চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরো: চল্লিশে তিরাশি! সালটা ১৯৮৩, তারিখটা ২৫ জুন। কপিল দেবের নেতৃত্বে দুনিয়া কাঁপানো ওয়েস্ট ইন্ডিস দলের বিরুদ্ধে অসাধারণ লড়াই করে প্রথম বারের জন্য বিশ্বকাপ জিতেছিল ভারত। দেখতে দেখতে আজ পূর্ণ হল চল্লিশ বছর। এর মাঝে দু-দু’টো বিশ্বকাপ জিতেছে ভারত। একটি একদিনের ও একটি টি-টোয়েন্টি। দু’ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু, প্রথম বিশ্বকাপ জেতার আনন্দই ছিল আলাদা।

আরও পড়ুন: লর্ডসে সৌরভের দাদাগিরি! আজকের দিনেই অভিষেক ম্যাচে শতরান করেন মহারাজ

১৯৮৩ সালে অবশ্য বিশ্বকাপের নাম ছিল ‘প্রুডেনশিয়াল কাপ’। আয়োজক দেশ ছিল ইংল্যান্ড এবং ওয়েলস। সেবার অংশ নিয়েছিল আটটি দেশ। তৃতীয় বারের জন্য বিশ্বকাপ খেলতে নেমেছিল ভারত। তার আগে ১৯৭৫ ও ১৯৭৯ সালে অংশ নিলেও গ্রুপ পর্যায় থেকেই ভারতকে বিদায় নিতে হয়েছিল। সেই রকমই তিরাশির বিশ্বকাপেও ভারতকে নিয়ে বিশেষ প্রত্যাশা ছিল না কারুরই। কারণ, তখন গোটা বিশ্বে একচ্ছত্র রাজ ওয়েস্ট ইন্ডিসের। কে ছিল না সেই দলে? ক্লাইভ লয়েড থেকে শুরু করে ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল, মাইকেল হোল্ডিং, প্রত্যেকেই তাবড় খেলোয়াড়। এঁদের বিরুদ্ধে খেলতে নামলে যে কোনো বিপক্ষ দলের থরহরিকম্প অবস্থা হত। অথচ, খাতায় কলমে ভারতের মতো কমজোরি দলই থামিয়ে দিয়েছিল ক্যারিবিয়নদের বিজয় রথ। এই ঘটনায় অবাক হয়েছিলেন অনেকেই।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে
চল্লিশে তিরাশি!

বিশ্বকাপের শুরু থেকেই হট ফেবারিট ছিল ওয়েস্ট ইন্ডিস। তারপর আসত ইংল্যান্ডের নাম। সাংবাদিক মহল থেকে তখনকার প্রাক্তন খেলোয়াড় কেউ দুঃস্বপ্নেও ভারতের নাম নিয়ে চর্চা করেনি। তো এরকম পরিস্থিতিতেই শুরু হয় বিশ্বকাপ। ভারত, ওয়েস্ট ইন্ডিস, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়েকে নিয়ে গঠিত হয়েছিল গ্রুপ-বি। অস্ট্রেলিয়াও একেবারে ফেলে দেবার মতো দল ছিল না। বিশ্বকাপ জয়ী সেই ভারতীয় দলে ছিলেন, কপিল দেব (অধিনায়ক), সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, শ্রীকান্ত, যশপাল শর্মা, সন্দীপ পাটিল, কীর্তি আজাদ, রজার বিনি, মদল লাল, সৈয়দ কিরমানি, বলবিন্দর সিধু, দিলীপ বেঙ্গসরকর, রবি শাস্ত্রী। আর একটি মানুষ ছিলেন, যার কথা না বললেই নয়, তিনি হলেন পি.আর.মান সিংহ। তিনি ছিলেন ভারতীয় দলের ম্যানেজার।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে
চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে

গ্রুপ পর্যায়ে তখন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে ২টি করে ম্যাচ খেলত। সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিসকে একবার হারায় ভারত। বাকী একবার হারে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভারত একটিতে জেতে ও একটিতে হারে। মোট কথা, গ্রুপে দু’নম্বর স্থানে শেষ করে ভারত। গ্রুপ পর্যায়েই জিম্বাবুয়ের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংসটি খেলেন কপিল দেব। যদিও সেই ম্যাচটি লাইভ সম্প্রচারিত হয়নি। বেতারে কান পেতে গোটা ভারত কপিলের মারকুটে ইনিংসের স্বাদ নিয়েছিল। গ্রুপ পর্যায়ের খেলার শেষে একে ছিল ওয়েস্ট ইন্ডিস, দুইয়ে ভারত। সবাইকে অবাক করে দিয়ে অস্ট্রেলিয়া গ্রুপ পর্যায় থেকেই বিদায় নিয়েছিল।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে
চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে

এরপর, সেমিফাইনালে ভারতের খেলা পড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে। খেলাটা হয়েছিল ম্যাঞ্চেস্টারের বিখ্যাত ওল্ড ট্র্যাফোর্ড ময়দানে। সেখানে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত। সেই ম্যাচে যশপাল শর্মা করেন ৬১ রান এবং সন্দীপ পাটিল মাত্র ৩২ বলে ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। কপিল নিজে নিয়েছিলেন ৩ টি উইকেট। সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর ফলে ফাইনালে আরেকবার ভারতের মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিস।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে
কাপ হাতে কপিল!

