ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে
ED's eyes are now on Ayan's bank locker

নজরবন্দি ব্যুরোঃ অয়ন শীলের বিরুদ্ধে তদন্তে নেমে রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে সিনেমা প্রযোজনা—নানা জায়গায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে তথ্য পেয়েছে ইডি। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতসকাচের নীচে চলে এল অয়ন শীলের লকার।

আরও পড়ুনঃ সিভিকের কাজ কী? হাইকোর্টের ভর্ৎসনার পর নির্দেশিকা প্রকাশ করল রাজ্য

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অয়ন শীলের একাধিক লকার রয়েছে বলে নথি হাতে পেয়েছেন তদন্তকারীরা। অয়ন শীল এবং তাঁর স্ত্রী কাকলি শীলের নামে ওই সব লকার রয়েছে বলে খবর। লকার সম্পর্কে তথ্য জানতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন ইডি অফিসাররা।‌

SSC Scam: ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে

অয়নের সংস্থার ডিরেক্টর হিসাবেও নাম রয়েছে স্ত্রী কাকলি শীলের। ওই লকারে ‘দুর্নীতির সম্পদ’ লুকিয়ে রাখা হয়েছে বলেই অনুমান তদন্তকারীদের। ইডি সূত্রে খবর, অয়নের স্ত্রীকে তলব করা হয়নি। তা সত্ত্বেও শনিবার সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছন কাকলি।

SSC Scam: ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে
ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে

অয়নের সঙ্গে দেখা করতে কাকলি সিজিও কমপ্লেক্সে যান বলেই খবর। তবে আবার কাকলিকে তলব করা হতে পারে। অয়ন বিপুল জমি কিনেছিলেন। লকডাউনের মধ্যেও হুগলির গুড়াপে ছেলে অভিষেক শীলের নামে কোটি টাকার জমি কিনেছিলেন অয়ন।

ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে

SSC Scam: ইডি-র চোখ এবার অয়নের ব্যাংক লকারে, ডাকা হতে পারে স্ত্রী কাকলিকে

যার রেজিস্ট্রি বাবদ খরচই হয়েছিল ১০ লক্ষ ৩৭ হাজার টাকা। ভাঙড়ে আরও তিনটি জমি কিনেছিলেন অয়ন। কাকলির নামেও বিপুল সম্পত্তি মিলেছে। আর এগুলি সবটাই হয়েছে নিয়োগ দুর্নীতির টাকায় হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।