বিনামূল্যে হেলিকপ্টার থেকে চাঁদে ভ্রমন, অভিনব প্রতিশ্রুতি ভরা ইস্তাহার প্রকাশ নির্দল প্রার্থীর।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ বিনামূল্যে হেলিকপ্টার থেকে চাঁদে ভ্রমন, অভিনব প্রতিশ্রুতি ভরা ইস্তাহার প্রকাশ নির্দল প্রার্থীর। দেশের বা রাজ্যের নির্বাচনে রাজনৈতিক দল্গুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিষ হল দলীয় ইস্তাহার। যে বইতে সংশ্লিষ্ট দল কি কি প্রকল্প ও প্রতিশ্রুতি পূর্ণ করবে তার বিষদ বিবরণ দেওয়া থাকে। বেশিরভাগ দলেরই ইস্তাহার ভর্তি থাকে একগুচ্ছ প্রতিশ্রুতিতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ক্ষমতায় আসা দল ইস্থাহারে লেখা প্রতিশ্রুতির সিকি ভাগও পূর্ণ করে না।

আর পড়ুনঃ ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই।

তবুও রাজনৈতিক দলগুলি গালভরা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ করে নিজেদের ইস্তাহার। এদিকে আগামীকাল অর্থাত্‍ শনিবার থেকেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শুভারম্ভ। পশ্চিমবঙ্গ ও অসমে একাধিক দফায় ভোটগ্রহণ হলেও বাকি তিন রাজ্যে এক দফায় ভোট হবে। প্রচারও শেষ এই দফায়। বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও ভোট। দক্ষিণের ওই রাজ্যে ভোট মানেই প্রতিশ্রুতির বন্যা। ইস্তাহারের প্রতিশ্রুতি ছাড়াও সেখানে প্রার্থীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে টাকা বা উপহার সামগ্রী বিতরণ করার অভিযোগ ওঠে। রঙিন টিভি, ফ্রিজ, সোনার গহনা, বা স্কুটি বিলি করার অভিযোগ ওঠে অহরহ। তবে সবকিছুকে ছাপিয়ে গেছেন দক্ষিণ মাদুরাই বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী সরভানন। নির্দল প্রার্থী হিসেবে তিনি যে ইস্তাহার প্রকাশ করেছেন তা দেখে কার্যত চোখ কপালে উঠেছে সাধারন মানুষের। বছর ৩৪-এর ওই প্রার্থী ইশতেহারে দাবি করেছেন, ভোটে জিতলেই তিনি এলাকাবাসীকে আইফোন, গাড়ি, নৌকা, সুইমিং পুল সহ বাড়ি, রোবট দেবেন।

এমনকি তাঁর ইশতেহারে একটি করে মিনি হেলিকপ্টার পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বসেছেন। তবে এখানেই শেষ নয়, যুব সমাজের জন্য আছে আরও বড় প্রতিশ্রুতি, ভোটে জিতলেই তিনি যুবক-যুবতীদের ১ কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে দেবেন। তবে সবচেয়ে আশ্চর্যের প্রতিশ্রুতি এখনও বাকি। মন্দির শহর দক্ষিণ মাদুরাইয়ের ওই নির্দল প্রার্থী ইশতেহারে বলেছেন, প্রত্যেককেই চাঁদে ১০০ দিনের জন্য ছুটি কাটানোর সুযোগ করে দেবেন ফ্রি-তেই।এতো গেল সাধারণ মানুষের জন্য প্রতিশ্রুতি, এলাকার উন্নয়নের জন্য তিনি কি কি করবেন সেটাও ইশতেহারে প্রকাশ করেছেন। নিজের নির্বাচনী কেন্দ্রে একটি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান, রকেট উত্‍ক্ষেপণ কেন্দ্র তৈরি করবেন। পাশাপাশি দক্ষিণ মাদুরাই এলাকায় গরমে যাতে কেউ কষ্ট না পান তার জন্য একটি কৃত্তিম হিমশৈল নির্মাণ করবেন বলেও জানিয়েছেন নির্দল প্রার্থী সরভানন। তাঁর ইশতেহার এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিনামূল্যে হেলিকপ্টার থেকে চাঁদে ভ্রমন, অভিনব প্রতিশ্রুতি ভরা ইস্তাহার প্রকাশ নির্দল প্রার্থীর। যদিও ওই ভোটপ্রার্থীর দাবি, বিভিন্ন রাজনৈতিক দল অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে, কিন্তু জনকল্যাণমুখী কোনও প্রকল্পও সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। সবাইকে বার্তা দিতেই আমি এই অবিশ্বাস্য ইশতেহার প্রকাশ করেছি। এখন দেখার অলীক প্রতিশ্রুতিপূর্ণ ওই ইস্তাহার তাঁকে ভোটের বৈতরণী পার করাতে পারে কিনা।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

খুনের পরিকল্পনা খোদ তৃণমূলের? দেবের বিরুদ্ধে FIR করতে চলেছেন হিরণ!

ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে...
কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

কেন অভিজ্ঞ লকেটের বিরুদ্ধে আনকোরা রচনা? উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

“আমি রচনাকে প্রার্থী করেছি , কারণ যিনি এখানে বিজেপির প্রার্থী আছেন তিনি সকলের গলারই লকেট!” সঙ্গে তিনি আরও বলেন, “আমি খারাপ সেন্সে বলছি না । ভাল সেন্সেই বলছি । আর আমি বলব অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো , রচনাকে তাই প্রার্থী করেছি।”
বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

বিজেপি নিজেদের লোককে খুন করে তৃণমূলের নামে দোষ দেবে, চাঞ্চল্যকর আশঙ্কা দেবের

তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।
বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

বিয়ের সব ছবি মুছে দিলেন রণবীর! কারণ কী

তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি জানান যে ২০২৩ সালের আগের সমস্ত ছবিই তিনি আর্কাইভ করেছেন, সেই কারণেই প্রোফাইলের ওয়াল থেকে ২০২৩ সালের আগের ছবি ছবিই উধাও হয়ে গিয়েছে। তারমধ্যেই তাঁদের বিয়ের ছবিও ছিল।
অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

অম্বানি-আদানীর থেকে কত টাকা নিয়েছেন? রাহুলকে প্রশ্ন মোদির, ভয় পেয়ে ভুল বকছেন পাল্টা কংগ্রেস

তেলেঙ্গানার জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের মধ্যে অম্বানি-আদানী ইস্যু নিয়ে সরব হলেন তিনি। অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে...

Lifestyle and More...