১৯৮৩ সালের ২৫ জুন। লর্ডসের মাঠে শুরু হয় ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে যায় ভারত। সবাই ভেবে নিয়েছিল এই বিশ্বকাপ জিততে চলেছে ওয়েস্ট ইন্ডিস। ব্যাট করতে নেমেও ভালো শুরু করে ক্যারিবিয়ানরা। ভিভ রিচার্ডস সবে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে খেলা শুরু করেছেন। এমন সময় কপিলের থেকে জোর করে বল ছিনিয়ে নেন মদন লাল। যিনি সেদিন একেবারেই ফর্মেই ছিলেন না। মদন লালের বলে ছয় মারতে গিয়ে সেই ওভারেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান রিচার্ডস। সেটাই বোধহয় ছিল তাঁর সর্বকালের সেরা ব্যর্থতা। রিচার্ডস যদিও আউট হতেন না যদি কপিল দেব তাঁর সেই বিখ্যাত ক্যাচটি না ধরতেন। শর্ট মিড উইকেট থেকে প্রায় বাউন্ডারি লাইন পর্যন্ত পিছনের দিকে দৌড়ে ক্যাচটি ধরেন কপিল। আর রিচার্ডস আউট হতেই খড়কুটোর মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিসের ইনিংস। মাত্র ১৪০ রানে অলআউট হয়ে যায় তাঁরা। ফাইনালে ম্যাচের সেরা হন মহিন্দর অমরনাথ।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে
আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত

শেষমেশ কপিল দেবের হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপ। গোটা দেশ তখন আনন্দে আত্মহারা। চোখের জল বাঁধ ভেঙে দেয়। আজ চল্লিশ বছর পূর্তিতেও যে কথা কথা ভাবলে আমাদের রোম খাঁড়া হয়ে যায়। কারণ, তখন পরিস্থিতি একেবারেই ভারতের জন্য অনুকূল ছিল না। শুধুমাত্র অদম্য জেদ, ইচ্ছাশক্তি আর হার না মানা লড়াইয়ের ওপর ভর করেই একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় চরম সাফল্য অর্জন করেছিল ভারত।

চল্লিশে তিরাশি! আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত, ফিরে দেখা সেই অতীতকে

আজকের দিনেই প্রথম বিশ্বকাপ জেতে ভারত

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

১২.ঋতম দাস। স্কুল-কাঁথি মডেল ইনস্টিটিউশন (পূর্ব মেদিনীপুর)। ১৩. শুভ্রকান্তি জানা। স্কুল-নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন (দক্ষিণ ২৪ পরগনা)। ১৪. ইশান বিশ্বাস। স্কুল- সারদা বিদ্যাপীঠ হাই স্কুল। প্রাপ্ত নম্বর-৬৮৪ (৯৭.৭১%)
হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

হারতে শিখিনি, মুর্শিদাবাদে সেলিম কোনও ফ্যাক্টরই নন, নজরবন্দিকে দেওয়া সাক্ষাৎকারে বললেন আবু তাহের #EXCLUSIVE

আগামী ৭ তারিখ মুর্শিদাবাদে ভোট। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বিদায়ী সাংসদ আবু তাহের খান। অন্যদিকে, সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম। বিজেপির তরফে গৌরী শঙ্কর ঘোষকে টিকিট দেওয়া হয়েছে।
বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

বিশ্বকাপে সুযোগ পাননি রিঙ্কু, বাজি-মিষ্টি পড়েই রইল বাড়িতে

কিন্তু চলতি আইপিএলে তাঁর ব্যাট চলেনি। কেকেআর ভালো ছন্দে থাকলেও রিঙ্কুর পারফরম্যান্স আহামরি নয়। আইপিএলের মধ্যেই ঘোষিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল। সেখানে ১৫ জনের স্কোয়াডে জায়গা পাননি কেকেআর তারকা।
দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

দেরীতে হলেও সত্য কথা বলছেন, ভালো লাগছে, কুণালের পাশে অধীর

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম! আর এই ঘটনায় কুণাল ঘোষের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

গরমে ঘোরাঘুরি থেকে বেঁচে গিয়েছি! তৃণমূলের তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গিয়ে মন্তব্য কুণালের

বুধবারই দলের রাজ্য সম্পাদক পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ গেল তাঁর নাম!

Lifestyle and More...