ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর, দল ছাড়তে চলেছেন BJP-র এই ‘বড় নেতা’!

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বহু তৃণমূল নেতা দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মানুষের জন্যে কাজ করার তাগিদে তাঁরা ছেড়েছিলেন পুরোনো দল। তবে বিধানসভা নির্বাচনের ফলই বদলে দিয়েছে মানুষের জন্যে কাজ করার তাগিদ, রাস্তা। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতা নেত্রীরা ফিরে আসছেন পুরানো দলে। একই সঙ্গে বহু বিজেপি নেতা যোগ দিচ্ছেন তৃণমূলে। 

আরও পড়ুনঃ ভবানীপুর উপনির্বাচন ঘিরে জটিলতা, ‘সাংবিধানিক সঙ্কট’ প্রশ্নে হলফনামা চাইল আদালত।

মুকুল রায় থেকে একাধিক বিধায়কের তৃণমূল যোগের পর তালিকার শেষ সংযোজন বাবুল সুপ্রিয়। যা নিয়ে এক প্রকার তোলপাড় হয়েছে রাজনীতির অলিন্দ। তৃণমুলের তরফ থেকে ২১-এর জয়ের পর থেকেই বারবার বলা হয়েছে তালিকায় আছেন বহু বিজেপি নেতা-বিধায়ক। একে একে আসবেন তাঁরা শাসক দলে। অপেক্ষা শুধু মমতার গ্রিণ সিগন্যালের। কুণাল ঘোষ তো একধাপ এগিয়ে বলেছে ২৪ জন বিধায়কের কথা।

এই পরিস্থিতিতে বিজেপি বদল করেছে তাঁর রাজ্য সভাপতির। দিলীপের বদলে এখন মসনদে সুকান্ত। এদিকে মাথায় ভবানীপুর উপনির্বাচনের চাপ নিয়ে এদিন ফিরহাদ হাকিম বিজেপির রক্তচাপ বাড়িয়ে দিয়েছেন কয়েকগুন। এদিন তিনি মন্তব্য করেছেন, “কয়েকদিন বাদে এমন একটা নাম আসবে, চিন্তা করতে পারবেন না। বিজেপি থেকেই তিনি আসবেন তৃণমূলে।” এদিকে ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর!

সবাই ভেবেছিল ফিরহাদের কথা উড়িয়ে দেবে বিজেপি। কিন্তু রাজ্য সভাপতির মন্তব্যে ববি হাকিমের মন্তব্যকে উড়িয়ে দেওয়ার কোন চেষ্টা দেখা গেলনা। ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর দিলেন সুকান্ত মজুমদার। এদিন ফরহাদ হাকিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন, ‘যারা নীতি-আদর্শের ভিত্তিতে বিজেপি করেন, তারা কেউ দল ছেড়ে যাবেন না। সেই বিষয়ে আমি নিশ্চিত। তবু, যাদের সমস্যা হচ্ছে, তাঁদের বলব যে কোনও রাগ-ক্ষোভ থাকলে আসুন, আলোচনা করুন দলের মধ্যে। আমি মনে করি, আলোচনার মাধ্যমে সব করা সম্ভব। একসাথে লড়াই করব সবাই। আর এই সরকারকে উৎখাত করা শুধু সময়ের অপেক্ষা।’

ফিরহাদের মন্তব্যে কার্যত শিলমোহর সুকান্তর, দল ছাড়তে চলেছেন কে? 

ফিরহাদ মুখে কিছু না বললেও, সূত্রের দাবি এই ‘বড় নেতা’ হলেন শুভেন্দুর অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তাঁর নিরাপত্তা প্রত্যাহার রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। কয়েক ঘণ্টা আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে চিঠি দিয়ে রাজ্য সরকারকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি অশোক দিন্দা যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে। সেই খবর পেয়েই তাঁর নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত।

Related News

Health

ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু ৪ জনের

Corona Virus: ফের দেশে বাড়ছে করোনার প্রকোপ, গত এক দিনে মৃত্যু...

গত ২৪ ঘণ্টায় এ দেশে করোনামুক্ত হয়েছেন ৩২৫ জন। সুস্থতার হার ৯৮.৮১ শতাংশ। শুধু দেশেই নয় গোটা বিশ্বব্যাপী ফের করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। WHO দেওয়া তথ্য বলছে গোটা দুনিয়ায় করোনার দাপট ৫২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

২২ গজে জঙ্গি হামলার ছক, টি২০ বিশ্বকাপের নিরাপত্তা ঘিরে উদ্বেগ

এক্ষেত্রে মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি। সে দেশের ক্রিকেটের সিইও জনি গ্রেভস একটি ক্রীড়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেন। আইসিসি, আয়োজক দেশ ও শহরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তাঁরা।
ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

ফের টাকার পাহাড়! থরে থরে নোটের বান্ডিল মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়ি থেকে

টাকা উদ্ধার প্রসঙ্গে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “দুর্নীতি শুধু ঝাড়খণ্ডেই শেষ হচ্ছে না। এই বিপুল পরিমাণ টাকা দেখেই বোঝা যাচ্ছে, নির্বাচনে টাকা ব্যবহার করা হত। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ করা উচিত।”
ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

ভোটবঙ্গে আবারও বিস্ফোরণ, পাণ্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের

সোমবারই পান্ডুয়ায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভোটের আবহে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বাম এবং বিজেপি তৃণমূলকে তোপ দেগেছে।
কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

কত টাকার মালিক অভিজিৎ? হলফনামায় জানালেন তমলুকের বিজেপি প্রার্থী

ছিলেন বিচারপতি। হলেন বিজেপি নেতা। আইনের এজলাস থেকে একেবারে জনতার এজলাসে। রাজনীতিতে যোগদানের সঙ্গে সঙ্গেই লোকসভা নির্বাচনের টিকিট! এমনকি তাঁর সাংসদ হবার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কথা হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে।
আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

আগামিকাল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট, কি ভাবে দেখবেন ফল

চলতি বছরে ১২ ফেব্রুয়ারি ২ এপ্রিল দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা হয়েছে। পরীক্ষার দিনই বাতিল হয়ে যায় রসায়ন পরীক্ষা। ২৬ ফেব্রয়ারির পরিবর্তে ২১ মার্চ দ্বাদশ শ্রেণির রসায়নের পরীক্ষা নেওয়া হয়।

Lifestyle and More...