নজরবন্দি ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হয়েছে। সেই দলে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। শুধু এই সিরিজ নয়, অভিজ্ঞ লেগ স্পিনার চাহাল দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে। কিছুদিন আগেও টিম ইন্ডিয়ার অন্যতম সেরা লেগ স্পিনার ছিলেন তিনি।
আরও পড়ুন: একদিনের দলে অশ্বিনের কামব্যাক! অজিদের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের
কিন্তু ম্যানেজমেন্ট তাকে ক্রমাগত দলের বাইরে রাখতে শুরু করেছে। চাহাল সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন ভারতের প্রাক্তন তারকা হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি জানিয়েছেন, চাহালের সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু কেন যে চাহালকে নেওয়া হল না, তা বুঝতেই পারছেন না হরভজন।

তিনি বলেছেন, “যুজবেন্দ্র চাহালের দলে সুযোগ পাওয়া উচিত ছিল। ওকে কোনও সুযোগই দেওয়া হল না। এটাই আমার বোধগম্য হচ্ছে না। চাহাল কি কারওর সঙ্গে লড়াই করেছে? নাকি চাহাল কাউকে কিছু বলেছে? আমার জানা নেই। যদি স্কিলের কথা বলা হয়, তাহলে বলবো, চাহালের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল। কারণ টিম ইন্ডিয়ার অনেককেই বিশ্রাম দেওয়া হয়েছে”।
অস্ট্রেলিয়া সিরিজেও দলে নেই চাহাল! অবাক হরভজন
উল্লেখ্য, যুজবেন্দ্র চাহালকে দল থেকে বাইরে থাকার ক্ষেত্রে রবীন্দ্র জাদেজাও একটি বড় কারণ। জাদেজা ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকরী এবং ম্যানেজমেন্ট তাকে দল থেকে বাদ দেওয়ার কথা চিন্তাও পারে না। চাহাল এখন পর্যন্ত খেলা ৭২টি ওডিআই ম্যাচে ১২১টি উইকেট নিয়েছেন। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৮০ ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন।