অক্সফোর্ডের করোনা টিকা মাত্র ২৫০ টাকায় কেন্দ্রকে বেচবে সেরাম।

নিজস্ব প্রতিনিধি, নজরবন্দি.ইন

নজরবন্দি ব্যুরোঃ অক্সফোর্ডের করোনা টিকা মাত্র ২৫০ টাকায় কেন্দ্রকে বেচবে সেরাম। করোনা টিকার ছাড়পত্র মিলতে পারে জানুয়ারিতেই, করোনা টিকা নিয়ে আশার কথা শোনালেন, সেরামের চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা। শুধুতাই নয় টিকার দাম কেমন হবে তা নিয়েও মতামত প্রকাশ করেছেন তিনি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ড্রাগ কন্ট্রোলের অনুমতি পাওয়া মাত্রই আগামী বছরের শুরুতেই করোনা টিকা নিয়ে আসবে সেরাম ইনস্টিটিউড। এমনকি বছর শেষে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়েও টিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে ভ্যাকসিন গ্রুপের প্রধান ডিরেক্টর অ্যান্ডু পোলার্ড।

আরও পড়ুনঃ দেশজুড়ে শান্তিপূর্ণভাবেই চলছে বনধ, তাও বনধ সমর্থকদের কটাক্ষ করতে ছাড়লেন না কঙ্গনা!

কদিন আগে সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কারা প্রথমে টিকা পাবেন, তা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আলোচনার মাধ্যমেই স্থির হবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও। বৈঠকে মোদি ঘোষণা করেন, “এই মুহূর্তে ভারতে অন্তত আটটি করোনা ভ্যাকসিন ট্রায়ালের বিভিন্ন স্তরে আছে। এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই টিকা সরকারের হাতে চলে আসবে। বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। স্বাস্থ্যকর্মী, করোনাযোদ্ধা, বয়স্ক মানুষ এবং ক্রনিক রোগ আছে, এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে।”

এদিকে আজ সেরাম ইন্সটিউটের পক্ষ থেকে আদর পুনওয়ালা জানিয়েছেন টিকার দাম কত হবে। গতমাসে সেরাম জানিয়েছিল তাদের টিকার দুটি ডোজের দাম পড়বে হাজার টাকার মত। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এল সেরাম। নতুন সিদ্ধান্ত হয়েছে ডোজ পিছু টিকার দাম পড়বে ২৫০ টাকা। অর্থাৎ ৫০০ টাকার বিনিময়ে সরকারকে তারা টিকার ডোজ দুটি দেবে।

দেশজুড়ে এখন সেরাম-অক্সফোর্ডের টিকার তৃতীয় তথা চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। দেশের মোট ১৫ টি স্থানে চলছে এই ট্রায়াল। কদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরাম ইন্সটিউটে টিকার অগ্রগতি খতিয়ে দেখে এসেছেন। তিনি জানিয়েছেন, আমাদের বিজ্ঞানীরা সফলভাবে টিকা তৈরির ব্যপারে অত্যন্ত আশাবাদী। গোটা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে সস্তা এবং উপযোগী টিকার আশায়।” প্রধানমন্ত্রী আশাবাদী যে, রাজ্য এবং কেন্দ্র সরকারের সম্মিলিত প্রয়াসে টিকাকরণে কোনও সমস্যা হবে না। তাঁর দাবি, “ভারত অন্যান্য দেশের তুলনায় টিকাকরণের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ। এবং সেটা আমাদের কাজে লাগবে।

Related News

Health

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

এক চুমুকেই বাড়বে জেল্লা, জানুন কী সেই মিরাক্কেল ড্রিংক

সুন্দর ত্বকের অধিকারিণী হতে কেনা চায়। সকলেই চায় তাদের দাগহীন, চকচকে, ফর্সা ত্বক হোক। কিন্তু সুন্দর ত্বক পাওয়া অতটাই সহজ নয়।
ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

ইন্ডিয়া জোট জিতলেই বিনামূল্যে বিদ্যুৎ-চিকিৎসা- শিক্ষা, ভোটের আগে কেজরির গ্যারান্টি

তিহাড়ে বন্দি থাকার সময় জেল থেকেই সরকারি সিদ্ধান্ত নিচ্ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা নির্বাচনী চলাকালীন ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি। আর তার পরই তাঁর...
বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

বিজেপি ক্ষমতায় এলে রান্নার গ্যাসের দাম হবে আড়াই হাজার, আশঙ্কা অভিষেকের

চতুর্থ দফা লোকসভা নির্বাচনের আগের দিন বাংলার নানান প্রান্তে চলল জমজমাট প্রচার। একদিকে যেমন চার জায়গায় সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক সেরকমই রবিবাসরীয়...
নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

নতুন করে উত্তপ্ত সন্দেশখালি, ভিডিও ভাইরালের কারণে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে মারধর!

বিগত তিন মাসেরও বেশি সময় ধরে শিরোনামে সন্দেশখালি। এরই মধ্যে দু'টি স্টিং ভিডিও প্রকাশ হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। রবিবার নির্বাচনের মধ্যেই সন্দেশখালিতে শুরু হল নতুন করে অশান্তি। ভিডিও ভাইরালের কারণে তৃণমূলের এক নেতাকে বাড়ি থেকে বের করে মারধর করলেন মহিলারা।
সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালিতে বিজেপির হয়ে কাজ করছে জাতীয় মহিলা কমিশন! নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

সন্দেশখালির ঘটনা নিয়ে নেতিবাচক ভাবনা তৈরি করে বিজেপি রাজনৈতিক ফসল তুলতেই এমন কৌশল নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। শুধু তাই নয়, জাতীয় মহিলা কমিশনের এমন প্রচেষ্টাকে ‘ষড়যন্ত্র’, ‘প্রতারণা’, ‘জালিয়াতি’ হিসাবে দেখিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে।

প্রকাশ্যে এল গঙ্গাধরের দ্বিতীয় ভিডিও, আন্দোলন ‘সাজাতে’ পিস্তল-মদ-টাকা ছাড়া আর কী কী চাইলেন বিজেপি...

সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের দ্বিতীয় ভিডিও প্রকাশ পেল। প্রথম ভিডিও থেকে জানা যায়, সন্দেশখালির আন্দোলন পুরোটাই সাজানো এবং তা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে।

Lifestyle and More...