নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের প্রথম ম্যাচে পেলের রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি। কিন্তু সার্বিয়া বিপক্ষে ব্রাজিলের জয় তার অবদান ছিল অনেকটা। নেইমারকে চোট মুক্ত রাখা আজকের নয়, ব্রাজিলের চিরকালের চ্যালেঞ্জ।
আরও পড়ুনঃ কাসেমিরোর গোলে সুইৎজারল্যান্ডকে হারাল ব্রাজিল
চোট প্রবণ খেলোয়াড়দের তালিকায় তিনি সবসময় উপরের দিকে থাকেন। নকআউটে পর্যায়ে গিয়ে নেইমারকে ছাড়া কাতার বিশ্বকাপ জেতা যে কিছুটা হলেও কঠিন হয়ে যাবে, তা ভালমতোই জানেন কোচ তিতে। তাই তাঁকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্য এক বিশেষ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।
আর এই উন্নত প্রক্রিয়া দ্রুত করতেই ব্যবহার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) প্রযুক্তি। ব্রাজিল টিম সূত্রে খবর, আগে যে পরিমাণ ফোলা ছিল নেইমারের গোড়ালি, টিম হোটেলে টানা চিকিতসার পর সেই মারাত্মক ফোলাটা আর নেই।
নেইমারের চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার! কেমন আছেন তিনি
এমনকী সেই মারাত্মক ব্যথাটাও আর নেই। আশা করা যাচ্ছে, এভাবে আরও দু’দিন গেলেই ফের নেইমার কবে মাঠে নামবেন, তা নিয়ে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবে টিম ম্যানেজমেন্ট।