নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগের সুপার সিক্সে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মহামেডান। যে খেলা ময়দানে পরিচিত মিনি ডার্বি নামে। আর বলা যেতেই পারে আজ একটা হাড্ডাহাড্ডি খেলা দেখতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। কারণ, ইস্টবেঙ্গল ও মহামেডান দু’দলই কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে, অন্তত ঘরোয়া লিগে তো বটেই।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সিরিজেও দলে নেই চাহাল! অবাক হরভজন
নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান। সাদা-কালো ব্রিগেড অবশ্য সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। সেখানে খিদিরপুরকে ৫-০ গোলে হারিয়ে এই মুহূর্তে যথেষ্ট চনমনে মেজাজে রয়েছে আন্দ্রে চের্নিশভের ছেলেরা। যদিও ইস্টবেঙ্গলের মতো প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে চাননা মহামেডান কোচ।
আন্দ্রে চের্নিশভ বলেছেন, “সুপার সিক্স পর্বের ম্যাচগুলি আরও কঠিন। অনেক বেশি লড়াই করতে হয়। আই আমরা সবসময়ই সতর্ক রয়েছি।” মহামেডান এই মুহূর্তে যার ভরসায় সব ম্যাচ জিতছে তিনি হলেন ডেভিড লাললানসাঙ্গা। ইতিমধ্যেই কলকাতা লিগে ১৫টি গোল করে ফেলেছেন তিনি। ডেভিডকে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত কোচ চের্নিশভ। তাঁর কথায়, “ডেভিড গোলের সামনে খবই বিপজ্জনক। ওকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আজকে।”

অন্যদিকে, আজ সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে নিয়ে যথেষ্টই হোমওয়ার্ক করেছেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। তিনি বলেছেন, “মহামেডানকে হালকা নেওয়ার কোনও কারণ নেই। তিন প্রধানের মধ্যে মহামেডানই সিনিয়র দল খেলাচ্ছে। দারুণ ছন্দে আছে ওরা।”

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?
আজ ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কী হতে পারে? বিনো জর্জ কি নন্দকুমার, মোবাশির রহমান, ভি পি সুহের, কমলজিৎ সিংয়ের মতো সিনিয়রদের বুধবার ব্যবহার করবেন মহামেডানের বিরুদ্ধে? সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিনো জানিয়েছেন, “ওরা সোমবার ইন্টার কাশীর বিরুদ্ধে সিনিয়রদের যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল, সেখানে খেলেনি, তাই এদিন অনুশীলন করল। তবে বুধবার মহামেডানের সঙ্গে খেলবে কি না এখনও চূড়ান্ত নয়।”
