঙ্গিত দিচ্ছে বড় কোন রদবদলের। ছেঁটে ফেলা হয় নির্বাচকদের।

টি২০ অধিনায়ক হতে চলেছেন হার্দিক? রোহিত সহ ছেঁটে ফেলা হতে পারে অনেক সিনিয়ার তারকাকে

আর এবার সংবাদ সংস্থা পিটিআই সুত্রে খবর বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দেওয়া হতে পারে। পাল্টে যেতে পারে অধিনায়ক। হার্দিককে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অধিনায়ক করা হতে পারে।

টি২০ অধিনায়ক হতে চলেছেন হার্দিক? রোহিত সহ ছেঁটে ফেলা হতে পারে অনেক সিনিয়ার তারকাকে

উল্লেখ্য, এ বছর আইপিএলে গুজরাত টাইটান্সের অধিনায়ক ছিলেন হার্দিক। আইপিএলও জিতেছেন তিনি। এর পর ভারতকে বেশ কিছু ম্যাচে নেতৃত্বও দিয়েছেন হার্দিক।বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেন,

টি২০ অধিনায়ক হতে চলেছেন হার্দিক? রোহিত সহ ছেঁটে ফেলা হতে পারে অনেক সিনিয়ার তারকাকে

টি২০ অধিনায়ক হতে চলেছেন হার্দিক? ছেঁটে ফেলা হতে পারে রোহিত, বিরাট সহ অনেককেই 

“বোর্ড কাউকে অবসর নিতে বলে না। সেটা যার যার নিজের সিদ্ধান্ত। তবে হ্যাঁ, আগামী বছর খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ নেই। সিনিয়রদের এক দিনের ক্রিকেট এবং টেস্টেই বেশি করে খেলতে হবে।”