সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা লিগের সুপার সিক্সে আজ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মহামেডান। যে খেলা ময়দানে পরিচিত মিনি ডার্বি নামে। আর বলা যেতেই পারে আজ একটা হাড্ডাহাড্ডি খেলা দেখতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। কারণ, ইস্টবেঙ্গল ও মহামেডান দু’দলই কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে, অন্তত ঘরোয়া লিগে তো বটেই।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া সিরিজেও দলে নেই চাহাল! অবাক হরভজন

নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই সুপার সিক্সে উঠেছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহামেডান। সাদা-কালো ব্রিগেড অবশ্য সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে। সেখানে খিদিরপুরকে ৫-০ গোলে হারিয়ে এই মুহূর্তে যথেষ্ট চনমনে মেজাজে রয়েছে আন্দ্রে চের্নিশভের ছেলেরা। যদিও ইস্টবেঙ্গলের মতো প্রতিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে চাননা মহামেডান কোচ।

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?

আন্দ্রে চের্নিশভ বলেছেন, “সুপার সিক্স পর্বের ম্যাচগুলি আরও কঠিন। অনেক বেশি লড়াই করতে হয়। আই আমরা সবসময়ই সতর্ক রয়েছি।” মহামেডান এই মুহূর্তে যার ভরসায় সব ম্যাচ জিতছে তিনি হলেন ডেভিড লাললানসাঙ্গা। ইতিমধ্যেই কলকাতা লিগে ১৫টি গোল করে ফেলেছেন তিনি। ডেভিডকে নিয়েও যথেষ্ট উচ্ছ্বসিত কোচ চের্নিশভ। তাঁর কথায়, “ডেভিড গোলের সামনে খবই বিপজ্জনক। ওকে অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে আজকে।”

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?
সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?

অন্যদিকে, আজ সুপার সিক্সের প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষকে নিয়ে যথেষ্টই হোমওয়ার্ক করেছেন লাল-হলুদ কোচ বিনো জর্জ। তিনি বলেছেন, “মহামেডানকে হালকা নেওয়ার কোনও কারণ নেই। তিন প্রধানের মধ্যে মহামেডানই সিনিয়র দল খেলাচ্ছে। দারুণ ছন্দে আছে ওরা।”

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?
অনুশীলনে মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?

আজ ইস্টবেঙ্গলের প্রথম একাদশ কী হতে পারে? বিনো জর্জ কি নন্দকুমার, মোবাশির রহমান, ভি পি সুহের, কমলজিৎ সিংয়ের মতো সিনিয়রদের বুধবার ব্যবহার করবেন মহামেডানের বিরুদ্ধে? সেই প্রসঙ্গে বলতে গিয়ে বিনো জানিয়েছেন, “ওরা সোমবার ইন্টার কাশীর বিরুদ্ধে সিনিয়রদের যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল, সেখানে খেলেনি, তাই এদিন অনুশীলন করল। তবে বুধবার মহামেডানের সঙ্গে খেলবে কি না এখনও চূড়ান্ত নয়।”

সুপার সিক্সের প্রথম ম্যাচেই মহামেডানের মুখোমুখি ইস্টবেঙ্গল, মিনি ডার্বিতে লালহলুদের প্রথম একাদশে কারা?
লাল-হলুদ কোচ বিনো জর্জ   

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দলেন কানহাইয়া?

গলায় মালা পরিয়ে গালে ঠাটিয়ে চড়! কী প্রতিক্রিয়া দিলেন কানহাইয়া?

দিল্লি উত্তর-পূর্ব কেন্দ্র থেকে চলতি লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কানহাইয়া কুমারকে। আর শনিবার প্রচারে বেরিয়ে 'চড়' খেলেন তিনি। গলায় মালা পরিয়ে ঠাটিয়ে চড় মারা হল এককালের বাম যুব নেতাকে।

রাজ্যে ফের ভোট প্রচারে প্রধানমন্ত্রী, করবেন বেশ কিছু সভা

উল্লেখ্য, চলতি লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হচ্ছে বাংলায়। প্রচারের জন্য প্রতি দফাতেই রাজ্যে আসছেন মোদি। একসঙ্গে চার থেকে পাঁচটি করে সভা করছেন। কিছু দিন আগেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় এক দিনে মোট চারটি সভা করে গিয়েছেন তিনি। রবিবার আবার বাংলায় আসছেন তিনি।
মমতার পাশে ইন্ডিয়া, অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

মমতার পাশে ইন্ডিয়া, ‘হয় মানো নয় বাইরে যাও’ অধীরকে সতর্ক করল কংগ্রেস হাইকম্যান্ড

যদিও অধীর এসব সতর্ক বার্তাতে একেবারেই ভাবিত নন। তাঁর কথায়, "আমিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য। আমিও হাইকমান্ডেরই লোক!"
গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

গৌতম গম্ভীর কি পরবর্তী ভারতীয় কোচ? কথা চালাচ্ছে BCCI

তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কাজ করছেন। আর এই বার কেকেআর প্লেঅফে উঠে গিয়েছে। এর আগে কোচিং করিয়েছেন লখনউ সুপার জায়ান্টসেও। তাদেরকেও দুবার প্লে অফে তুলেছেন গম্ভীর। কোনও আন্তর্জাতিক বা ঘরোয়া দলে কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও, তাঁকেই কোচের দৌড়ে শীর্ষে রাখছে বিসিসিআই।
ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধর, পাটুলি থানা ঘেরাওয়ের ডাক দিলেন সৃজন

শুক্রবার সিপিআইএম-এর একটি পথসভা চলছিল। তখনই সেই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সরব হয়েছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

Lifestyle and More...